নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের আরও দুটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিকতা ছাড়াই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন খুলে দেওয়া হয়। এর ফলে আজ থেকে উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামছে মেট্রোরেল।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হয় বাণিজ্যিক যাত্রা। সেসময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো।
পরে একে একে খুলে দেওয়া হয় বাকি স্টেশনগুলো। এরমধ্যে ২৫ জানুয়ারি মেট্রোরেলর পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ এবং সর্বশেষ আজ উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলো।
শুরুতে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও গত ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করছে। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের আরও দুটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিকতা ছাড়াই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন খুলে দেওয়া হয়। এর ফলে আজ থেকে উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামছে মেট্রোরেল।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হয় বাণিজ্যিক যাত্রা। সেসময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো।
পরে একে একে খুলে দেওয়া হয় বাকি স্টেশনগুলো। এরমধ্যে ২৫ জানুয়ারি মেট্রোরেলর পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ এবং সর্বশেষ আজ উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলো।
শুরুতে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও গত ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করছে। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর উত্তরা জসিমউদ্দিন এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস কর্মীরা।
বুধবার (২৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে বিক্ষোভ করেন ইন্ট্রাকো নামে একটি গার্মেন্টসের তিন শতাধিক কর্মী।
এদিকে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে উত্তরা থেকে টঙ্গী-বনানী ও বাড্ডা থেকে উত্তরা পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়েছে। পরে বকেয়া বেতন পরিশোধে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হলে বিকেল সোয়া ৪টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা
ডিএমপির উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান সাংবাদিকদের বলেন, উত্তরা জসীম উদ্দীন এলাকার ইন্ট্রাকো নামে একটি গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। উভয় লেন বন্ধ করে বিক্ষোভ করায় দ্রুতই চারদিকে যানজট ছড়িয়ে পড়ে। বেতন-ভাতা পরিশোধে পুলিশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলে কর্মীরা সড়ক থেকে সরে দাঁড়ান। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।
পণ্যের ভেজাল রোধ, দাম ও মান নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেটে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন -বিএসটিআই।
বুধবারের (২৯ মার্চ) অভিযানে ওজন যন্ত্র বিএসটিআই অনুমোদিত না হওয়ায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাছ ও ফলের নমুনা সংগ্রহ করে ফরমালিন পরীক্ষা করেন তারা।
বিএসটিআইএর মহাপরিচালক মো. আবদুস সাত্তার জানান, রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য নায্য দামে সংগ্রহ করতে পারে সেই লক্ষে এমন অভিযান মাস জুড়ে অব্যাহত থাকবে।
বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিলো এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)। সংস্থাটি এ রোডে চলাচলকারী যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার রোডস অ্যান্ড হাইওয়ের (আরএইচডি) বরাত দিয়ে এ নির্দেশনা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নকারী এই সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে।
যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ করা হলো।
সেই হিসাবে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত ১৩টি শুক্রবার রয়েছে। এই ১৩ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর দল সোমবার (২৭ মার্চ) ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শরীয়তপুর সদরের হাসমত তালুকদারের ছেলে সেলিম তালুকদার।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১৫ মে ডিএমপির শ্যামপুর থানায় সেলিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন তিনি।
