জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সাত্তার (৬০)। সে বামনগ্রাম গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের বামনগ্রাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার মোলামগাড়িহাট থেকে সাইকেল চালিয়ে আব্দুস সাত্তার বাড়ি ফিরছিলেন। এ সময় বগুড়াগামী একটি ট্রাক বামনগ্রাম মোড় এলাকায় তাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যান।
স্থানীয়রা ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।