শনিবার, ২৭ এপ্রিল 2024 বাংলার জন্য ক্লিক করুন
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   রাজধানী -
                                                                                                                                                                                                                                                                                                                                 
এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হ ত্যা

স্বাধীন বাংলা প্রতিবেদন:

রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম হাসান মাহমুদ (৫৫)। আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত হাসাম মাহমুদ শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের ওই বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, শাহজাদপুর বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুলের কাছের ওই ভবনটিতে এটিএম বুথে দায়িত্বরত ছিলেন নিহত হাসান। ভোর ৫টা থেকে ৫টা ২০-এর মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে।

ধারণা করা হচ্ছে, এটিএম বুথের টাকা চুরি করতে এলে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।

এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হ ত্যা
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম হাসান মাহমুদ (৫৫)। আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত হাসাম মাহমুদ শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের ওই বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, শাহজাদপুর বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুলের কাছের ওই ভবনটিতে এটিএম বুথে দায়িত্বরত ছিলেন নিহত হাসান। ভোর ৫টা থেকে ৫টা ২০-এর মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে।

ধারণা করা হচ্ছে, এটিএম বুথের টাকা চুরি করতে এলে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।

রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিসের মতবিনিময়
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

অগ্নিঝুঁকি হ্রাস ও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, পরিচালকবৃন্দসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া; রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি মোঃ ওসমান গণি, মহাসচিব ইমরান হাসানসহ সমিতির অন্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সূচনা বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন। এরপর উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া দোকান ও রেস্টুরেন্টের অগ্নিঝুঁকি এবং তা নিরসনে করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে সকলের কাছে উন্মুক্ত মতামত ও বক্তব্য আহ্বান করা হয়। এ সময় বক্তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন। দোকান ও রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে রেস্টুরেন্ট, মার্কেট ও দোকানসমূহে অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করার বিষয়ে সদিচ্ছা পোষণ করা হয়। রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার এবং সেফটি ইকুইপমেন্টের ট্যাক্স কমানোর বিষয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন অগ্নিঝুঁকি নিরসণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। তিনি বলেন, “আমরা নিরাপদ দেশের পক্ষে। কেউ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সকলকে সাথে নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করতে চাই।”

ওষুধ কিনতে না পেরে নিজেকেই শেষ করে দিলেন রিকশাচালক
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

ওষুধের টাকা যোগাড় করতে না পেরে অসুস্থ রিকশাচালক অভিমানে আত্মহত্যা করেছেন। রাজধানীর মগবাজারের মধুবাগে একটি বাসায় জয়নাল আবেদীন (৪৫) নামের এ রিকশা চালক নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে বলেও জানান তিনি।

ওই রিকশাচালকের ভাতিজা মো. মোতালেব বলেন, চাচা প্রায় তিন বছর ধরে অসুস্থ। অভাব অনটনে থাকায় ওষুধ কিনতে না পেরে নিজের ওপর জিদ করে ধারালো ছুরি পেটে ঢুকিয়ে দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ইসলামপুরে বলেও জানান তিনি।

পিছু হটলেন খলিল, গরুর মাংসের দাম বাড়ালেন ১শ’ টাকা
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

দেশের আলোচিত গরুর মাংস ব্যবসায়ী রাজধানীর শাহজাহানপুরের খলিলুর রহমান। বাজারের চেয়ে কমদামে মাংস বিক্রি করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। কিন্তু শাহজাহানপুরের সেই খলিলুর রহমান হঠাৎ করে মাংসের দাম বাড়িয়েছেন। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার থেকে ১০০ টাকা বাড়িয়ে ৬৯৫ টাকায় বিক্রি করছেন।

খলিল গোস্ত বিতানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, খামার থেকে যে দামে গরু কিনতে হচ্ছে, তাতে ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাতে পারছিলাম না। লোকসানে পড়তে হচ্ছে। ক্রেতাদের ভিড় অনেক। বাধ্য হয়ে মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়াতে হয়েছে।

