শোভন-রব্বানীর বিরুদ্ধে নতুন বোমা ফাটালেন জগন্নাথের জয়নুল আবেদীন রাসেল
14, September, 2019, 3:54:55:PM
স্বাধীন বাংলা ডেস্ক: চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা আর টাকার বিনিময়ে কমিটি গঠনসহ নানা অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারী যখন খাদের কিনারে ঠিক এমনই মুহুর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্যসাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেত্রিত্বের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বোমা ফাটিয়েছেন। ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়ে বিশদ আকারে অভিযোগ করেছেন। নি¤েœ তা হুবহু তুলে ধরা হলো-
জনাব শোভন, রাব্বানী সাহেব... কেমন আছেন? মধুচন্দ্রিমা তো শেষ, এখন তো আর পায়ের তলায় মাটি খুঁজে পাবেন না। নিজেদেরকে মহাপ্রতাপশালী ভেবেছিলেন, এখন দেখেন আপনাদের খুটির জোর কতটুকু। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা অনেক প্রত্যাশা নিয়ে আপনাদেরকে নেতা বানিয়েছিল, আর আপনারা আপাকে কষ্ট দিলেন?? আপা আপনাদেকে ক্ষমতা যেভাবে দিয়েছেন, আবার নিয়েও যাচ্ছেন। ছাত্রলীগের ইতিহাসে একমাত্র সভাপতি সাধারণ সম্পাদক আপানারা যারা কিনা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে প্রবেশে নিষিদ্ধ হয়েছেন। জনাব রাব্বানী সাহেব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি স্থগিত করে আমাকে আর তরিকুল কে ডেকে নিয়ে মাসে কত টাকা করে যেন চেয়েছিলেন কমিটি ঠিক করে দেওয়ার জন্য?? আর জগন্নাথের নতুন ক্যাম্পাসে বালু ভরাটের কাজের জন্য যে ঠিকাদারটা পাঠিয়েছিলেন তার নাম মনে আছে?? বালু ভরাট ঘনফুট কত টাকা করে যেন বলেছিলেন?? আপনি ভুলে গেলেও আমি ভুলিনাই। সেগুলো প্রমাণসহ দেওয়া হয়েছে। আমাদের কমিটি ভেঙে যে মজাটা নিয়েছিলেন সেই মজা টা এখন আমি পাচ্ছি। আমরা বারবার বলার পর ও পূর্ণাঙ্গ কমিটি করতে না দিয়েই আমাদের কমিটি বিলুপ্ত করলেন। এখন তো মনে হচ্ছে আপনারাও আর কোন ইউনিট কমিটি দিতে পারবেন না। আপনাদের এত ক্ষমতা তাহলে ফেব্রুয়ারিতে জগন্নাথের কমিটি বিলুপ্ত করে এখনো কমিটি দিতে পারলেন না কেন?? নাকি পোলাপাইনগুলোকে পিছনে পিছনে ঘুরিয়ে প্রটোকল নেওয়ার ধান্দা।।।
এসব ভন্ডামী ছাত্রসমাজ বুঝে গেছে।। ১ বছর ২ মাসে ১১০টি সাংগঠনিক জেলা ইউনিটের মধ্যে মাত্র ২টা কমিটি দিয়েছেন, তাও ইবি ছাত্রলীগের কমিটিতে ৪০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। যদিও টাকা লেনদেনের বিনিময়ে কয়েকটি উপজেলা কমিটি দিয়েছেন। বাকি ১০৮ ইউনিট কমিটি মনে হয় না আর দিতে পারবেন, যদি না দেশরতœ আপনাদেরকে ক্ষমা করে শেষ সুযোগ না দেন। দেশরতেœর সাথে যে অন্যায় করেছেন সবকিছুর জন্য ক্ষমা চেয়ে দেশরতœ থেকে কয়েক মাস সময় চেয়ে নিয়ে মেয়াদ পূর্ণ করে যেন বিদায় নিতে পারেন এই কামনা করি।