গাজীপুর মহানগরীর ভেতরে ব্যঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধের দোকান। অনেক সময় এসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মানুষের প্রাণ হানির আশঙ্কা রয়েছে।
জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশেনের কোনাবাড়ী থানার ভেতরে রয়েছে ৯শ’ থেকে ৯৫০টি ওষুধের দোকান। এরমধ্যে মাত্র ৩শ’ থেকে ৩২০ফি ওষুধের দোকানের বৈধতার কাগজপত্র আছে। বাকিগুলোর কোনো বৈধতা নেই। অথচ দিব্যি মানুষের জীবন রক্ষাকারী নানারকম ওষুধ বিক্রি করে যাচ্ছে এসব ফার্মেসির মালিকরা। এসব ওষুধ বিক্রেতারা নিজেরাই নানা রোগের ওষুধ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রিও করে থাকেন।
এ বিষয়ে গাজীপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বাদল শিকদারের সাথে কথা বললে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স বিহীন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হবে। ভেজাল ও নিম্নমানের ওষুধ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।