লোকসানের জানতে চাইলে তিনি বলেন, আগে কিছুটা কম দামে গরু কিনতে পারছিলাম। কিন্তু এখন আর আগের দামে গরু পাচ্ছি না। আমার নিজের যেহেতু খামার নেই, তাই বাড়তি দামে গরুর কেনা হলে মাংসের দাম না বাড়িয়ে উপায় থাকে না। আমি ভেবেছিলাম, বর্ডার খুলে দেওয়া হবে (ভারত থেকে গরু আমদানি করা যাবে)। এতে কম দামে গরু পাওয়া যাবে। সেটা করা হলে আগের দামে মাংস বিক্রি করা সম্ভব হতো। নানামুখী চাপে আছি ভাই।

রোজার শুরু থেকে বাজারের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সাড়া পান খলিলুর রহমান। প্রথম দিনেই তার বেচাবিক্রির পরিমাণ ছাড়িয়ে যায় অর্ধকোটি টাকা। তবে সব রেকর্ড ভেঙে যায় গত শুক্রবার। সেদিন তিনি গরু জবাই করেন ৫০টি।

চলতি মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ব্যবসায়ীকে ‘ব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতি’ দিয়ে পুরস্কৃত করেছে।

ফায়ার সার্ভিসের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা সম্পন্ন
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। রোববার (৩ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে- এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সম্মিলিতভাবে ঢাকা বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, প্রথম রানার্সআপ হয় খুলনা বিভাগ এবং দ্বিতীয় রানার্সআপ হয় ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর।

পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতায় যে ইভেন্টগুলো ছিল সেগুলোর মধ্যে ব্যক্তিগত ইভেন্ট হলো: ওয়ারহাউস ইন্সপেক্টরদের পেশাগত লিখিত পরীক্ষা, স্টেশন অফিসার ও ফায়ারফাইটার পর্যায়ে ব্রেভ হার্ট কম্পিটিশন, কুইক ড্রেস পরিধান, লেডার ক্লাইম্বিং ও কনফাইন্ড স্পেস রেসকিউ। দলগত ইভেন্টের মধ্যে ছিল রোড ট্রাফিক এক্সিডেন্ট ম্যানেজমেন্ট ও সিরিজ পাম্প ম্যানেজমেন্ট কম্পিটিশন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথির বক্তব্যে প্রতিবছর বিভাগীয় পর্যায়ে দুইবার এবং কেন্দ্রীয় পর্যায়ে একবার করে পেশাগত প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়ে বলেন, ‘অগ্নি দুর্ঘটনার যে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য এ ধরনের পেশাগত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন), উপপরিচালক (পরিকল্পনা), উপপরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা এবং ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বেইলি রোডের সেই ভবনের মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয়: বিবৃতি
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

রাজধানীর বেইলি রোডে আগুন লাগা গ্রিনকোজি কটেজ ভবনটির মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয় বলে দাবি করছে খোদ আমিন মোহাম্মদ গ্রুপ। আমিন মোহাম্মদ গ্রুপ ভবনের মালিকানা বিষয়টি অস্বীকার করছে।

শনিবার আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ প্রধান গাজী আহমেদ উল্লাহ্ স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে এ ঘটনায় একটি মামলা হয়েছে। উক্ত মামলায় যেহেতু আমিন মোহাম্মদ গ্রুপের নাম জড়ানো হয়েছে, তাই এ বিষয়ে গণমাধ্যমকে প্রকৃত তথ্য জানানো হচ্ছে। আমিন মোহাম্মদ গ্রুপের বক্তব্য হচ্ছে- গ্রীন কজিকটেজ বিল্ডিং-এর মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয়। শুধু জয়েন্টভ্যানচারে নির্মাণ কাজটি (ডেভেলপার হিসেবে) আমিন মোহাম্মদ গ্রুপ সম্পন্ন করেছে। ২০১৫ সালে অর্থাৎ নয় বছর আগে ভবনটির নির্মাণ কাজ শেষ হলে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, এই নির্মাণ প্রক্রিয়ায় রাজউকের বিল্ডিং কোডসহ সংশ্লিষ্ট সব নিয়ম অনুসরণ করা হয়েছে। এছাড়াও বর্তমানে ভবনের কার্যক্রম পরিচালনাসহ সার্বিক তত্ত্বাবধান করছে গ্রীন কজিকটেজ স্পেস ওনার অ্যাসোসিয়েশন।

