ক্রীড়া প্রতিবেদক : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন টাইগারদের এই ড্যাশিং ওপেনার। তবে চলমান আফগানিস্তান সিরিজেই নয়। আপাতত দেড় মাসে বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার।
তামিম দলে ফিরবেন এশিয়া কাপ দিয়ে। খেলবেন ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।
এর আগে গতকাল চট্টগ্রামের এক হোটেলে তামিম অবসর ঘোষণা করেন। এরপর আজ শুক্রবার তাকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্ত্রীসহ যান বিকেলে। এ সময় সঙ্গে ছিলেন মাশরাফি বিন মুর্জতা। এরপর যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।