আগামী ১৮-২৮ আগস্ট নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৪। এবারের আসরে কোচ মারুফুল হকের প্রত্যাশা ট্রফি জয়। নেপালের দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও স্বাগতিক নেপাল। অপর গ্রুপে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
বুধবার মতিঝিলের বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ এ কে এম মারুফুল হক, টিম ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম, দলের স্ট্রাইকার মিরাজুল ইসলাম ও ডিফেন্ডার শাকিল আহাদ তপু বক্তব্য রাখেন।
কোচ বলেন, আমরা গত ৩১ জুলাই থেকে ৩৫ জন খেলোয়ার বাছাই করে অনুশিলন শুরু করি। তবে মাত্র পাচঁ দিন অনুশীলনের সময় পেলেও দলের খেলোয়াড়দের পারফর্ম এর পরিপ্রেক্ষিতে আমি ফাইনাল ও শিরোপা জয়ের আশা করছি। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলংকার সাথে ২০ আগস্ট বিকাল ৪টায়। আগামী ১৬ আগস্ট বাংলাদেশ দল নেপালের উদ্দেশে রওনা হবে। বর্তমানে বাংলাদেশ স্কোয়াডে ২৭ জন খেলোয়াড় থাকলেও কাল বৃহস্পতিবার ২১ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা হবে। দলের সহকারী কোচ হিসেবে আছেন জাহাঙ্গীল আলম, মেহেদী হাসান। কিপিং কোচ নাজমূল করিম।