খোকনের বিরুদ্ধে মামলার আবেদন তুলে নেয়ার আহ্বান জানালেন তাপস
12, January, 2021, 2:45:10:PM
স্বাধীন বাংলা রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলার আবেদন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সোমবার সাঈদ খোকনের নামে দুটি মামলার আবেদন করেছিলেন বর্তমান মেয়রের আইনজীবীরা।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে সাকরাইন উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের দুই আইনজীবীকে এ আহ্বান জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, আমি মামলাগুলোর বিষয়ে জড়িত নই। দুই আইনজীবী এগুলোর আবেদন করেছেন। আমি তাদের অনুরোধ করব, মামলার আবেদনগুলো যেন প্রত্যাহার করে নেওয়া হয়।