ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গু*লি চালানো আ.লীগ নেতা সাদেক ভুইয়া গ্রেফতার
7, October, 2024, 12:51:27:PM
মোহাম্মদ ইয়াসিনঃ
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ৫ আগস্ট বাইপাইলে ছাত্র-জনতাকে পিটিয়ে ও গুলি করে একাধিক হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা সাদেক হাসান ভুইয়াকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। মেজর জালিস মাহমুদ বলেন, গতকাল রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় একাধিক হত্যা মামলার আসামী সাদেক ভুইয়াকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট আসামী সাদেক ভুইয়া’র নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ ঘটনায় আশুলিয়া থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের পর হতে আসামী সাদেক ভুইয়া ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।
উল্লেখ্য যে, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখনসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রভাব বিস্তার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে সে।