|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ফুলবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
আনন্দ গুপ্ত, ফুলবাড়ী : করোনাভাইরাসের প্রভাবের কারণে গত দুইবছর জনসমাগম এড়িয়ে সীমিত আকারে হলেও এবছর ভারি বৃষ্টিকে উপেক্ষা করেই ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
খোল-কর্তাল ও শঙ্খ বাজিয়ে বিকেল ২টায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে উৎসবমূখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রায় দুই সহস্রাধিক সব বয়সী ধর্মপ্রাণ নারী ও পুরুষ বৃষ্টিকে উপেক্ষা করেই জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পায়ে হেঁটে জগন্নাথ দেবের রথ টেনে পৌর শহর প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে রথ স্থাপন করা হয়।
মন্দিরে আলোচনা, ধর্মীয় সংগীত পরিবেশ, গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্মপ্রাণ ভক্তদের বর্ণিল পোশাকের অংশগ্রহণ ছিলো দৃষ্টিনন্দন।
শ্রী শ্রী শ্যামা শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ মল্লিক ও সাধারণ সম্পাদক মনোজ সাহা বলেন, গত দুইবছর করোনাভাইরাসের প্রভাবের কারণে জনসমাগম এড়িয়ে সীমিত সংখ্যক নারী ও পুরুষ ভক্তদের নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান করা হয়। কিন্তু এবছর ব্যাপক আনন্দ-উল্লাসেরের মধ্যদিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷ ভক্তদের উপস্থিত ছিল নজরে পড়ার মতো।
উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা ও যুগ্ম আহবায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এতে হাজার হাজার ভক্ত অংশ নেন।
উল্লেখ, সাতদিন পূজা অর্জচনা শেষে খোল-কর্তাল ও শঙ্খ বাজিয়ে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির থেকে ধর্মপ্রাণ নারী ও পুরুষ ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ টেনে শ্রী শ্রী শিব মন্দিরে নিয়ে যাবেন। সেখানে পূজা অর্চনাসহ ভক্তিকির্তন শেষে মন্দির চত্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ প্রতিস্থাপন করা হবে।
|
আনন্দ গুপ্ত, ফুলবাড়ী : করোনাভাইরাসের প্রভাবের কারণে গত দুইবছর জনসমাগম এড়িয়ে সীমিত আকারে হলেও এবছর ভারি বৃষ্টিকে উপেক্ষা করেই ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
খোল-কর্তাল ও শঙ্খ বাজিয়ে বিকেল ২টায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে উৎসবমূখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রায় দুই সহস্রাধিক সব বয়সী ধর্মপ্রাণ নারী ও পুরুষ বৃষ্টিকে উপেক্ষা করেই জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পায়ে হেঁটে জগন্নাথ দেবের রথ টেনে পৌর শহর প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে রথ স্থাপন করা হয়।
মন্দিরে আলোচনা, ধর্মীয় সংগীত পরিবেশ, গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্মপ্রাণ ভক্তদের বর্ণিল পোশাকের অংশগ্রহণ ছিলো দৃষ্টিনন্দন।
শ্রী শ্রী শ্যামা শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ মল্লিক ও সাধারণ সম্পাদক মনোজ সাহা বলেন, গত দুইবছর করোনাভাইরাসের প্রভাবের কারণে জনসমাগম এড়িয়ে সীমিত সংখ্যক নারী ও পুরুষ ভক্তদের নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান করা হয়। কিন্তু এবছর ব্যাপক আনন্দ-উল্লাসেরের মধ্যদিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷ ভক্তদের উপস্থিত ছিল নজরে পড়ার মতো।
উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা ও যুগ্ম আহবায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এতে হাজার হাজার ভক্ত অংশ নেন।
উল্লেখ, সাতদিন পূজা অর্জচনা শেষে খোল-কর্তাল ও শঙ্খ বাজিয়ে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির থেকে ধর্মপ্রাণ নারী ও পুরুষ ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ টেনে শ্রী শ্রী শিব মন্দিরে নিয়ে যাবেন। সেখানে পূজা অর্চনাসহ ভক্তিকির্তন শেষে মন্দির চত্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ প্রতিস্থাপন করা হবে।
