মোঃ মিজানুর রহমান, নাটোর নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
"মুজিব বর্ষের অঙ্গীকার মাদক করব পরিহার " একটি পরিবার ধ্বংসের জন্য একজন একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট। এই শ্লোগান নিয়ে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে মূল প্রবন্ধ উপস্থাপন ও শপথ পাঠ করান অনুষ্ঠানের সভাপতি ইউএনও প্রিয়াংকা দেবী পাল। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, নাটোর মাদকদ্রব্য কার্যালয়ের পরিদর্শক মঈন উদ্দিন কবির, বাগাতিপাড়া জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সত্যেন্দ্রনাথ বাগচি ও বাগাতিপাড়া কেন্দ্রিয় প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম। এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর মাদকদ্রব্য কার্যালয়ের উপ-পরিদর্শক সবুজ কুমার দেবনাথ, উপ সহকারী পরিদর্শক তাইজুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং ইউপি সদস্যগণ প্রমুখ।