তুরাগে আ*গুনে পু*ড়ল প্যাকেজিং কারখানা, ৫ কোটি টাকার ক্ষতি
                                  

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ

রাজধানীর তুরাগে ভয়াবহ আগুনে একটি প্যাকেজিং কারখানা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে তুরাগের ধউর এলাকায় আলামিন প্যাকেজিং ইন্ডাস্ট্রিডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক মোঃ হাবিবুর রহমান।

আগুনের সূত্রপাত কীভাবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে আলামিন প্যাকেজিং ইন্ডাস্ট্রিডের ভেতর থেকে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উত্তরা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে কারখানার মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে যায়।

উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশনের এই কর্মকর্তা।

রাজধানীতে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

রাজধানীর তুরাগে কিশোর গ্যাং গ্রুপের চাহিদা মাফিক চাঁদা না দেওয়ায় এক রিকশা গ্যারেজ মালিক ও তার কর্মচারীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গ্যারেজ মালিক আবদুল বারেক ও তার রিকশা মিস্ত্রী আলম ফকির গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তুরাগের কামারপাড়া খায়েরটেক এলাকার আবদুল বারেকের রিকশার গ্যারেজে এ হামলার ঘটনা ঘটেছে।

জানাযায়, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে কিশোর গ্যাং গ্রুপের প্রধান দলনেতা চাঁদাবাজ মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ কয়েকদিন যাবত বিভিন্ন রিকশার গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটা অংকের চাঁদাবাজি করে আসছে। এরই ধারাবাহিকতায় মোটা অংকের চাঁদা দাবী করেন রিকশার গ্যারেজ মালিক আবদুল বারেকের নিকট। কিন্তু বর্তমানে ব্যবসা মন্দা হওয়ায় তিনি তার চাহিদা মাফিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরে ২০/৩০ জন কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের একত্রিত করে গ্যারেজে এসে হামলা চালায় এবং গ্যারেজ মালিক আবদুল বারেককে মারতে মারতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গ্যারেজের রিকশা মিস্ত্রী আলম ফকির তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও চাকু ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে চলে যায় উক্ত কিশোর গ্যাং বাহিনী।

হামলার খবর পেয়ে গ্যারেজ মালিক আবদুল বারেকের আত্মীয়স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের সহয়তায় তাদের উদ্ধার করে দ্রুত নিকটতম টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহত আলম ফকিরের পেটে, মাথায় ও কপালে ১৭টি সেলাই দেওয়া হয়েছে।


গ্যারেজ মালিক আহত আবদুল বারেক প্রাথমিক চিকিৎসা নিয়ে মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ (২৫), জাকির (৩৫), হৃদয় (২০), চান্দু (২০), ফারুক (১৮), উজ্জ্বল (২৩) সহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে রাতেই তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তুরাগ থানা পুলিশ।

অভিযুক্ত মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানান এলাকার একাধিক ব্যবসায়ী ও বাসিন্দা। গ্যারেজ মালিক আবদুল বারেকের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার।

উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল, সম্পাদক দেলোয়ার নির্বাচিত
                                  

স্টাফ রিপোর্টার:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ সালের বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের মো: রাসেল খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের মো: দেলোয়ার হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা তিন নম্বর সেক্টর অবস্থিত অস্থায়ী প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ মেয়াদের জন্য নির্বাচিত ১৩ সদস্য কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।

