সখীপুরে আচারণবিধি লঙ্ঘনের দায়ে নারী কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা
13, January, 2021, 6:29:33:PM
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুর পৌর নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অপরাধে সংরক্ষিত এক মহিলা কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী এ আদালত পরিচালনা করেন। এসময় ৭, ৮ ও ৯ নং ওর্য়াড়ের মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বুধবার সকালে ৭, ৮ ও ৯ ওয়ার্ড-এর জবা ফুল প্রতীকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনা নিয়মবহির্ভূত মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী হাকিম ও রিটার্নিং অফিসার চিত্রা শিকারী জানান, স্থানীয় সরকার ও পৌর আইন ৯-এর ৩১ ধারায় ওই মহিলা কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।