লাইফস্টাইল ডেস্ক : ব্রণ একটি সাধারণ সমস্যা। যে কোনো ত্বকেই ব্রণ হতে পারে। তবে তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার ঝুঁকি থাকে বেশি। গরমে ব্রণের সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করে।
গরমে তীব্র তাপের কারণে ত্বক সব সময়ই ঘামে। ফলে ত্বকের কোষগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আঁঠালো হয়ে যায়। মৃত চামড়া বাইরের পৃষ্ঠে ধ্বংসাবশেষ হিসেবে জমা হয়।
যা ত্বকের নিচে অক্সিজেনে নেতিবাচক পরিবেশ তৈরি করে, যেখানে ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে সংখ্যা বাড়ায়। এটি ত্বকে প্রদাহ সৃষ্টি করে, ফলে ব্রণ হয়।
ঘরোয়া কিছু ফেসপ্যাক ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।জেনে নিন কী কী ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণ থেকে মুক্তি পেতে পারেন-
বেসন-দই : এক চামচ বেসনের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ টক দই। এই মিশ্রণ মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্তভাব দূর করে বেসন। পাশাপাশি ব্রণ সমস্যাও দূর করে। এই প্যাক ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল।
চারকোল-অ্যালোভেরা : এক চামচ চারকোল আর এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এতে ত্বকের ময়লা ও তৈলাক্তভাব দূর হবে সহজেই।
মধু ও দারুচিনির প্যাক : এক চামচ মধুর সঙ্গে আধ চামচ দারুচিনি গুঁড়ো মেশান। এই প্যাক মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা মুখের জ্বালা ভাব কমায়, সঙ্গে ব্রণর সমস্যা তাড়ায়।
হলুদ-দই : এক চামচ হলুদ গুঁড়োর সঙ্গে দুই চামচ দই মেশাতে হবে। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে এক্সফোলিয়েট করে, একই সঙ্গে ব্রণর সমস্যা দূর করে।