হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক হামলা
28, September, 2024, 10:05:33:AM
স্বাধীন বাংলা ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বেসরকারি বাহিনী লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার জন্য বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে লেবাননের রাজধানীতে ছয়টি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেইসঙ্গে সেখানে ব্যাপক আকারে ধোঁয়া উড়তে দেখা গেছে।
বিবিসির লাইভ প্রতিবেদন বলছে, নাসারুল্লাহকে লক্ষ্য করে বৈরুতে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে তাতে তিনি নিহত হয়েছেন কিনা-তা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কিছু জানায়নি।
তবে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯১ জন। হিজবুল্লাহ সূত্রের বরাত দিয়ে অনেক মিডিয়ার খবরে বলা হয়েছে, নাসারুল্লাহ বেঁচে আছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসারুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের অতর্কিত এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বিমান হামলায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের প্রধান মুহাম্মদ আলী ইসমাইল এবং তার ডেপুটি হুসেইন আহমেদ ইসমাইল নিহত হয়েছে।