রাজধানীতে স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে প্রতি ওয়ার্ডে কমিটি গঠনের নির্দেশ
14, March, 2023, 6:42:59:PM
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরের সকল স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে বিশেষজ্ঞসহ ৭ সদস্যের কমিটি গঠন করে প্রতিটি ভবনের পয়-নিষ্কাসন ও গ্যাসের লাইন পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে একইসঙ্গে ঢাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে বেশ কিছু বিস্ফোরণের ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকালে সায়েন্স ল্যাব মোড়ে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (১৪ মার্চ) সকাল ৮টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।
এদিকে রাজধানীর গুলিস্তানের কাছে সিদ্দিক বাজার এলাকার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে শনিবার আহত আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।