চাটখিল উপজেলা প্রতিনিধি (নোয়াখালী): নোয়াখালী চাটখিলে বাছাইকৃত বীমা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় চাটখিল শহরের জোনাল অফিসে ব্যবসা উন্নয়ন সভা।এতে অংশগ্রহণ করেন চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রাইম লাইফের বীমা কর্মী নারী ও পুরুষ।
সভায় উপস্থিত ছিলেন প্রাইম ইসলামি লাইফ ইনসুরেন্সের চট্টগ্রাম বিভাগীয় উপ-ব্যাবস্থাপনা পরিচালক এম.এ মতিন।
কম্পানির ডি.সি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আর.সি ও ইনচার্জ সোনাচাকা সাংগঠনিক অফিস শাহেদুল কাবির,তিনি বলেনঃ একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্বে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য রক্ত দিয়েছেন এবং তিনি বীমা কর্মীদের একক কাজের চেয়ে সংগঠন গড়ে কাজ করার গুরুত্ব বেশি বলেই তার বক্তব্য শেষ করেন।
বাৎসরিক টার্গেট ফিলাফ করে জাতীয় সম্মেলনে অংশ গ্রহণ করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান ডি.আই.ভি.সি ও ইনচার্জ খিলপাড়া সাংগঠনিক অফিস মাওলানা খোরশেদ আলম।
ই.ভি.পি ও ইনচার্জ ফেনী জোন-১ মোজাম্মেল হোসেন তার বক্তব্যে বলেন, আমার ২৬ বছরের বীমা জীবনে গত ২০২০ সালে প্রাইম ইসলামি লাইফ ইনসুরেন্সের সর্বোচ্চ ব্যবসা দেখেছি এবং আগামীতে বীমা কর্মীদের পদোন্নতি অনেক কঠিন হয়ে যাবে সরকারি নির্দেশ অনুযায়ী এফ.এ,ইউ.এম,বি.এম এর বেশি নিয়োগ হবেনা বলে জানান তিনি।
প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় উপ-ব্যবস্থাপনা পরিচালক এম.এ মতিন বলেন, পহেলা মে জাতীয় বিমা দিবস প্রাইম ইসলামি লাইফ ইনসুরেন্স পালন করবে অধিক গুরুত্ব দিয়ে, বিদেশ যাওয়ার জন্য বীমা নিশ্চিত করা ও বঙ্গবন্ধু শিশু শিক্ষা বিমা বাধ্যতামুলক করার বিষয়ে হাতে কলমে বিস্তারিত আলোচনা করেন তিনি।
সভার সভাপতিত্ব করেন এস.ভি.পি ও ইনচার্জ নোয়াখালী এরিয়া মাওলানা মহি উদ্দিন। আরো উপস্থিত ছিলেন আর.সি ইউসুফ আলী,ডি.আই.ভি.সি জাকির হোসেন, বি.সি মোঃ ইসমাইল হোসেন সজীব,বি.সি জাকির হোসেন প্রমুখ।