ফুলের মিষ্টি সুবাসে আকৃষ্ট হয়ে পোকামাকড় ফুলের পরাগরেণু এবং নেক্টার নামক সুগন্ধী রসে এসে বসে। এসব পোকামাকড় আকৃষ্ট করার উদ্দেশ্য হলো ফুলের নিষেক কাজে সাহায্য করা। নিষেক পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে বহন করার কাজে মৌমাছি এবং অন্য পোকামাকড় অনেক সাহায্য করে। যখন তারা ফুলের গন্ধে মোহিত হয়ে তার ওপর এসে বসে, তখন তাদের শরীরে পরাগরেণু লেগে যায়, যা পরে অন্য ফুলে স্থানান্তরিত হয় তাদের মাধ্যমেই। অনেক ফুলে কোনরকম নেক্টার না থাকলেও দেখা যায় শুধু সুন্দর গন্ধের জন্যই পোকা এর উপর এসে বসেছে। পতঙ্গের মাধ্যমে যেসব ফুলের পরাগরেণু স্থানান্তর তথা পরাগায়ণ ঘটে, তারা সাধারণত খুবই উজ্জ্বল ও আকর্ষণীয় হয়। ফলে পোকাদের আকৃষ্ট হয়ে পড়া আরো বেশি সহজ হয়ে পড়ে।
মুতাছিম বিল্লাহ রিয়াদ শিক্ষার্থী: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া