স্বাধীন বাংলা ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর তিনি। তবুও আচমকা এমন কী ঘটল যে নিজের শিক্ষার ব্যাপারে স্বস্তিকা জানালেন, তিনি বাংলা, হিন্দি, ইংরেজি, কোনও ভাষাতেই দক্ষ নন। তাঁর ছবি দেখলে বা কথা বললে তো মনে হয়, তিন ভাষাতেই যথেষ্ট দখল তাঁর। একাধিক টলি নায়িকার মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন প্রায়শই। আর ট্রোলের উত্তর কী ভাবে দিতে হয়, তারই একটি উদাহরণ হয়ে দাঁড়াতে পারে স্বস্তিকার এই দু`টি বাক্য।
রেডিয়ো জকি, অভিনেতা ও কমেডিয়ান মীর আফসার আলি এবং `টুম্পা` খ্যাত অভিনেতা সায়ন ঘোষের একটি ছবির তলায় কমেন্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছিলেন, তিনি সায়ন ঘোষের বড় ফ্যান।
`টুম্পা` গানটি তাঁর জীবনের মন্ত্র। মন্ত্রের বানান ও উচ্চারণে প্রকাশ পেয়েছিল সংস্কৃত ছোঁয়া। কিন্তু এক নেটাগরিক প্রশ্ন তোলেন, `মন্ত্র`-এর বদলে তিনি `মান্ত্রা` কেন লিখবেন। তবে কি তিনিও `অবাঙালি` হওয়ার চেষ্টা করছেন? নেটাগরিকের মতে, হিন্দি অধ্যুষিত এলাকার প্রভাব পড়ছে তাঁর মধ্যে।