স্বাধীন বাংলা রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দফা নির্বাচনী ইশতেহার আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে আরাে বলেন, ইশতেহারে প্রাধান্য পাবে সুশাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকার। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমণ্ডির অফিসে ঐক্যফ্রন্টে ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা আজকে ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফট তৈরি করব। পরে এটি ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাস হবে। আজকে বৈঠক শেষ হতে তিন ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি। বৈঠকে ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ উপস্থিত আছেন। ইশতেহার তৈরির বিষয়ে তিনি বলেন, আমার চিন্তা আছে- মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার ও দেশের মেরামত দরকার। দেখা যাক কী হয়। জাফরুল্লাহ জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার তৈরি করা হবে। তবে এটি আরও বিস্তারিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপানো হবে।