আদালত মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে সেলিম তালুকদারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ২০২২ সালের ২২ ডিসেম্বর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত অনাদয়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম জানায়, তিনি মাদকদ্রব্য ফেনসিডিল সীমান্তবর্তী জেলা থেকে রাজধানী ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের কাছে সরবরাহপূর্বক মাদক ব্যবসা করতেন।
গ্রেপ্তারের পর ২ মাস ১০ দিন জেল খেটে বেড়িয়ে তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন। মামলায় যাবজ্জীবন সাজার রায়ের পর থেকে শ্যামপুর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রমজান মাস শুরু হওয়ার পর টানা তিন দিন ছিল ছুটি। যার কারণে গত তিন দিনে রাজধানীতে ছোট-বড় কোনো যানজট সৃষ্টি হয়নি। ছুটি শেষে রমজানের প্রথম কর্মদিবসে আজ যানজটে নাকাল ঢাকাবাসী। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির জট লেগে রয়েছে।
রোজা রেখে যানজটে গাড়িতে বসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী মানুষকে। বেলা বাড়ার সঙ্গে শহরে যানজটের পরিমাণও বাড়ছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ি আটকে রয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গাড়ির চাপও বাড়ছে বলে জানা গেছে।
তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত সড়কে। সকাল থেকেই বিমানবন্দর সড়ক থেকে মহাখালী পর্যন্ত তীব্র যানজট। গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। দীর্ঘসময় গাড়িতে বসে থেকে হাল ছেড়ে হেঁটে রওনা দিয়েছেন অফিসগামীরা।
রাজধানীজুড়ে যানজটের বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, তিন দিন ছুটি থাকার পর রমজানের প্রথম কর্মদিবসে একসঙ্গে সবাই কর্মস্থলে যাচ্ছেন। ফলে রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। এ ছাড়া রমজানে অফিস টাইম পরিবর্তনের কারণেও রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ফলে রাজধানীজুড়ে এমন যানজট সৃষ্টি হয়েছে।
সকালে রাজধানীর বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কে সরেজমিন দেখা যায়, বিমানবন্দর থেকে শেওড়া ওভার ব্রিজ পর্যন্ত যানচলাচল স্থবির হয়ে রয়েছে। শেওড়া থেকে বনানী পর্যন্ত সড়কে ধীরগতিতে যানচলাচল করছে। আবার বনানী থেকে ধীরগতিতে যানচলাচলের কারণে মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেট এলাকা পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজট।
বনানী ও বিমানবন্দর সড়কের যানজট নিয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, আজ রাস্তায় গাড়ির চাপ তুলনামূলক একটু বেশি। তিন দিন বন্ধ থাকার পর আজ রাজধানীতে সব অফিস খুলেছে। এদিকে, রমজানের কারণে অফিস টাইম একটু পরিবর্তন হয়েছে। সবমিলিয়ে একসঙ্গে সকাল থেকে গাড়ির চাপ বেড়েছে। তাই এই যানজট। এ ছাড়া এখনো সব স্কুল বন্ধ হয়নি। অনেক স্কুল এখনো খোলা। একসঙ্গে সকাল ৮টা থেকে রাস্তায় মানুষ ও গাড়ি বের হওয়ায় চাপ বেড়ে গেছে।
এদিকে, কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডা পার হয়ে রামপুরা পর্যন্ত সড়কেও রয়েছে যানজট ও গাড়ির চাপ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থার কোনো উন্নতি ছিল না।
প্রগতি সরণি এলাকার যানজট নিয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন বলেন, রাজধানীর অন্য সব এলাকার মতো প্রগত সরণি এলাকায়ও সকাল থেকে প্রচুর গাড়ির চাপ। তবে আশা করছি দুপুরের দিকে চাপ কিছুটা কমে যাবে। তবে ইফতারের আগে আবার গাড়ির চাপ কিছুটা বাড়বে।
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৬ মার্চ) সকাল ৬টা থেকে সোমবার (২৭ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৭৭৬ ইয়াবা, ১৫ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৪৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও ১৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানান, বস্তির বেশির ভাগ ঘর টিন দিয়ে তৈরি। মুহূর্তের মধ্যেই আগুন বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দিলে তা নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে শতাধিক ঘর পুড়ে যায়।