এছাড়া ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির বাকীরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাসুম হায়দার, সাংগঠনিক সম্পাদক স্বপন রানা সোহেল, অর্থ সম্পাদক ডি এম শাহিন, দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হৃদয় খান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা রুমা, কার্যকরী সদস্য যথাক্রমে জেমস্ একে হামিম, মোঃ মিজানুর রহমান অভি, ও তানজিম মাহামুদ তনু।

উত্তরা প্রেসক্লাব’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং নির্বাচন কমিশন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক মনির হোসেন জীবন ও উত্তরা প্রেসক্লাব’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং নির্বাচন কমিশন শেখ জুয়েল আনান্দ ফলাফল ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পর বিজয়ীদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন উত্তরা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রফিক, দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক অপরাধ বিষয়ক বিটের ইনচার্জ রেজাউল ওয়াদূত, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন মৃধা, সিনিয়র সাংবাদিক ইয়াসিন মিয়া, বিজয় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান রুমন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা সহ উত্তরা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে পড়ে গেল গৃহকর্মী, অতপর...
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের ৯তলা একটি বাড়ি থেকে প্রীতি (১৫) নামে এক গৃহকর্মী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে থানা নিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, সৈয়দ আশফাকুল হক (৬৫), তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৭), তার মেয়ে আফরিন হক (২২), ছেলে সৈয়দ আনাফ মাহমুদ(১৮), তার ভায়রা আল রাজি মাহবুব ও শালিকা রাজিয়া খন্দকার।

জানা যায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রীতিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।(ওসি) মো.মাহফুজুল হক ভূঞা। তিনি বলেন, সকাল সাড়ে আটটার দিকে প্রীতি নামে ১৪ বছরের এক গৃহকর্মী নয় তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ওই বাসার গৃহকর্তা গৃহকর্ত্রী তার দুই সন্তান ও বেড়াতে আসা গৃহকর্তার শালী এবং ভায়রাকে আটক করা হয়েছে। নিহত ওই গৃহকর্মীর পরিবার মৌলভীবাজার থাকেন।ত াদেরকে খবর দেয়া হয়েছে।

প্রাথমিক সুরতহালে পুলিশ বলেন, নিহত মেয়েটির হাত, পায়ের গোড়ালি ভেঙ্গে যায়, মাথার আঘাতে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ বিষয় এক পুলিশ সদস্য বলেন, এর আগেও একই বাসায় এমন ঘটনা ঘটেছিল।

মোহাম্মদপুর থানার ওসি আরো বলেন, গত বছরের ৬ আগস্ট একই কায়দায় ফেরদৌসী নামে এক গৃহকর্মী রহস্যজনকভাবে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। তার যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। দীর্ঘদিন সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলো। এই ঘটনায় আহত গৃহকর্মীর মা জোসনা বেগম তিনজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানা একটি মামলা দায়ের করেন। সে সময় ওই মামলার আসামি ছিলেন সৈয়দ আশফাকুল হক (৫৬), তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৬) ও আসমা আক্তার শিল্পী (৫১)।

ওসি আরো বলেন, একটি জায়গা থেকে বারবার একই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এর আগে ফেরদৌসী নামে ওই গৃহকর্মী জানে বেঁচে গেলেও আজ প্রীতি নামের ওই গৃহকর্মী একই কায়দায় নিচে পড়ে যায় এবং সে মারা যায়। নিহত প্রীতি দুই বছর যাবত সৈয়দ আশফাকুল হক ও তার শাশুড়ির বাসায় কাজ করতেন। নিহত ওই গৃহকর্মীর বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মিত্তিংগা গ্রামে। তার বাবার নাম লোকেশ উড়ান।

সরেজমিনে গিয়ে দেখা যায় শাহজাহান রোেেডর নয় তলার বাসার জানালায় কোনো গ্রিল ছিল না

