মাত্র ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খলিলুর রহমান (৬৫) নামে এব বৃদ্ধকে মেহেরপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে খলিলুর রহমানকে মেহেরপুর আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনাটি গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের। খলিলুর রহমান ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত পাতান শেখের ছেলে। তিনি পেশায় একজন আইসক্রীম ব্যবসায়ী।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বুধবার দুপুরের দিকে খলিরুর রহমান তার প্রতিবেশীর ওই শিশুকে আইসক্রিম দেয়ার প্রলোভনে ডেকে নেন। পরে নিজ বাড়িতে নির্জন কক্ষে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে বাড়ির আশে-পাশের মানুষ ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। স্থানীয়রা খলিলকে আটকে রাখে ৯৯৯ ফোন করে।
গাংনী থানা পুলিশ সংবাদ পেয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করলে ওই মামলায় খলিলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।