পিরোজপুরে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে গঠিত বিশেষ টাস্কফোর্স মঙ্গলবার (৬ অক্টোবর) বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে। এসময় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে এবং দোকানিদের জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে উক্ত কার্যক্রম পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সোবাহান, জাতীয় ভোক্তা অধিকার পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিস রায় ও ছাত্র প্রতিনিধি মনজুরুল ইসলাম প্রমুখ।
টাস্কফোর্স টিম মাছ-মাংস, মুরগি-ডিম, তরি-তরকারি, মুদি দোকান এবং ফুচকা দোকান পরিদর্শন করে। এই অভিযানে একটি ফুচকা দোকানে ভেজাল টক এবং একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। ফলে, সংশ্লিষ্ট দোকানিদের জরিমানা করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান বলেন ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান জনসাধারণের স্বার্থে করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত রেখে ভোক্তাদের নিরাপদ ও মানসম্পন্ন পণ্য পাওয়ার সুব্যবস্থার জন্য প্রশাসন সব সময় সচেষ্ট থাকবে।