জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ঘরানার সাংবাদিকদের সদস্যপদ বাতিলের প্রতিবাদ করে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এক পত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার কর্তৃক জাতীয় প্রেস ক্লাবে আমাকে অপদস্ত ও গ্রেফতারের সময় আমার সহযোগি হিসেবে জাহাঙ্গীর আলম প্রধান, আসাদুজ্জামান আসাদ ও শামসুল হক দুররানী আমার সঙ্গে ছিলেন। এর মধ্যে আসাদুজ্জামান আসাদ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে অপদস্তকারী দেখিয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে সদস্যপদ বাতিল করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমি বিশ্বাস করি, গত ২৪ নভেম্বর নির্বাহী সভার অভিযোগ প্রত্যাহার করে তাদের তিন যুগের অধিক সদস্যপদ পুনর্বহাল করবেন।
উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাব কর্তৃক যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে তারা হলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বাসসের সাবেক সাংবাদিক (আওয়ামী আমলে বাসস থেকে বিতাড়িত) আসাদুজ্জামান আসাদ ও দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের ৪ বারের সাধারণ সম্পাদক ও ২ বারের সভাপতি, বিএফইউজের ৮ বছর শীর্ষ পদাধিকারী এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সদস্যপদও স্থগিত করা হয়েছে।