চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অপকর্মের জন্য আলোচিত নাছিয়া ঘোনা এলাকার নুরে আলম ওরফে নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় কাউসার নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নগরীর আকবর শাহ ও খুলশী থানায় নুরুর বিরুদ্ধে পাহাড় দখল, কাঠ পাচার, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলা আছে। এছাড়া ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় নুরুর ১৭ বছরের সাজা হয়েছিল।
২০১৯ সালে নুরুর বিরুদ্ধে সাজার পরোয়ানা হলেও সেটির কোনো রেকর্ড ছিল না থানায়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার নুরুর সাজার পরোয়ানা আসে থানায়।