স্টাফ রিপোর্টার : রমজানের শুরুতেই লাগাম ছাড়া হয় মুরগির বাজার। বড় কোম্পানিগুলো দাম কমানোয় কিছুটা কমতে শুরু করেছে মুরগির দাম। এরপরও পাইকারি বিক্রেতারা কেমন দাম নিচ্ছে তা যাচাই করতে রাজধানীর কাপ্তান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার সকাল ৯টায় রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজারটিতে অভিযান শুরু করে সরকারি এই তদারকি সংস্থাটি।
অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া আরও রয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।
শুধু মুরগিই নয়; এর সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার তদারকিও করা হচ্ছে এই বিশেষ অভিযানে। তবে অভিযান শুরু হয় মুরগির বাজারে তদারকির মধ্য দিয়ে।
অভিযানের শুরুতে জাতীয় ভোক্তা অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কাপ্তান বাজার হচ্ছে মুরগির অন্যতম পাইকারি বাজার। সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রমজান উপলক্ষে মুরগির দাম কমিয়েছে। পাইকারি বিক্রেতারা সেটি মানছেন কিনা তা তদারকি করতেই আজকে কাপ্তান বাজারে আসা। অন্যান্য পণ্যের বাজারেও তদারকি করা হবে।
ঘনবসতিপূর্ণ ঢাকার বাতাসের মান “অস্বাস্থ্যকর” অবস্থায় রয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৩৪ নিয়ে দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একাধিকবার এই তালিকায় সবার উপরে উঠে আসে ঢাকা।
শনিবার সকালে থাইল্যান্ডের চিয়াং মাই, তাইওয়ানের কাওশিউং এবং ঘানার আক্রা যথাক্রমে একিউআই স্কোর ১৮৭, ১৬৯ ও ১৫৮ নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যান্যের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম ১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজন (৩৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। এ বছরের শুরুর দিকে ঢাকা বেশ কয়েক বার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে।
রাজধানীর তুরাগ এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পুলিশ।
গ্রেফতাররা হলেন- আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু।
শনিবার (২৫ মার্চ) তুরাগ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।
ডিসি মোর্শেদ আলম বলেন, তুরাগ থানার ফুলবাড়ীয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে বৃহস্পতিবার (২৪ মার্চ) কয়েকজন কারবারি মাদক বেচাকেনা করছে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান খান ফোর্সসহ রাত ৭টার দিকে ঘটনাস্থলে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও এজাহারভুক্ত এক নম্বর আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিল। সেখান থেকে বের হয়ে সে এসআই শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর এসআই শাহিনুরকে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলুকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সবাই পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৪টি মামলা করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ২৪ মার্চ সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ৪২৫ পিস ইয়াবা, ৮ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
রাজধানীর মিরপুর-১ নম্বর বাজার ও ১১ নম্বরের সুপারশপ ক্যারি ফ্যামিলির দুটি আউটলেটে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ১ নম্বর বাজারের আউটলেটে মাছ ও ফলমূলে কোনো ফরমালিন না পেলেও ১১ নম্বরের আউটলেটে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুলের নেতৃত্বে বিএসটিআইয়ের ১০ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজ হোসেন সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
সংবাদ সম্মেলনে বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজ হোসেন বলেন, ‘বিএসটিআই সবসময় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। শিল্পমন্ত্রীর নির্দেশনার পর আমরা জানিয়ে দিয়েছিলাম, পুরো রমজান মাসে আমরা ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করবো। এরই পরিপ্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশে কমপক্ষে ১৫টি মোবাইল কোর্ট পরিচালনা করছি।’