|
|
|
|
মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়া মার্কেটে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে সামাজিক বিচারে প্রকাশ্যে এক মহিলাকে চুলের মুঠি ধরে লাঠিপিটা করার ভিডিও ভাইরাল হয়েছে। ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ওই মহিলাকে মারধরের অভিযোগ ওঠেছে। আহত মরিয়ম বেগম একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
সিসিটিভি’র ফুটেজে দেখা গেছে, ১৫নং নবীপুর ইউপি’র চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের উপস্থিতিতে চেয়ারম্যানের ভাতিজা ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তারই ছোট ভাই সুমনসহ ১০-১২জন ওই সালিশে এক মহিলার চুলের মুঠি ধরে কিল ঘুষি, লাথি মুড়া দিচ্ছে এবং লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছে। সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক, হোয়াসআপ, টুইটারে ভাইরাল হলে সুশীল সমাজ কমেন্টে তার নিন্দা ও শাস্তি দাবি করেছে। আবার কেউ কেউ ঘটনাটি কোথায় জানতে চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ফুটেজে কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। সবাই শুধু মারছে। পরে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা দেবিদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুরাদনগর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টায় উত্তর ত্রিশ গ্রামের মরহুম সুরুজ মিয়া মার্কেটে নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সভাপতিত্বে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি সালিশ বসে। ওই সালিশে উত্তর ত্রিশ গ্রামের মৃত শাহআলম মেম্বারের ছেলে দেলোয়ার হোসেন মেম্বারের নেতৃত্বে সুমন মিয়া, আলাউদ্দিন, সুদন মিয়ার ছেলে হাবিব, রাসেল, ইউনুস মিয়া ছেলে জামাল মিয়া, মৃত লতিফ মিয়ার ছেলে আলমগীর, হাসু মিয়া ছেলে হেলাল, মৃত তবদুল হোসেনের ছেলে রনিসহ আরো ৫-৬জন সালিশের কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে ওই মহিলার চুলের মুঠি ধরে অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।
দেবিদ্বার হাসপাতালে চিকিৎসাধীন আহত মরিয়ম বেগম বলেন, ওরা আমার এক একর জমি দখল করে নিয়েছে। আমি ১৯৯১ সাল থেকে কুমিল্লার আদালতে ওই জমির বাটোয়ারা মামলা চালিয়ে যাচ্ছি। ওরা আপোষ মীমাংসা করবে বলে আমাকে বাড়ী থেকে ডেকে এনে উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়া মার্কেটে নিয়ে মারধর করে। আহত মরিয়ম বেগমের স্বামী শরিফুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন মেম্বার আমার জমি দখল করে অন্যত্র বিক্রি করে দিয়েছে। জমির মামলা সংক্রান্ত বিষয়ে আপোষ মীমাংসার নামে আমার স্ত্রীকে ডেকে নিয়ে ১০-১২ জন মিলে মারধর ও লঞ্ছিত করেছে। ওরা আমার স্ত্রীকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেছিলো।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ওই মহিলার সাথে জমি নিয়ে আমার কোন ঝামেলা নেই। আমি ওই মহিলাকে মারধর করি নাই। ভিডিও ফুটেজে আপনাকে মারতে দেখা গেছে এমন প্রশ্নে তিনি কোন প্রকার সদুত্তর না দিয়ে মোবাইল ফোনের লাইন কেটে দেন।
নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ও সালিশ সভাপতি ভিপি জাকির হোসেন বলেন, এটা আমাদের পারিবারিক বিষয়। এ নিয়ে পত্রিকায় লেখালেখি করার কোন দরকার নেই। আপনার সামনে একজন মহিলাকে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে মারতে দেখা গেছে, এতে আপনার ভূমিকা কি ছিল এমন প্রশ্নে তিনি বলেন, মারার জন্য হাকাঁহাঁিক করতে দেখেছি, মারতে দেখিনি।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, আমি ঢাকাতে আছি। এ বিষয়ে কিছুই জানি না। সন্ধ্যার মধ্যে থানায় যাব। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|
