আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর ফুরফুরে মেজাজে সাকিব বাহিনী। আজ বিশ^কাপের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে প্রথমেই ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ডকে। তবে, আজ মাঠে নেই মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ বিহীন সাকিব বাহিনীর টিমে আজ জায়গা পেয়েছেন শেখ মেহেদি।
ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছিলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও বাংলাদেশকে নিয়ে চিন্তিত নন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।’