ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা দুলুকে অব্যাহতি
29, September, 2024, 11:17:31:PM
রবিউল ইসলাম লাভলু:
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
রোববার (২৯ সেপ্টেম্বর) রংপুর সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক ড. আব্দুল মজিদ তাকে অব্যাহতি দিয়ে মামলা খারিজ করে দেন।
শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক ও কটূক্তিমূলক প্রচারণা চালানোর অভিযোগে ২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মাহাফুজ উন নবী ডন।