মোঃ সজীব প্রধান: ফোন ব্যয়ের টাকা বাঁচিয়ে ‘স্কুল অব হিডেন ট্যালেন্ট’র শিক্ষার্থীরা প্রায় দেড় শতাধিক চরাঞ্চলের শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। প্রবর্তন ফাউন্ডেশনের অন্যতম অনলাইন শিক্ষা প্লাটফরম ‘স্কুল অব হিডেন ট্যালেন্ট’র একঝাঁক শিক্ষার্থী এবং মানবতার ঘর সংগঠনের সমন্বিত উদ্যোগে কুড়িগ্রাম জেলার থেতরাই ইউনিয়নে প্রায় দেড় শতাধিক হাফেজি পড়ুয়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গতকাল খাবার বিতরণ করে।
পবিত্র ইদুল আজহায় যেসব শিশুরা একবেলা তৃপ্তিসহ খেতে পারেনি এবং মাসে একবারও যাদের কপালে জুটেনা ভালো খাবার এমন সুবিধাবঞ্চিত, অসহায় ও হতভাগা শিশুদের জন্য হাত বাড়ানো চরম আত্মতৃপ্তি বলে মনে করেন স্কুল অব হিডেন ট্যালেন্টের শিশুপ্রেমি শিক্ষার্থীরা।
বস্তুত, প্রবর্তন ফাউন্ডেশন এবং স্কুল অব হিডেন ট্যালেন্ট প্রতিষ্ঠার ঊষালগ্ন থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশুদের পড়াশোনা, বাসস্থান, মানসম্মত খাদ্য এবং বিনোদনের জন্য প্রবর্তন ফাউন্ডেশন এবং স্কুল অব হিডেন ট্যালেন্টের প্রতিষ্ঠাতা সাব্বির খান সায়েম সর্বদা নিবেদিত প্রাণ। করোনা ভাইরাসে গোটা পৃথিবী যখন স্তব্ধ তখনও শিশুদের সুরক্ষা এবং সুন্দর জীবনের জন্য এই সংগঠন বিভিন্ন শিশুবান্ধব উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
এক প্রতিক্রিয়ায় খান সায়েম বলেন, ‘আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের কর্ণধার। কাজেই শিশুদের সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দেয়া আমাদের দায়িত্ব। আর সে দৃষ্টিকোণ থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। দেশের বিত্ত্ববান ও সামর্থবান ব্যক্তিরা শিশুদের জন্য এগিয়ে আসবে এমনটাই আমাদের প্রত্যাশা।’