প্রতি বছরের ন্যায় এবারও চমক দেখালো ডিকে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ২৩তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৪ এ ডিকে ইঞ্জিনিয়ারিংয়ের এবারের চমক ছিলো ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন।
সেমস গ্লোবাল আয়োজিত ২৩তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৪, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে ৩ দিন ধরে চলছিলো। ৬ নভেম্বর শুরু হয়ে নভেম্বর পর্যন্ত এটি চলছিলো।
প্রদর্শনীতে ডিকে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি তাদের অসামান্য ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন উপস্থাপন করেছে। প্রতি বছর কোম্পানিটি নিয়মিতভাবে এ ধরণের ট্রেড এক্সপোতে অংশ নিয়ে থাকে। “ভবিষ্যৎ টেকসই কারিগরী সমাধান”- এই স্লোগান সামনে রেখে বাংলাদেশেই নিজস্ব ব্র্যান্ডিং এর মাধ্যমে ডিকে নামকরণের বিভিন্ন ওয়াশিং মেশিন দেশের সেরা সব ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরীতে সরবরাহ করে চলেছে। এবারের ২৩তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৪ এ ডিকে-এফডব্লিউ ৪০০০ মডেলের অত্যাধুনিক সক্ষমতার ওয়াশিং মেশিনটি সবার নজর কাড়ে।
নিট, ডেনিং, ডায়িং সহ যাবতীয় সব কাপড়ের উচ্চগতির ওয়াশ এসব মেশিনে সহজেই সম্ভব। মেশিনগুলো আন্তর্জাতিক মান ও গুণ সম্পন্ন এবং ৫ বছরের ওয়ারেন্টিও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের এশিয়ান গ্রুপ, হামীম গ্রুপ, বেক্সিমকো টেক্সটাইলস সহ সব প্রতিষ্ঠিত কোম্পানীতে এসব মেশিন সরবরাহ হয়ে থাকে।
কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মো: লোকমান হোসেনের জানান, ‘আমরা বিদেশের আমদানি নির্ভরতা কমিয়ে ৫০% সাশ্রয়ে এসব মেশিন এসেম্বল বা প্রস্তুত করছি। সরকারী প্রণোদনা, বিপণন সমর্থন এবং পৃষ্ঠপোষকতা সরাসরি দরকার। তবেই এই খাতে আমাদের দেশীয় অগ্রগতি আরও সাধন হবে। ডিকে ওয়াশিং মেশিন সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত। যদি ভ্যাট ও শুল্কের পরিমাণ কমে আসে, তবে আমরা মেশিন উৎপাদন খরচ আরো কমাতে পারবো।’