|
|
|
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
কাউনিয়ার কৃষক নুরুল আমিনের পিতৃস্নেহে লালন-পালন করা গরু ‘সুলতান’র দাম ওঠেছে সাড়ে ১০ লাখ টাকা। তবে ১২ লাখ দিলেই গরুটি বিক্রি করবেন কৃষক নুর আমিন। সম্পূর্ণ দেশীয় ও প্রকৃতি নির্ভর খাবার খেয়ে সুলতান হৃষ্টপুষ্ট হয়ে এলাকাবাসী সহ সবার নজর কেড়েছে।
কৃষক নুরুল আমিন দাবী করেন রংপুর জেলার মধ্যে তার পোষা গরু ‘সুলতান’ ই সেরা। আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে সুলতানকে প্রস্তুত করা হয়েছে।
সরেজমিনে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বালাপাড়া হরিচরণ লস্কর (চৌকিরঘাট) গ্রামের কৃষক নুরুল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার অনেক মানুষ সুলতানকে একনজর দেখার ভীড় করছে। কথা হয় গরুর মালিক নুরুল আমিনের সাথে তিনি জানান, তার নিজের পোষা গাভীর বাচ্চা হলেষ্টান ফ্রিজিয়ান জাতের এ গরুর টির বয়স ৪১ মাস, ৪ দাঁত, ওজন ৩৫ মন, ৮ ফিট লম্বা, সাড়ে ৫ ফিট উচ্চতা। মাল্টা, আপেল, আটিয়া (বিচি) কলা, ভূষি, ফিট ও নেপিয়ার ঘাস খেয়ে এ পর্যন্ত গরুটির ওজন হয়েছে ৩৫ মন।
উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে ভেটেনারী ডাক্তার এসে পরিমাপ করে ওজন নির্ধারণ করে। তিনি আরো জানান, গরু টির পিছনে প্রতিদিন ব্যয় হয়েছে ৮ শ’ টাকা করে। বিভিন্ন এলাকা থেকে গরুর দালাল ও ব্যবসায়ীরা এসে দরদাম করছে। এ পর্যন্ত সর্বোচ্চ দাম ওঠেছে সাড়ে ১০ লাখ টাকা। তবে তিনি ক্রেতাদের ‘সুলতান’র দাম কেটে দিয়েছেন ১২ লাখ টাকা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান বলেন নুরুল আমিনের গরুসহ উপজেলার সকল খামারে গিয়ে প্রাণী সম্পদ বিভাগের লোকজন নিয়মিত পরামর্শ প্রদান করেন। অনলাইন হাটের মাধ্যমে কৃষক ও খামারিদের পশু ক্রয়-ব্যবস্থা করা হয়েছে।
|
|
|
|
বুলবুল হাসান বেড় (পাবনা) প্রতিনিধি ভূমি সেবা ডিজিটালাইজেশন হওয়ার সাথে সাথে বদলে যাচ্ছে বেড়া উপজেলার মানুষের দিনকাল। ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন কাজে ভুমি অফিসগুলোতে কমে গেছে জনভোগান্তি। এমনই তথ্য মিলেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ভূমি মালিকদের কাছ থেকে। সম্প্রতি সময়ে ভুমিসেবা গ্রহীতা মোঃ রুহুল শেখ, মোছাঃ ঊশা খাতুন ও মোছাঃ আফরোজা খাতুন জমির খাজনা খারিজের জন্য দালালকে টাকা দিলে উক্ত টাকা সহকারী কমিশনার ভুমি উদ্ধার করে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বৃহস্পতিবার ৩০ শে জুন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলীর উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভুমি রিজু তামান্নার মধ্যস্থতায় দালালের নিকট হতে উদ্ধারকৃত ১৫০০০(পনেরো হাজার) টাকা ভুক্ত ভুগী কে ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না বলেন ভূমি সেক্টর এক সময় সবচেয়ে দুর্নীতি গ্রস্ত অবহেলিত ছিলো। ভুমি অফিস সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব ছিলো। বর্তমানে অনলাইন ভিত্তিক হওয়ায় আমরা সেটা কাটিয়ে উঠেছি। ভূমি অফিস থেকে সেবা পাচ্ছে না এ কথা কেউ বলতে পারবে না। ভূমি অফিসগুলো সেবাবান্ধব হয়ে উঠেছে খুব সহজে অনলাইনে আবেদন করে সেবা পাচ্ছে। ভুমি অফিসে সরকার হেল্প ডেস্ক সিসিটিভি কিংবা সেবাকুঞ্জ স্থাপন করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
|
|
|
|
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামী ৪ জুলাই লক্ষ্মীপুরের রামগতিতে আসছেন। এ উপলক্ষ্যে রামগতিতে সাজ সাজ রব চলছে। স্থানীয় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দলীয় সুত্রে জানা যায়,সফরসূচির অংশ হিসেবে চরমোনাই পীর ৩ জুলাই নোয়াখালীতে দলের কয়েকটি প্রোগ্রামে অংশ নিবেন। এর পর ৪ জুলাই লক্ষ্মীপুর জেলায় আগমন করবেন। সেখান থেকে তিনি জেলার রামগতি উপজেলার দুটি প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
