সরাইল উপজেলার অরুয়াইলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম এবং অন্যের বাড়ি দোকান ঘরে হামলা ও জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে সরাইল থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ০২।
মঙ্গলবার (২ জুলাই) সরাইল উপজেলা অরুয়াইল এলাকার খসরু মিয়ার স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে সরাইল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন- অরুয়াইল এলাকার আব্দুর রশিদের ছেলে গিয়াস উদ্দিন, আওয়াল উদ্দিনের ছেলে জাবেদ মিয়া, মৃত গণি মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও মৃত বোরহান খন্দকারের ছেলে হোসেন খন্দকার। এছাড়াও এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০জনকে আসামি করা হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।