ভোলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেনকে প্রধান আসামী করে ৩৬ জন পুলিশের নামে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরো ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামাল এর আদালতে নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দাখিল করেছেন। মামলার আইনজীবী ড. আমিরুল ইসলাম বাছেত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় দাখিল করা হত্যা মামলায় উল্লেখ করা হয়, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী পালনের ভোলা বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহত হন। আব্দুর রহিম ওসি (তদন্ত) আরমান হোসেনের গুলিতে নিহত হয়। এ ঘটনায় ৩০২ এবং ৩৪ ধারায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। বাদীনি বিজ্ঞ আদালতে জুডিসিয়াল তদন্ত অথবা জঅই এর তদন্ত দাবী করেছেন। বিজ্ঞ আদালত আগামী ৮ আগস্ট সকল প্রমাণাদী আদালতে উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তাদের কর্মীকে গুলি করে নির্মমভাবে হত্যা করার জন্য সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করেছেন।