চরমোনাই পীরের আগমনকে ঘিরে ইতিমধ্যে রামগতিকে নতুন সাজে সাজিয়েছেন দলটি। উপজেলার বিশিষ্ট আলেম ওলামা ও দলটির নেতাকর্মীদের মাঝে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। চরমোনাই পীরের আগমন উপলক্ষ্যে উপজেলা ইসলামী আন্দোলন স্থানীয় জমিদারহাট ভাই ভাই কমিউনিটি সেন্টারে এক সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকেলে তিনি আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বয়ান রাখবেন।
এই তথ্য নিশ্চিত করছেন রামগতি উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ইয়াকুব শরীফ। দলীয় প্রধানের আগমনকে ঘিরে তৃণমূলে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে প্রস্তুতি। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। চলছে মাইকিং। প্রচুর পরিমাণ লোক জমায়েত করতে নেতাকর্মীরা কাজ কাজ করছেন।
সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রতিক হাতপাখার পক্ষে ব্যাপক জনসমর্থন সৃষ্টি করতে দলের সর্বোচ্চ প্রধানের আগমনকে নিয়ে নানা বিশ্লেষণ করছেন রাজনৈতিক মহল
|
|
|
|
সরিষাবাড়ী প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে সম্বর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে পোগল দিঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের সন্তান চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে সম্বর্ধনা দেয়া হয়।
জানা যায় চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বীর মুক্তিযোদ্ধা সন্তান হওয়ায় মুক্তি যোদ্ধা পরিবারের পক্ষে তাঁকে সম্বর্ধনা দেয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাহ, চেয়ারম্যান আশরাফুল আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সহ অতিথিবৃন্দ সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
|
|
|
|
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে হত্যা মামলায় এক যুবককে যাজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমদ এই রায় ঘোষাণা করেন।
আদালত ও মামলা সুত্রে জানা যায় রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর পাড়া মহল্লার জহুরুল ইসলাম বাদদী হয়ে সাজাপ্রাপ্ত একই গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে মাসুদ, আয়নাল, মুকুল এবং অজ্ঞাত আরো তিনজনেকে অভিযুক্ত করে গত ২০১৬ তারিখের ২৬ জুন একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয় , অভিযুক্ত মাসুদ বয়েজ উদ্দিনের বাড়িতে আসে এবং জহুরুলের ছেলে জুয়েলকে নানা বাড়ি বেড়ানোর কথা বলে সাথে করে নিয়ে যায়। পরদিন সকালে লালপুর উপজেলার মোমিন গ্রামের মঞ্জিলপুকুর কলেজের ১০০ গজ দুরে জুয়েলের লাশ পাওয়া যায়। তার শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।
এসময় অভিযুক্তরা জানায় রাত্রী সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একদল ডাকাত তাদের ওপর হামলা চালিয়ে জুয়েলকে হত্যা করে। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে শুনানী শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। অপরদিকে আয়নাল ও মুকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের নির্দোষ খালাস দেন।
|
|
|
|
পিরোজপুর জেলা প্রতিনিধি পিরোজপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গদের সাথে মত বিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আব্দুল কাদের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।
মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরকে তাদের কাজের বিষয়ে অবহিত করে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা নামায ও পশুর হাটে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন। পৌরসভা কর্তৃক কোরবানির পশুর হাট, পশু জবাই এবং পশুর বর্জ নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দেন। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে সর্তর্ক থাকতে বলেন। এছাড়াও বাসে ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নজরদারী এবং যাত্রী ওঠানামার স্থানে জেলা পুলিশ কে নজরদারী করতে বলেন।