এর আগে গত বছর একই বাসার গ্রিল দিয়ে ফেরদৌসী নামে এক গৃহকর্মী লাপ দিয়ে নিচে পড়ে যায়। তখন তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করলে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয় ওই ভুক্তভোগী। স্থানীয়দের প্রশ্ন কেনো বার বার একই বাসা থেকে গৃহকর্মী আহত ও নিহতের ঘটনা ঘটে? সরেজমিনে গিয়ে আরো আরো দেখা যায় স্থানীয় উৎসুক জনতা ওই বাড়িটি ভাংচুর চালায় পরবর্তীতে সেখানে পুলিশ এবং র‌্যাবের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ওই ভবনের দ্বিতীয় তলায় ইটপাটকেল চালানো হয়। ইটপাটকেলের আঘাতে কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়। পরবর্তীতে পুলিশের নিয়ন্ত্রণে আসলেও দুপুর পর্যন্ত লোকজন ভবনটিকে ঘিরে রাখেন।

রাজধানীতে ট্রেনে দুর্বৃত্তের আ-গুন, হতা-হ-ত ৩ জন
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

রাজধানীতে আবারো ট্রেনে আ-গুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অ-গ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও দু’জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছেছ।

ট্রেনে আগুনের খবরটি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শিগগিরই রিজভীকে গ্রেফতার করা হবে: ডিবির হারুন
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ জানতাম। তিনি অনেক মামলার আসামিও। অথচ তিনি নির্বাচনবিরোধী প্রচারে জড়িয়েছেন। তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, রিজভীকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। তিনি বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেন, এবং এরপর আন্দোলনের নামে নাশকতা করা হয়। ভোটকেন্দ্রে ভোটারদের যেতে নিরুৎসাহিত করছেন তিনি। রিজভীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।

রিজভীকে উদ্দেশ্য করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলন ও নির্বাচন বানচালের ঘোষণা দেয়। অসুস্থ মানুষ কীভাবে এসব করেন।

রাজধানীর খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

রাজধানীর খিলগাঁও থানার পেছনের একটি বাসা থেকে জান্নাত(২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন বলছেন, সে আ*ত্মহ*ত্যা করেছে। তবে, ওই নারীর গলায় কালো দাগ রয়েছে বলে দাবি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় সন্ধ্যায় খিলগাঁও থানার পেছনে এ-ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। জান্নাত মানসিকভাবে অসুস্থ ছিলো বলে দাবি করছেন শাশুড়ি ও দাদি শাশুড়ি।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ বিশ্বাস পবিারের বরাত দিয়ে জানান, বাসায় থাকা তার শাশুড়ি এবং দাদি শাশুড়ি দাবি করেছেন, দুপুর জান্নাতের স্বামী রিকশা চালক জুয়েল বাসার বাইরে ছিলেন। আনুমানিক দুইটার দিকে বাসায় তার রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলার ফাঁস দেয় জান্নাত। দেখতে পেয়ে তারা নিজেরাই খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করলে তারা মরদেহটি আবার বাসায় নিয়ে যান।

পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে, এটি হ*ত্যা নাকি আ*ত্মহ*ত্যা।

খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আ*গু*ন
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির ১০ম দফার প্রথম দিনের অবরোধ চলছে। এরইমধ্যে রাজধানীর খিলগাঁওয়ে একটি বিআরটিসি বাসে অ*গ্নি*কাণ্ডের ঘটনা ঘটেছে।

খিলগাঁওয়ের তালতলী এলাকায় আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিআরটিসি বাসটি অগ্রণী ব্যাংকের অধীনে চলা স্টাফ পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

অ*গ্নি*কাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

শাহজাহান জানান, খিলগাঁও তালতলায় একটি বিআরটিসি বাসে অ*গ্নি সংযোগের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আ*গু*ন নিয়ন্ত্রণ করে ফেলে।

বাসে আগুন দেওয়া ঘটনায় যুবদল নেতাসহ আটক ৪
                                  

মো: আজমাইন মাহতাব :

