আমেরিকা বক্সিং চ্যাম্পিয়নশীপে খেলবে বাংলাদেশের মোতালেব
26, October, 2023, 12:06:56:AM
আনোয়ার হোসেন:
পেশাদার বক্সিং ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশি বক্সার আব্দুল মোতালেব (কিং কং) লাতিন ও সাউথ আমেরিকা বক্সিং চ্যাম্পিয়নশীপে অংশ নেবে। গত ২৪ অক্টোরব আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে আব্দুল মোতালেব।
দেশ ছাড়ার আগে দেশের পেশাদার বক্সিংয়ের এক নাম্বার পাউন্ড কিং বক্সার আব্দুর মোতালেব বলেন, আমি পেশাদার বক্সিং এর মাধ্যমে বাংলাদেশের পতাকা সারা বিশ্বে পরিচিতি লাভ করাবো। দেশের জন্য বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ্। মোতালেব তার এই অর্জনের পিছনে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুজ্জামানকে। তিনি দেশবাসির কাছে দোয়া চান।
গত রোববার মতিঝিলের ডিআর টাওয়ারে এক সংবাদ সম্মেলনে প্রফেশনার বক্সিং এর সেক্রেটারি আসাদুজ্জামান ও প্রধান অতিথি এই এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুজাফ্ফর হোসেন পল্টু বক্তব্য রাখেন। মুজাফ্ফর হোসেন পল্টু বলেন, আমেরিকায় এ ধরনের বিশ্বমানের বড় আসরে মোতালেবের আংশগ্রহনটা বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের জন্য একটা মাইলফলক। আশাকরি এই আসরের মাধ্যমে পেশাদার বক্সিং দেশের নতুন প্রজন্মকে উৎসাহিত এবং এ খেলার উন্নতি লাভ করবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সফলতা বয়ে আনবে।
সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, আমি মোতালেবের ব্যাপারে বেশ আশাবাদি। লাটিন-সাউথ আমেরিকায় ২৮ অক্টোবর মুতাল্লিবের প্রতিপক্ষ ভেনিজুয়েলার বক্সারের সাথে ১০ বাউটের এই লড়াইয়ে জয় লাভ করবে ইনশাআল্লাহ্। মোতালেবের মতো বক্সারদের প্রশংসিত খেলায় বাংলাদেশ এখন গ্লোবাল প্লাটফর্মে পা রেখেছে। এতে বাংলাদেশের পেশাদার বক্সাররা দুই ভাবে উপকৃত হবে। এক দেশকে বিশ্ব দরবারে দ্রুত পরিচিতি লাভ করাবে। দুই আর্থিক ভাবে তারা লাভবান হবে।
মোতালেব আমেরিকার কোরাসাউ দ্বীপের কায়াভার্সিয়া স্টেডিয়ামে খেলবে। মোতালেব এ পযন্ত ১০ টি খেলায় অংশ নিয়ে জয় পেয়েছে ৮ টিতে। আসাদুজ্জামান আরো বলেন, দিন দিন পেশাদার বক্সিং দেশে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ইতোমধ্যেই বাংলাদেশ পেশাদার বক্সিং এসোসিয়েশন গত চার বছরে ৩১ টি ঘরোয়া এবং ৯ টি আন্তর্জাতিক প্রতিযোগিয়ার আয়োজন করেছে। দেশে এখন প্রায় ১১৯ জন মানসম্পন্য পেশাদার বক্সার রয়েছে।
এদিকে, সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদুত লিও টিটো এল আউসান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা। ১০ বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউল ইসলাম জয়ী হয়েছেন। মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন।
এবারের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ২১ জন এবং ভারতের তিন জপ বক্সার অংশ নেয়।