|
|
|
|
বালাগঞ্জ প্রতিনিধি বালাগঞ্জ উপজেলা বিএনপিরপক্ষ থেকে বালাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও বালাগঞ্জ ডিগ্রি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী, এবং ইউনিয়নের বিভিন্ন বাজারের পথচারীদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে।
৩০ শে জুন রোজ বুধবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী বালাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র গুলোতে রান্না করা খাদ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রান্না করা খাদ্য ও খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এডভোকেট রিয়াসাদ আজিম হক আদনান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লুতফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম,মুজিবুর রহমান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, বিএনপি নেতা আবুল ফতেহ ফাত্তাহ, যুবদল নেতা মিজানুর রহমান, চুনু মিয়া, সালমান আহমদ, নজরুল ইসলাম মখদ্দুস-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
|
|
|
রংপুর প্রতিনিধি রংপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১০ গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০২০ ও ২০২১ সালের জন্য শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১০ গুণীজন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথি ছিলের রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা রংপুরের চেয়ারম্যান রোজি রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফিরুজুল ইসলাম। অনুষ্ঠানে সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য রংপুরে এবারে ২০২০ ও ২০২১ এ শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন সৃজনশীল সংগঠকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাট্যকলায় নাট্য ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, লোকসংস্কৃতিতে ভাওয়াইয়া সংগঠক এ কে এম মোস্তাফিজুর রহমান, চারুকলায় জিয়াউল কবির, আবৃত্তিতে বাচিক শিল্পী ও প্রশিক্ষক রেজিনা সাফরিন, কণ্ঠসংগীতে কণ্ঠশিল্পী রওশন আরা সোহেলী ও জিয়াউল হক লিপু, নাট্যকলায় শীলা মনসুর, যন্ত্রসংগীতে সুবীরেশ দাশ গুপ্ত ও যন্ত্রসংগীতে সোলায়মান । প্রতিবছরের মতো এবারে ২ বছরের জন্য ১০ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
|
|
|
|
স্বাধীর বাংলা প্রতিবেদক পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ বৃহস্পতিবার (৩০ জুন) সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করায় বায়েজিদ নামে এক যুবককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
|
|
|
|
স্বাধীর বাংলা ডেস্ক লিবিয়ার মরুভূমি থেকে ১৮ অভিবাসীসহ ২০ জনের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার তাদের লাশগুলো উদ্ধার করা হয়। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। উদ্ধারকারীদের ধারণা, মরুভূমিতে তৃষ্ণার কারণে তারা মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারী একজন ট্রাক ড্রাইভার মঙ্গলবার লাশগুলো দেখতে পান এবং পরে সেগুলো উদ্ধার করা হয়। লাশগুলো উদ্ধারের এই ঘটনাস্থলটি কুফরা থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে এবং চাদের সীমান্ত থেকে ১২০ কিলোমিটার (৭৪ মাইল) দূরে অবস্থিত।
কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান বুধবার ফোনে জানান, ‘চালক হারিয়ে গিয়েছিলেন... এবং আমরা মনে করি, গত ১৩ জুন মোবাইল ফোনে শেষ কলের পর অর্থাৎ প্রায় ১৪ দিন আগে দলটি মরুভূমিতে মারা গেছে।’
