দেশি-বিদেশী ২ হাজার দৌড়বিদের অংশগ্রহণে আগামী ৩০ নভেম্বর শনিবার সকালে রাজধানীর ক্যান্টম্যান্ট জলসিঁড়ি এলাকায় অনুষ্ঠিত হবে ২১ কিলোমিটারের দুরপাল্লার রানবাংলা হাফ ম্যারাথন। এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন ভারত, মালদ্বীপ বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের প্রায় দুই হাজার পুরুষ-মহিলা প্রতিযোগি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালি এসকেএস টাওয়ার সেনা গৌরব কনফারেন্স হলে এক সংবাদ সম্মলনে এ বিষয় এক বিস্তারিত তথ্য জানান এ প্রতিযোগিতার রেস ডিরেক্টর রাজীব হোসেন, আর্মি ফার্মা লিমিটেডের (বিএমটিএফ) হেড অব মার্কেটিং এ এইচ এম মাজহারুল ইসলাম সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এবারের প্রতিযোগিতায় ১৮ থেকে ৫০ বছর বয়সের নারী পুরুষ অংশ নেবে ম্যারাথনে দুটি গ্রুপে (এলিট ও জেনারেল ক্যাটাকরি)। প্রতিযোগিতা জলসিঁড়ি এলাকার বাউন্ডারিতেই অনুষ্ঠিত হবে। পাচঁ লাখ টাকার প্রাইজমানি ও ক্রেস্ট সেরা মেয়ে ১২ জন + ছেলে ১২ জন = মোট ২৪ জন এর মধ্যে দেয়া হবে। দুই গ্রুপের মোট ৬ জন প্রতিযোগিতার বেস্ট রানার হিসেবে পুরস্কার পাবে। বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন দুরপাল্লা দৌড় প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা করবে।
আয়োজকরা আরো জানান, আগামী ২১ ফেব্রুয়ারী একই এলাকায় অনুষ্ঠিত হবে ৭-১৩ বয়সি বাচ্চাদের নিয়ে একশ’ মিটার রেস।