সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
স্বাধীন বাংলা অনলাইন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয়রা। এ সময় বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুইজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাইটন আলীর ছেলে আসমাউল (১৮) এবং একই এলাকার বাবু (২৬)।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।
বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের ১২ থেকে ১৫টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। দুই পাশে উত্তেজনা দেখা দেয়। বিএসএফ সদস্যরা ৪টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথক ছুড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। পরে ভারতীয়রা কাটা গাছ ও ডালপালা ফেলে পালিয়ে যায়।
বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির সহযোগিতার মাইকিং শুনে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসি। এ সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল ও পাথর নিক্ষেপ করে। এছাড়া ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের নাগরিকরা নারে তাকবির, আল্লাহু আকবার স্লোগান দেয়। পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক আছে।
|
স্বাধীন বাংলা অনলাইন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয়রা। এ সময় বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুইজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাইটন আলীর ছেলে আসমাউল (১৮) এবং একই এলাকার বাবু (২৬)।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।
বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের ১২ থেকে ১৫টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। দুই পাশে উত্তেজনা দেখা দেয়। বিএসএফ সদস্যরা ৪টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথক ছুড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। পরে ভারতীয়রা কাটা গাছ ও ডালপালা ফেলে পালিয়ে যায়।
বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির সহযোগিতার মাইকিং শুনে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসি। এ সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল ও পাথর নিক্ষেপ করে। এছাড়া ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের নাগরিকরা নারে তাকবির, আল্লাহু আকবার স্লোগান দেয়। পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক আছে।
|
|
|
|
রোকুনুজ্জামান খান, স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের টেকনগপাড়ায় সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) আয়োজিত ‘Strengthening Coverage of Women RMG Workers’ কর্মশালায় পোশাকশিল্পে নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের ভূমিকা এবং কিভাবে গার্মেন্টস শিল্পে নারী শ্রমিকদের জীবন-ঘনিষ্ঠ গল্প তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা হয়।
এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সি-ক্যাব ও ১৪টি সহযোগী সংস্থা ‘অপরাজিতা’ প্রকল্পের মাধ্যমে নারী গার্মেন্টস কর্মীদের ক্ষমতায়নে কাজ করছে। কর্মশালায় জানানো হয়, নব্বইয়ের দশকে যেখানে পোশাক খাতের ৮০% শ্রমিক নারী ছিলেন, বর্তমানে তা ৫০-৬০ শতাংশে নেমে এসেছে।
সি-ক্যাবের নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল-মাহমুদ বলেন, ‘বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের মতো এত বিপুল সংখ্যক নারীর কাজের সুযোগ অন্য কোনো খাতে নেই। পুরুষেরা চাকরি হারালে বিকল্প কাজ খুঁজে পায়, কিন্তু নারীদের জন্য সেই সুযোগ সীমিত। তাই পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যা কমে গেলে এটি সামাজিক সমস্যা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।’
বক্তারা বলেন, প্রতিবেদনে নারীদের কেবল ভুক্তভোগী হিসেবে নয়, তাদের সফলতা ও জীবনের ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে। কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং পোশাকশিল্পে নিয়োজিত নারীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সি-ক্যাবের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারজিয়া আহমেদ এবং হাসান জেমস ‘অপরাজিতা’ প্রকল্পের কার্যক্রম ও নারী কর্মীদের ওপর পরিচালিত গবেষণার তথ্য তুলে ধরেন। কর্মশালার শেষে সি-ক্যাব নারী পোশাকশ্রমিকদের নিয়ে গভীর বিশ্লেষণী প্রতিবেদন তৈরির জন্য দশজন সাংবাদিককে ফেলোশিপ প্রদানের ঘোষণা দেয়।
সি-ক্যাব বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে গবেষণা ও যোগাযোগের মাধ্যমে সচেতনতা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
|
|
|
|
জেলা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া পালটা-ধাওয়া ও সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কয়েকজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের লোকজনের সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ঘে জড়ান। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পালটা-ধাওয়া ও সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সলিথা মাদ্রাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পালটা-ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতেই দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। পরদিন শনিবার ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশিয় অস্ত্র নিয়ে তারা পুনরায় সংঘর্ষে জড়ায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে দফায় দফায সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
|
|
|
|
মোহাম্মদ ইয়াসিন:
সাভার প্রেসক্লাবের নেতৃত্বে এসেছে নতুন মুখ। দীর্ঘ সাত বছর নানা জটিলতা কাটিয়ে অবশেষে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সাভারের সাংবাদিক সমাজ। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা আর সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
দিনভর উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ৫৪ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে নিউজ টোয়েন্টিফোরের নাজমুল হুদা ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক ফুলকীর সম্পাদক নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তরের সাভার প্রতিনিধি মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএনবাংলার শেখ বাশার পেয়েছেন ১৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির আব্দুল হালিম পেয়েছেন ১৯ ভোট।
যুগ্ম সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের নাদিম হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী বাসসের রুপোকুর রহমান ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট ও তৌকির আহমেদ পেয়েছেন ৫ ভোট।