লিবিয়ার কম জনবহুল এ অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) ওপরে দেখা যায়। অ্যাম্বুলেন্স সার্ভিস ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে একটি পিকআপ ট্রাকের কাছে মরুভূমির বালিতে পচনশীল লাশগুলো দেখা যাচ্ছে।
বেলহাসান বলেন, লাশগুলোর মধ্যে দু`জন লিবিয়ান এবং অন্যরা চাদ থেকে লিবিয়ায় আসা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।
|
|
|
|
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
খাবার, দৈহিক গঠন, ওজন ও শান্ত স্বভাবের জন্য নাম তার ‘চাঁপাই সম্রাট’। ওজন ১৭০০ কেজি (৪২ মণ)। দাম ৩০ লাখ টাকা। খাদ্য তালিকায় খৈল, ঘাস, ভূসির পাশাপাশি পাকা আম ও কলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি চাঁদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী তার মালিক।
জানা গেছে, ছোট থেকেই গরু পালনের শখ ছিল জুলফিকার আলীর। এরই ধারাবাহিকতায় ৫ বছর আগে বাড়িতে তার ফ্রিজিয়ান জাতের গাভী থেকে একটি বাছুর জন্ম নেয়। অন্যান্য বাছুরের থেকে আকার-আকৃতিতে বড় ও শান্ত স্বভাবের হওয়ায় তাকে ঘিরে বিশেষ পরিকল্পনা করেন তিনি। লালন-পালন করছেন ৫ বছর ধরে।
বিশালদেহী চাঁপাই সম্রাটকে দেখতে ভিড় করছেন গ্রাম ও দূর-দূরান্ত থেকে আসা অনেক মানুষ। প্রাণিসম্পদ বিভাগ বলছে, এখন পর্যন্ত চাঁপাই সম্রাটই জেলার মধ্যে সবচেয়ে বড় গরু।
জানা গেছে, গত বছর গাবতলী পশুর হাটে ষাড়টি নিয়ে গেলেও বিক্রি হয়নি। এ বছর তাকে বিক্রির জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। জুলফিকার আলী ১৭০০ কেজির চাঁপাই সম্রাটের দাম হাঁকিয়েছেন ৩০ লাখ টাকা। বাড়িতেই দামে মিলে গেলে বিক্রি করতে চান তিনি।
গরুর মালিক সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী বলেন, চাঁপাই সম্রাট নামের সঙ্গে মিশে আছে গরুটির আচার-ব্যবহার ও তার নানা বৈশিষ্ট্য। হাঁটা-চলা, নম্র-ভদ্র ও লাজুক প্রকৃতির হওয়ায় তার এই নাম রাখা হয়েছে। ৫ বছর ধরে প্রাকৃতিক উপায়ে খাবার ও ঘাষ খাওয়ানোর মাধ্যমে পরম মমতায় বড় করেছি তাকে। তার পেছনে প্রতিদিন ব্যয় করা হয় ৯০০ টাকা থেকে ১ হাজার টাকা।
তিনি আরও বলেন, অত্যন্ত কষ্ট করে স্নেহ-মমতা দিয়ে গরুটি এত বড় করেছি। কিন্তু আমি যদি ন্যায্য মূল্য না পাই, তাহলে আমার মতো খামারিরা এমন গরু পালনে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই সরকারি সহায়তা কামনা করছি।
কানসাট থেকে ভ্যানচালক আব্দুল হালিম ও ভোলামারি থেকে তোজাম্মেল হক বিশালদেহী গরুটি এক নজর দেখতে এসেছিলেন। তারা জানান, এত বড় গরু জীবনেও দেখিনি। মানুষের মুখে চাঁপাই সম্রাটের কথা শুনে দেখতে এসেছি। চোখ জুড়িয়ে গেছে আমাদের। গরুর হাঁটা-চলা, খাওয়া সত্যিই অন্য গরুর থেকে আলাদা।
পাশের গ্রাম থেকে গরুটি দেখতে এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান। তিনি বলেন, ৭০ বছরের জীবনে এত বড় গরু আর দেখেনি। সবার মতো আমিও গরুটি দেখতে এসেছিলাম। খুবই ভালো লাগল। খোঁজ-খবর নিয়ে জানতে পারলাম, শখের বসে বিপুল পরিমাণ টাকা খরচ করে চাঁপাই সম্রাটকে লালন-পালন করেছেন সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী। কিন্তু সে তার গরুর ন্যায্য মূল্য পাবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন।
গরুর মালিক জুলফিকার আলীর পাশের বাড়ি স্কুলশিক্ষক গোলাম মোস্তফার। তিনি জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষজন এক নজর গরুটি দেখতে আসছে। পরিস্থিতি এমন যে, চিড়িয়াখানার মতো করে লাইন ধরে গরু দেখছে দর্শনার্থী।
জুলফিকার আলীর ছেলে জোবায়ের মাহমুদ বলেন, আমি স্কুলে পড়াশোনা করি। এর বাইরে সময় পেলেই গরুর দেখাশোনা ও পরিচর্যা করি। আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, ঘাস, ভূসি খাওয়ানোর মাধ্যমে তাকে পালন করি। এছাড়া ফল হিসেবে পাকা আম ও কলা খেতে দেই। সকাল-বিকেল দুই বার গোসল করানো হয়। রাতে যেন মশা না লাগে, সেজন্য মশারি টাঙিয়ে রাখি। এমনকি দিন-রাত সব সময় ফ্যান চলে।
