হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার নব-নির্বাচিত মেয়র জামিল হোসেন চলন্তকে এবং কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মেয়র ও কাউন্সিলরকে সংবর্ধনা প্রদান করেন। সংসদ সদস্য শিবলী সাদিক হাকিমপুর (হিলি) পৌরসভাকে ২য় শ্রেনী থেকে ১ম শ্রেনীতে উন্নতি করণে মেয়রকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এর আগে বুধবার (২৪ ফেব্রুংারী) সকাল সাড়ে ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন জামিল হোসেন চলন্ত এবং তার সাথে শপথ গ্রহন করেন ৯ জন পুরুষ কাউন্সিলর ও তিন মহিলা কাউন্সিলর।