সুনামগঞ্জে বিচারপ্রার্থী মায়েদের জন্য মাতৃদুগ্ধপান কেন্দ্র ও প্রার্থনা কক্ষের উদ্বোধন
27, November, 2024, 6:48:36:PM
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জে বিচারপ্রার্থী মায়েদের জন্য মাতৃদুগ্ধপান কেন্দ্র ও প্রার্থনা কক্ষের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নীচতলাড নির্মিত মাতৃদুগ্ধপান কেন্দ্র ও প্রার্থনা কক্ষের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
বিচার প্রার্থী মায়েদের ব্রেস্টফিডিং ও নামাজের কথা চিন্তা করে বিচার বিভাগের উদ্যোগে মাতৃদুগ্ধপান কেন্দ্র ও প্রার্থনা কক্ষটি নির্মাণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়। আদালতে আসা বিচার প্রার্থীদের ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মাতৃদুগ্ধপান কেন্দ্র ও প্রার্থনা কক্ষটি নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হাবিবউল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলাজজ ঝলক রায় সহ উভয় আদালতের বিচারকগণ।