জুলফিকার আলীর স্ত্রী রহিমা বেগম বলেন, পাঁচ বছর ধরে নিজের সন্তানের মতো করে লালনপালন করেছি চাঁপাই সম্রাটকে। খুব কষ্ট হচ্ছে তাকে বিক্রি করতে হবে বলে। ওর প্রতি অদ্ভুত এক মায়া তৈরি হয়েছে। আশা করি, আমাদের কষ্টের ফল হিসেবে গরুটির ন্যায্য দাম পাব।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ চন্দ্র সিংহ বলেন, এমন ধরনের গরু যেসব খামারিরা পালন করে থাকে, আমরা তাদের বিভিন্নভাবে সহায়তা করি। জুলফিকার আলী সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটি লালন-পালন করেছেন। এমনকি এখন পর্যন্ত চাঁপাই সম্রাট জেলার সবচেয়ে বড় গরু। তার এই গরু বাজারজাত করতে অনলাইন ও অফলাইন দুই উপায়েই প্রাণিসম্পদ অফিস থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি, কোরবানির ঈদে ন্যায্যমূল্যে জুলফিকার আলী তার গরুটি বিক্রি করতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, এ বছর জেলার ১১ হাজার ৫৪৯টি খামারে ১ লাখ ৬৫ হাজার ৬১৫টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করছেন খামারিরা। জেলায় মোট গরু-মহিষ আছে ৮৮ হাজার ৪৭৬টি, আর ছাগল-ভেড়া আছে ৭৭ হাজার ১৩৯টি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ২৩৫টি খামারে কোরবানিযোগ্য গরু-ছাগল আছে ৭৭ হাজার ৮২২টি, শিবগঞ্জে ৫ হাজার ৫৭৬টি খামারে পশু আছে ৩৫ হাজার ১২৫টি, নাচোলে ৭৩৩টি খামারে ৯ হাজার ৮৩৫টি, গোমস্তাপুরে ৯৭৫টি খামারে ২৯ হাজার ৭৩৪টি এবং ভোলাহাটে ১ হাজার ৩০টি খামারে ১৩ হাজার ৯৯টি গরু-ছাগল প্রস্তুত করেছেন খামারিরা। এ বছর জেলায় কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৩৯৩টি পশু।
|
|
|
|
জেলা প্রতিনিধি, নরসিংদী নরসিংদীর রায়পুরার নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় চার পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার পথচারী। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার মোহর আলীর ছেলে ফারুক (৫০), নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মাসাকিন (৩০) এবংমাহমুদাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশ কিছু দোকান, ইজিবাইককে চাপা দেয়। এতে বাজারে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই পথচারী মারা যায়। এ সময় আহত হয় অন্তত চার পথচারী।
ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন দুজনসহ চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলে তাদের স্থানীয়রা পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
|
|
|
|
রোকুনুজ্জামান খান, গাজীপুর:
কখনও যাত্রী সেজে, আবার কখনও ‘মাস্টার কি’ (বিশেষ চাবি) দিয়ে মহাসড়ক বা রাস্তার পাশে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনের লক ভেঙে চোখের পলকেই গাড়ি নিয়ে সটকে পড়ছে গাড়ি চোর চক্রের সদস্যরা। বিভিন্ন ধরনের ৫টি গাড়ির যন্ত্রাংশসহ গাড়ী চোর চক্রের ১২ সদস্যকে আটক করেছে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত মধ্য রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার সাইফুল ইসলামের মালিকানাধীন সনিয়া এন্টারপ্রাইজ (ওয়ার্কশপ) থেকে তাদের আটক করা হয়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) রকিবুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে জয়দেবপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বৃহস্পতিবার সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৮০) , মৃত লাইচ ভূঁইয়ার ছেলে আলম ভূঁইয়া (৪৫), নয়াপাড়া ভবানীপুর (বেগমপুর) গ্রামের সামছুল হকের ছেলে রুবেল (৩২), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাঙ্গলবাড়ীয়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে কবিরুল হক (২০), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নান্দুহার গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন (২৮), বরিশালের মুলাদী উপজেলার খাসেরহাট গ্রামের আলমগীর মল্লিকের ছেলে সজীব মল্লিক (২০), হবিগঞ্জ জেলা সদর থানার দানিআলপুর গ্রামের মৃত অরুন