তিনি বলেন, ‘মিরপুর-১ নম্বরের পর আমরা মিরপুর-১১ নম্বরের ক্যারি ফ্যামেলিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় আমরা দেখেছি এখানে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বিস্কুট, মুড়ি, দই, রুটি, চিনি ইত্যাদি পণ্যগুলো বিএসটিআইয়ের অনুমোদন নেই এবং সঠিকভাবে প্যাকেজিং রুল অনুসরণ না করায় আমরা প্রসিকিউশন দায়ের করি। এরপরই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্যাকেজ কমান্ডিংয়ের জন্য ২৫ হাজার টাকা এবং অননুমোদিত পণ্য বিক্রি করার দায়ে আরও ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। ক্যারি ফ্যামেলি কর্তৃপক্ষ তাদের জরিমানার টাকা পরিশোধ করেছে।’
মিরপুর-১ নম্বর বাজারের অভিযানের বিষয়ে উপপরিচালক রিয়াজ হোসেন, ‘আজকে বেলা ১১টায় মিরপুর-১ নম্বরের শাহ আলী মার্কেটে প্রথম অভিযান পরিচালনা করেছি। সেখানে দুটি দোকানে খোলা মসলা বিক্রি করতে দেখে আমরা সেই পণ্যগুলো সংগ্রহ করেছি। পণ্যগুলো আমরা বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষা করবো। পরীক্ষায় নিম্নমানের পণ্য বিবেচিত হলে আমরা তাদের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করবো।’
এছাড়া, ‘মিরপুর-১ নম্বরে আমরা বিভিন্ন মুদি দোকান, মাছ, মাংস এবং ফলমূলের দোকানেও অভিযান পরিচালনা করেছি। বিশেষ করে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে মাছ এবং ফলমূলের ফরমালিন পরীক্ষা করেছি। পরীক্ষার পর আমরা কোনোটাতেই ফরমালিন পাইনি। মিরপুরের শাহ আলী বাজারের অধিকাংশ দোকানে আমরা বাটখাড়া যাচাই করেছি। এমনকি ক্রেতাদের কাছ থেকেও পণ্য নিয়ে পরিমাপ করেছি এবং সঠিক পেয়েছি।’
ডোপ টেস্টে মাদকাসক্ত শনাক্ত হওয়া ১২৬ জন পুলিশ সদসের মধ্যে ১১৬ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। পুলিশ সদস্যদের মাদকমুক্ত করতে তিন বছর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা শুরু হয়। এ সময়ের মধ্যে ডিএমপির কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ১২৬ জন মাদকাসক্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার আগে একজন মারা গেছেন এবং আরেকজন অবসরে চলে গেছেন। বাকি আটজন শাস্তি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন।
ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, ডোপ টেস্টে বেশি পজিটিভ হয়েছেন পুলিশ কনস্টেবলরা। ডোপ টেস্টে মাদকাসক্ত হিসেবে শনাক্ত হওয়া ১২৬ পুলিশ সদস্যের মধ্যে ৯৮ জনই কনস্টেবল। বাকিদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক, ১১ জন উপপরিদর্শক (এসআই), একজন ট্রাফিক সার্জেন্ট, সাতজন সহকারী উপরিদর্শক (এএসআই) এবং আটজন নায়েক।
ডিএমপি সূত্র জানায়, ২০২০ সালের ১০ মার্চ তৎকালীন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম পুলিশকে মাদকমুক্ত করতে ডিএমপিতে ডোপ টেস্ট (মাদকাসক্ত চিহ্নিতের পরীক্ষা) চালু করেন। ২০২০ সালের ১০ মার্চ থেকে ২০২২ সালের ২৭ জুলাই পর্যন্ত ডোপ টেস্টে ১২০ জন পুলিশ সদস্যকে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত এই ১৬ মাসে মাত্র ২০ জন পুলিশ সদস্য শনাক্ত হন। ওই বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে ডোপ টেস্টে কেউ মাদকাসক্ত হিসেবে শনাক্ত হননি। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ১০ মার্চ পর্যন্ত মাত্র ছয়জন পুলিশ সদস্য মাদকাসক্ত হিসেবে শনাক্ত হন।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালের ১০ মার্চ থেকে ডিএমপিতে শুরু হওয়া এই ডোপ টেস্ট ২০২২ সালের জুলাই পর্যন্ত জোরেশোরে চলে। ওই বছরের আগস্ট থেকে ডোপ টেস্টে শনাক্তের সংখ্যা কমে গেছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, পুলিশের ডোপ টেস্ট বন্ধ হয়নি। এখন সন্দেহভাজন পুলিশ সদস্যকে এই ডোপ টেস্ট করা হয়। অনেকের চাকরি চলে যাওয়ায় পুলিশে মাদকাসক্তের সংখ্যা কমে গেছে। এই ডোপ টেস্ট অব্যাহত থাকবে।
রাজধানীর যাত্রাবাড়ী কাজলাপাড় ও দনিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
এতে বলা হয়, শুক্রবার যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ (১৮ লাখ টাকা মূল্য) মো. মাহাবুব আলম (২০) ও মো. সুজন (৩৬) নামে দুই কারবারিকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া বৃহস্পতিবার (২৩ মার্চ) অপর এক অভিযানে যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে ৬২ বোতল ফেনসিডিলসহ (আনুমানিক ১ লাখ ৮৬ হাজার টাকা) সবুজ (৩৮) নামে একজন কারবারিকে গ্রেফতার করে র্যাব-১০। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ২৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।