নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষে জাকির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাকির টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে। বালুমহালের টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গতকালা রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এছাড়া এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার নুর মিয়ার ছেলে আল আমিন (৩৩), ইউনুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়েব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে উপজেলার আনন্দবাজার এলাকার নবী হোসেন গ্রুপের সঙ্গে একই এলাকার আমির হোসেন গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।
এ সময় সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।