চন্দ্র কুড়ির ছেলে বিধান কুড়ি (৩৫), সুনামগঞ্জ জেলা সদর থানার জাহাঙ্গীর নগর গ্রামের মৃত মহরম আলীর ছেলে মাসুদ মিয়া (২৬), কুমিল্লার মুরাদনগর উপজেলার চাউপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে শহীদ (৩৫), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে জনি মিয়া (২৩), জামালপুরের ইসলামপুর উপজেলার বীর নন্দনাপাড়া গ্রামের মৃত ফয়েন মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৯), নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুটিকা গ্রামের আবুল হাশেমের ছেলে রমজান মিয়া (১৯)। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থেকে ছিনতাই করতো।
এস আই রকিবুল ইসলাম জাানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভবানীপুর এলাকার সনিয়া এন্টারপ্রাইজে (ওয়ার্কশপ) পেছনে গ্যাসের সাহায্য চোরাইকৃত বিভিন্ন গাড়ীর পাটর্স ও যন্ত্রাংশ খুলে আলদা করে অন্যত্র বিক্রি করার জন্য পিকআপে বোঝাই করছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গাড়ীর ইঞ্জিন, দুইটি অক্সিজেন সিডিল্ডার, একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৭৬৭৫), একটি মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে তারা পরস্পরের ডোগসাজসে তাদের আরে ৮/৯ জন সহযোগী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে কৌশলে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল চুরি করে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ফকিরা গার্মেন্টসের পশ্চিম পাশে সনিয়া এন্টারপ্রাইজে (ওয়ার্কশপ) গ্যাসের সাহায্য চোরাইকৃত গাড়ীর যন্ত্রাংশ খুলে ঢাকা নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
|
|
|
|
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ: শুদ্ধাচার পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। সওজ’র রাজশাহী জোনে তিনি এ স্বীকৃতি লাভ করেন। মঙ্গলবার (২০ জুন) সড়ক ও জনপদ অধিদপ্তর রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২১-২০২২ অর্থবছরের “শুদ্ধাচার পুরস্কার প্রদান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের বিভাগীয় /আঞ্চলিক কার্যালয় সম‚হের গ্রেড-৩ হতে গ্রেড ৯ ভ‚ক্ত একজন কর্মকর্তা-কর্মচারী অনুযায়ী শুদ্ধাচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক-কে নির্বাচিত করার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্ম-পরিকল্পনার অন্তর্ভুক্ত শুদ্ধাচার চর্চার জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা-২০২১ এর ৩.৪ ও ৫.৫ অনুচ্ছেদ অনুযায়ী পুরস্কারের জন্য সানজিদা আফরিন ঝিনুক-কে নির্বাচিত করা হয়। তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পাবেন। পুরস্কার বাবদ ব্যয় কোড নং ৩২১১১০১- পুরস্কার উপখাত হতে নির্বাহ করা হবে। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, সাংবাদিকসহ অনেকে।
এ প্রসঙ্গে সওজ’র নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। এ পুরস্কার ডিপার্টমেন্টের জন্য বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য এ পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আখলাকুল আম্বিয়া নির্বাহী সম্পাদক: মাে: মাহবুবুল আম্বিয়া যুগ্ম সম্পাদক: প্রদ্যুৎ কুমার তালুকদার সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: স্বাধীনতা ভবন (৩য় তলা), ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Editorial & Commercial Office: Swadhinota Bhaban (2nd Floor), 88 Motijheel, Dhaka-1000. সম্পাদক কর্তৃক রঙতুলি প্রিন্টার্স ১৯৩/ডি, মমতাজ ম্যানশন, ফকিরাপুল কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত । ফোন : ০২-৯৫৫২২৯১ মোবাইল: ০১৬৭০৬৬১৩৭৭ Phone: 02-9552291 Mobile: +8801670 661377 ই-মেইল : dailyswadhinbangla@gmail.com , editor@dailyswadhinbangla.com, news@dailyswadhinbangla.com
|
|
|
|