আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিংয়ে বাংলাদেশের মোহন মোতালেব ও সাবিউলের জয়
24, September, 2023, 12:38:48:PM
ক্রীড়া প্রতিবদক :
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদুত লিও টিটো এল আউসান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।
১০ বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউল ইসলাম জয়ী হয়েছেন। মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন। অপরদিকে বাংলাদেশের ফরহাদ তরফদার স্বদেশী সজীব মাহমুদের বিপক্ষে জয় পান।
বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে প্রফেশনার (পেশাদার) বক্সিং খেলা। দেশে এখন প্রায় ৬০০ বক্সার রয়েছে। এবারের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ২১ জন এবং ভারতের তিন জপ বক্সার অংশ নিচ্ছে।