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুনের ঘটনায় যুবদলের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়া হলে পাঁচ মিনিটের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মো. দুলু (৪৪), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮), মো. আব্বাস আলী (৩২) এবং মো. আব্দুল লতিফ বিপ্লব (৩৩)।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন রশীদ বলেন, রোববার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় যুবদলের চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি। গতকাল সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তারা আগুন লাগায়। এরপর ৭টা ৪০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই যুবদলের নেতা এটা তারা স্বীকার করেছেন। তাদের পদ পদবিও আছে। আবার তারা যে আগুনটা লাগিয়েছে, তারা তাদের নেতা রবিউল ইসলাম নয়ন এবং অন্যান্য নেতাদের ছবি পাঠিয়েছেন।

ডিবি প্রধান আরও বলেন, কর্মীদের প্রতি বিএনপি নেতাদের নির্দেশ হলো, বাসে আগুন লাগাতে হবে এবং সেটা তাদের বড় ভাইদের পাঠাতে হবে। সেই নেতারা আবার তাদের বড় ভাইদের কাছে পাঠায়। যাদের গতকাল গ্রেপ্তার হয়েছে তারা আরও কোথায় কোথায় আগুন লাগিয়েছে তা আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। তাদের সাথে আরও কে কে জড়িত তা জেনে সবাইকে আইনের আওতায় আনা হবে।

এতো কিছুর পরেও কেন বাসে আগুন দেওয়া আটকানো যাচ্ছে না এ বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের বিচ্ছিন্ন একটি জায়গায় ককটেল নিক্ষেপ করা বা একটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া বিষয়টা জনমনে তেমন প্রভাব পড়ে না। সাময়িকভাবে হয়ত একটা প্রভাব পড়ে। এ কারণেই দেখা যাচ্ছে অবরোধেও ঢাকা শহরে যানজট। অবরোধ যে আছে সেটা বোঝাই যাচ্ছে না। বিচ্ছিন্নভাবে এসব ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপিকে বিস্ফোরক দ্রব্য কারা দিচ্ছে এ বিষয় নিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে যুবদলের নেতা আবু সাইদ মিন্টুকে গ্রেপ্তার করার পর আমাদের কাছে এবং আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে যুবদলের নেতারাই এসব ককটেলগুলো বানাচ্ছে। কুমিল্লা থেকে এবং সীতাকুণ্ড থেকে তারা এসব ককটেলের উপাদান নিয়ে আসে। আর এসবের জন্য টাকা দেয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। আর যুবদলের দুই কেন্দ্রীয় নেতা এসব ককটেল বানায়। এরপর তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এগুলো সরবরাহ করে। এসবের সঙ্গে জড়িত অনেকের নাম আমরা পেয়েছি। তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে বলে ও জানান তিনি।

রাজধানীতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, গৃহকর্ত্রী বলছেন আত্মহত্যা
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রী বলছেন, এটি আত্মহত্যা। নিহত ওই গৃহকর্মীর নাম ফাতেমা। তার বয়স ১৫ বছর।

গৃহকর্ত্রী ইসরাত জাহান জানান, ফাতেমার বাড়ি বাড়ি ময়মনসিংহে। গত এক বছর চার মাস ধরে তার বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। ভোর ৪টার দিকে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার স্বামীকে ডাকেন। তার স্বামী ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। তার সঙ্গে নিয়মিত কথা বলত। হয়ত প্রেমঘটিত কোন কারণে সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কোনো একটি ছেলের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


