ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরে তরুণীর বাসায় এক প্রেমিক আত্মহত্যা করেছেন। নিহতের নাম অন্তর চৌধুরী (২০)। মঙ্গলবার রাতে শহরের উত্তর কাউতলি এলাকায় এ ঘটনা ঘটে। অন্তর চৌধুরী শহরের কাউতলি কামাল চৌধুরীর ছেলে। এ ঘটনায় প্রেমিকাকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বছরখানেক আগে স্বামীর সঙ্গে তালাক হয় ওই তরুণীর। তিনি উত্তর কাউতলি এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। ওই বাসায় ওই তরুণী একাই থাকেন। কয়েক মাস আগে অন্তরের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ওই তরুণী। প্রেমের সম্পর্কের জেরে অন্তরও তার বাসায় থাকতেন। কিন্তু বিবাহিত হওয়ায় ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নেয়নি অন্তরের পরিবার।
সোমবার রাতে অন্তরের সঙ্গে ঝগড়া হয় ওই তরুণীর। তবে কী নিয়ে ঝগড়া হয়েছে সেটি জানা যায়নি। মঙ্গলবার বিকালে অন্তরকে বাসায় রেখে বাইরে যান ওই তরুণী। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন ঘরে ফ্যানের রিংয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন অন্তর। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম জানান, কী কারণে অন্তর আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।