অমর একুশে গ্রন্থমেলা ২০২৩। কারুকাজ প্রকাশনী হাসান সোহেল এর অনবদ্য রচনা দ্বিতীয় জন্ম প্রকাশ করেছেন। যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী পাঠক সমাদৃত।
প্রতিদিন সারা দেশ থেকে শয়ে শয়ে মানুষ অস্ত্রের মুখে ভিড় জমায় মৃত্যুপুরীতে। কেউ পঙ্গুত্ব বরণ করে। কেউ আমৃত্যু মৃত্যু চিহ্ন বয়ে বেড়ায়। বাঁচার আকুতি মুখ থুবড়ে পড়ে উদ্বাস্তু জীবন।
আর সমাজের দুধারী তলোয়ার হিসেবে দাঁড়িয়ে যায় একশ্রেণীর সুবিধাবাদী সম্প্রদায়। যার জুলুম নির্যাতন অন্যায় অত্যাচারে নিষ্পেষিত ও জর্জরিত হয় সাধারণ মানুষ। এ যেন জাহান্নামের গহব্বরে বেঁচে থাকার আরেক নাম। যার বাস্তব প্রতিফলন দ্বিতীয় জন্ম গ্রন্থটি।