   Page 1 of 69
     রাজধানী
এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হ ত্যা
.............................................................................................
রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিসের মতবিনিময়
.............................................................................................
ওষুধ কিনতে না পেরে নিজেকেই শেষ করে দিলেন রিকশাচালক
.............................................................................................
পিছু হটলেন খলিল, গরুর মাংসের দাম বাড়ালেন ১শ’ টাকা
.............................................................................................
ফায়ার সার্ভিসের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা সম্পন্ন
.............................................................................................
বেইলি রোডের সেই ভবনের মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয়: বিবৃতি
.............................................................................................
তুরাগে আ*গুনে পু*ড়ল প্যাকেজিং কারখানা, ৫ কোটি টাকার ক্ষতি
.............................................................................................
রাজধানীতে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২
.............................................................................................
উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল, সম্পাদক দেলোয়ার নির্বাচিত
.............................................................................................
মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে পড়ে গেল গৃহকর্মী, অতপর...
.............................................................................................
রাজধানীতে ট্রেনে দুর্বৃত্তের আ-গুন, হতা-হ-ত ৩ জন
.............................................................................................
শিগগিরই রিজভীকে গ্রেফতার করা হবে: ডিবির হারুন
.............................................................................................
রাজধানীর খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু
.............................................................................................
খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আ*গু*ন
.............................................................................................
বাসে আগুন দেওয়া ঘটনায় যুবদল নেতাসহ আটক ৪
.............................................................................................
রাজধানীতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, গৃহকর্ত্রী বলছেন আত্মহত্যা
.............................................................................................
পোশাক শ্রমিকদের অবরোধে মিরপুরে যান চলাচল বন্ধ
.............................................................................................
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ আল কবির, সম্পাদক সেলিম চৌধুরী নির্বাচিত
.............................................................................................
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে “নেতা যে রাতে নিহত হলেন” নাটক মঞ্চায়িত
.............................................................................................
রাজধানীর মিরপুরে ঢাবি’র দোতলা বাসে আ*গুন
.............................................................................................
মিরপুরে ‘চাপাতি ফাহিম’ গ্রেপ্তার, ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
.............................................................................................
নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ : ডিএমপি কমিশনার
.............................................................................................
সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন মারা গেছেন
.............................................................................................
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে বাস, উচ্ছ্বসিত যাত্রীরা
.............................................................................................
একবার চুরি করে মাসজুড়ে মাদক সেবন, গ্রেফতার ৩
.............................................................................................
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বাড়ছে
.............................................................................................
২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা
.............................................................................................
মিরপুরে ৪০ কোটি টাকার খাস জমি উদ্ধার
.............................................................................................
৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লাভলু গ্রেফতার
.............................................................................................
কারাবন্দি গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তি দাবি তিন সংগঠনের
.............................................................................................
কাজী মিজানুর রহমানের নামে হত্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
.............................................................................................
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা-১৩ আসনে আলোচনা সভা
.............................................................................................
ইসলামের রক্ষায় সাইবার নিরাপত্তা আইনে পৃথক ধারার দাবি
.............................................................................................
ডাবের আড়তে ভোক্তার অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
.............................................................................................
সাংবাদিকদের নিরাপত্তায় ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে: পরিকল্পনামন্ত্রী
.............................................................................................
সন্ত্রাসী হামলা ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মাননববন্ধন
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯
.............................................................................................
ভেজাল পণ্য বিক্রি, ১০ প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা
.............................................................................................
মাদক মামলায় যাবজ্জীবন, ১১ বছর পর আসামি গ্রেপ্তার
.............................................................................................
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন: নুর
.............................................................................................
বঙ্গবন্ধুর স্মরণে দোয়া-মাহফিল মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের
.............................................................................................
কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না
.............................................................................................
৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
.............................................................................................
কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না
.............................................................................................
গুলশান থেকে ১৪১ বোতল বিদেশি মদসহ আটক ১
.............................................................................................
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
.............................................................................................
মোহাম্মদপুর কৃষি মার্কেটে জেলিযুক্ত ২০ কেজি চিংড়ি জব্দ
.............................................................................................
জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরা প্রেসক্লাবের আলোচনা সভা
.............................................................................................
কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না
.............................................................................................
খিলক্ষেতে কুখ্যাত ডাকাত সর্দার রাইসুল গ্রেপ্তার
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
    2015 @ All Right Reserved By dailyswadhinbangla.com

Developed By: Dynamic Solution IT