ভালোবাসা থেকেই ক্রিকেটারদের সম্মান করেন প্রধানমন্ত্রী: মাশরাফি
8, July, 2023, 3:45:7:PM
ক্রীড়া প্রতিবেদক :
সাকিবের ডেঙ্গু হলে তিনি হাসপাতালে হাজির হন, মুশফিকের সঙ্গে ব্যক্তিগত কথা বলতে হলে আমন্ত্রণ করেন গণভবনে। তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দেন। এটা তার দুর্বলতা নয়, বরং তার ভালোবাসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলে সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে মাশরাফি লিখেছেন, “সাকিবের ডেঙ্গু হলে, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, ‘চলে আসো গণভবনে’। তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এমন আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা, সবকিছুর খেয়াল রাখেন। ”
খেলোয়াড়দের উদ্দেশে মাশরাফি লিখেছেন, ‘প্রিয় খেলোয়াড় ভাইরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তার দুর্বলতা নয়, বরং তার ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদেরকে সম্মান করেন। আপনাদেরও উচিৎ ভালোবাসা দিয়ে সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা। ’
বাংলাদেশের সফলতম এই অধিনায়ক আরও লিখেছেন, ‘দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে আপনাদের দিকে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনও গ্যালারিতে, কখনও টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়। আপনাদের জয় দেখে এই মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। ’