যুদ্ধবাজ নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করে গাজা ইস্যুতে পশ্চিমাদের নীতির কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। পশ্চিমাদের কাছে তিনি প্রশ্ন রেখে বলেন, গাজার নারী-শিশুরা কি মানুষ না? ইসরাইল ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুদের জন্য বিশে^র সবচেয়ে বড় কবরস্থান বানিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।
জাতিসংঘে ভাষণে এরদোয়ান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিসংঘ ব্যবস্থা। পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলে, সেগুলো মারা যাচ্ছে, সত্য মরছে এবং আরও ন্যায়পরায়ণ একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে। আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞেস করছি- গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে, তারা কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই?
যুদ্ধবাজ নেতানিয়াহু শুধু গাজা নয়, মধ্যপ্রাচ্যকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি অভিযুক্ত করেন। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানান। নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ৭০ বছর আগে মানবতার জোট যেমন হিটলারকে থামিয়েছিল, তেমনি নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে ‘মানবতার জোট’ দ্বারা থামানো উচিত।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এরদোগান বলেন, অবিলম্ব ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত। একটি বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত এবং গাজায় মানবিক সহায়তা বাধাহীনভাবে ও অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত।
এরদোগান ছাড়াও এদিন জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন।