দিলকুশা ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন: বাহার সভাপতি, শাহীন সেক্রেটারি
24, November, 2023, 12:10:32:PM
ক্রীড়া প্রতিবেদক :
ঐতিহ্যবাহী দিলকুশা স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন এড. বাহালুল আলম বাহার এবং শাহীনুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্লাবে সকল সদস্যের উপস্থিতিতে সভার বিগত ২০২১ সালে গঠিত আহ্বায়ক এস এম আলম জীবন ও সদস্য সচিব শাহীনুর রহমান শাহীনকে সদস্য সচিব করে ক্লাবের কার্য্যকরী পরিষদ গঠন করা হয়েছিলো। ক্লাবের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন বিগত ৩০ মাসের আয় ব্যায় এর হিসাব পেশ করেন।
সভায় ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা এবং ঢাকা ওয়ান্ডারার্স, আরামবাগ ক্রীড়া সংগ, ফকিরেরপুল ইয়াংম্যান্স ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ফুটবল একাডেমির শীর্ষ কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।
সভায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের নয়া সভাপতি ও সাধারন সম্পাদক ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য রক্ষায় নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে যাওয়ার আঙ্গিকার করেন।
সভায় নির্বাচন কমিশনার ২০২৩-২৬ এর নতুন কর্য্যকরী পরিষদে প্রাথমিকভাবে ১২ জন সদসের নাম প্রকাশ করেন। তিনি আগামী কয়েক মাসের মধ্যে বাকি সদসের নাম প্রকাশ করা হবে বলে জানান।