স্বাধীন বাংলা ডেস্ক: গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর লাগাতার হামলা ও নৃশংসতার করণে জো বাইডেন ঘরে-বাইরে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন। নিজ দলের ভেতরেও চাপ বেড়ে চলার পর এবার খোদ বাইডেন স্বীকার করেছেন, ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে।
গতকাল মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। বাইডেন বলেন, ‘ইসরাইল সমর্থন হারাতে শুরু করেছে। গাজায় নির্বিচার বোমা বর্ষণের কারণে এটি হচ্ছে।’
এসময় বাইডেন আরও বলেন, ‘হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই এবং ইসরাইলের সেই ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।’
গত ৭ অক্টোবর দখলদার বাহিনী কর্তৃক গাজায় হামলা শুরুর পর থেকে তা অন্ধভাবে সমর্থন করে যাচ্ছেন জো বাইডেন। অবশেষে প্রচণ্ড চাপের মুখে তিনি ইসরাইলের বিরুদ্ধে এ মন্তব্য করলেন।