পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক বেলুন বিক্রেতা মারা গেছেন। তার নাম ইউনুস আলী। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন থেকে তার মৃত্য হয়। মৃত ইউনুস গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, শনিবার বিকালে তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে ইউনুস আলীসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস মারা যান। তেঁতুলিয়া থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, বিস্ফোরণে ইউনুসের ডান পায়ের অর্ধেক উড়ে যায়। আহত বাকি চারজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
আহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রহমতপুর এলাকার সাব্বির হোসেন (২২), রানীশংকৈল এলাকার হাফিজুল ইসলাম (২৬), নওগাঁ জেলা সদরের রাব্বি হোসেন (২৫) ও তেঁতুলিয়া উপজেলা সদরের ফয়সাল আহমেদ (১৪)।
পঞ্চগড় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান খান শাওন জানান, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইউনুস আলী মারা যান।