আরজি কর কাণ্ডে কপাল পুড়তে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তুমুল গণআন্দোলনের মুখে এবার তিনি পদত্যাগের রাজি আছেন বলে ঘোষণা দেন। জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানান। পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য দুই ঘণ্টা অপেক্ষার পর এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজ্য সচিবালয়ে তিনি এ মন্তব্য করেছেন। খবর এনডিটিভির।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেইসঙ্গে আশ্বস্ত করেছেন যে তিনি চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। মমতা বলেছেন, সরকার সংলাপের জন্য সবসময় প্রস্তুত।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এর কোন রাজনৈতিক রং আছে। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।
মমতা আরও বলেন, জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি ন্যায়বিচার চাই এবং আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা পাক।
গতকাল বিকাল ৫টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। সচিবালয়ের গেট পর্যন্ত প্রতিনিধি দল চলেও এসেছিল। কিন্তু তাদের দাবি ছিল, বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। রাজ্য সরকার এতে রাজি না হওয়ায় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়।
এ নিয়ে মমতা বলেছেন, বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চাই আমি। আপনারা ভেবেছিলেন আজ বিষয়টির সমাধান হয়ে যাবে। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম।