মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এর মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে কথার লড়াই জমে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে আরেকবার একহাত নিয়েছেন কমলা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ অক্টোবর) কমলা হ্যারিস ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করেছেন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, পেনসিলভানিয়ার ডেলাওয়্যার কাউন্টিতে একটি অনুষ্ঠানে সিএনএন কমলা হ্যারিসের কাছে জানতে যায়, ট্রাম্পকে তিনি ফ্যাসিস্ট মনে করেন কিনা।
এর জবাবে কমলা বলেছেন, হ্যাঁ আমি মনে করি। আমি বিশ্বাস করি, ট্রাম্প একজন ফ্যাসিস্ট। আমি এটাও বিশ্বাস করি, যারা তাকে সবচেয়ে ভালো চেনেন, তাদেরও এ বিষয়ে বিশ্বাস করা উচিত।’
কমলা আরও দাবি করেছেন, ট্রাম্পের প্রশাসনে যারা কাজ করেছেন তাদের সবাই তাকে অযোগ্য এবং বিপজ্জনক বলেছেন।
এছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযোগী কিনা, এমন একটি প্রশ্নের জবাবে কমলা তখন সাবেক জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের প্রতি ট্রাম্পের প্রীতির কথা উল্লেখ করে কঠোর সমালোচনা করেন।