ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মোস্তফা কামালকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ জুন জেলা আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে প্রিন্সিপাল মোস্তফা কামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে স্থান লাভ করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই ১৩ আগস্ট প্রিন্সিপাল মোস্তফা কামাল নিজে চিঠি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি নেন।
দায়িত্বশীল পদে থেকেও দলের কঠিন মুহূর্তে প্রিন্সিপাল মোস্তফা কামাল দলের পাশে না থেকে ১৩ আগস্টের পর নিজেকে বাঁচাতে দল ছেড়েছেন। এই ছলচাতুরিতে শেষ রক্ষা হলো না সুবিধাবাদী জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রিন্সিপাল মোস্তফা কামালের। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।