অর্থ সম্পাদক পদে দৈনিক করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টিভির সৈয়দ হাসিবুন নবী ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী খবরপত্রের রওশন আলী পেয়েছেন ২২ ভোট।
দপ্তর সম্পাদক পদে দৈনিক ফুলকির এমদাদ হোসেন ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের ওমর ফারুক পেয়েছেন ২৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য্য সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এ দুলাল পেয়েছেন ১২ ভোট।
পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী।
কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের গোবিন্দ আচার্য্য, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন, ডেইলি স্টারের আখলাকুর রহমান আকাশ বিজয়ী হয়েছেন।
উক্ত নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষতার নিদর্শন স্থাপন করেছেন প্রধান নির্বাচন কমিশনার বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন। এছাড়াও কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অরূপ রায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সহায়তা করেছেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের প্রতিনিধি সেলিম আহমেদ।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
বর্তমানে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে যুক্তরাষ্ট্র থেকে। এ তালিকায় দ্বিতীয় রাষ্ট্র হলো সংযুক্ত আরব আমিরাত। গত তিন মাস ধরে বাংলাদেশে রেমিট্যান্স আসা দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংক (বিবি) এমন তথ্য দিয়েছে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স আসা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রা আসার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
২০২৪-২০২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই তিন মাসের প্রবাসীদের পাঠানো অর্থের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, এই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ১৪০ কোটি মার্কিন ডলার বাংলাদেশে এসেছে।
এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটি থেকে এসেছে ৯৯ কোটি ডলার। বাংলাদেশে রেমিট্যান্স আসা দেশগুলোর শীর্ষে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে সেটা ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৯ কোটি ডলার।
তবে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশী প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন। অক্টোবরে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি থেকে ৫০ কোটি ডলার এসেছে। সেপ্টেম্বরের তুলনায় যা ২৮ শতাংশ বেশি।
আর নভেম্বরে ৫১ কোটি ১৯ লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
গত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩০০ কোটি মার্কিন ডলার আর রফতানি বেড়েছে ২৫০ কোটি ডলার- এমন তথ্য জানিয়ে গত ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি, এখনো কেন্দ্রীয় ব্যাংকে চার মাসের রিজার্ভ রয়েছে। তবে সতর্ক থাকতে হবে।’
গভর্নর বলেন, ‘টাকা-পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে।’
প্রবাসে বাংলাদেশীদের রাজনৈতিক পরিচয়ে বিভাজন সবচেয়ে বড় সঙ্কট বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘সবাইকে বাংলাদেশের পক্ষে লবিং করতে হবে, নয়তো রাজনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানো অসম্ভব।’
তিনি বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেয়ায় বছরে সরকারের সাত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। সূত্র : ইউএনবি
|
|
|
|
মোঃ রেজাউল:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় মোঃ আল-আমিন মিয়া(৩৫) নামে পৌর সভার এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পৌর এলাকার ছয়বাড়িয়ায় অবস্থিত ময়লার ড্রাম্পিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন জেলার সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। তিনি পৌর সভার অস্থায়ী পরিছন্নতা কর্মী।
ঘটনার পর ট্রাক্টর চালক মোঃ আমির মিয়া পালিয়ে যায়। চালক আমির মিয়া পৌরসভার অস্থায়ী ট্রাক্টর চালক।
নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ময়লার ট্রাক্টরে করে ছয়বাড়িয়ায় যান আল-আমিন। ট্রাক্টর থেকে ড্রাম্পিং এলাকায় ময়লা অপসারণকালে ট্রাক্টর চালক আমির মিয়া তার ট্রাক্টরটিকে পেছনের দিকে নেয়ার সময় এর নিচে চাপা পড়েন আল-আমিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম বলেন, আমরা গ্রাম থেকে খবর পেয়ে ছুটে এসেছি। হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের ৫টি সন্তান আছে। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তারা যেন ভাইয়ের পরিবারকে সহযোগিতা করেন।
নিহতের মামাতো ভাই খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। আমার ভাই খুবই গরীব মানুষ। তার ৫টি সন্তান আছে। তারা যাতে চলতে পারে সেজন্য পৌর কর্তৃপক্ষের কাছে আমার ভাইয়ের পরিবারকে সহযোগীতার দাবি জানাই।
পৌর সভার পরিচ্ছন্নতা কর্মী নায়েব আলী বলেন, সকালে আমরা সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়ায় যাই। সেখানে ট্রাক্টর থেকে ময়লা নামানোর সময় চালক যখন ট্রাক্টরটিকে পিছনের দিকে নিচ্ছিল, তখন আল-আমিনের পা চাকার নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরটি ঘুরানোর সময় আল-আমিনের মাথাও চাপা পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ঘটনার পর ট্রাক্টর চালক আমির মিয়া গা ঢাকা দেন।
|
|
|
|
জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক নামে ৬৫ বছরের বয়স্ক এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে লৌহজং থানায় ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শুক্রবার (১০জানুয়ারি) খিদিরপাড়া ইউনিয়নের মালনী গ্ৰামের মালনী জামে মসজিদের জুম্মার নামাজ শেষে এই ঘটনা ঘটে।
জানা যায়, মিষ্টি বিতরণ শেষে বাসায় আসার পথে লাঠি-চটা ও ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রাজ্জাকের ওপর হামলা করে প্রতিপক্ষ। পরে আহত অবস্থায় আব্দুর রাজ্জাককে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (১০ জানুয়ারি) দুপুর আড়াইটর দিকে মো. আব্দুর রাজ্জাক শেখ মসজিদ হতে বাসায় যাওয়ার পথে মালনী জামে মসজিদের দোকানের পূর্ব পাশের ইসমাইলের মুদি দোকানের সামনে পৌঁছানো সময় হাতে লাঠি-শোঠা, লোহার রড, দিয়েরএলোপাথারী ভাবে মারপিট করা হয়েছে।
এই বিষয়ে ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেন, অভিযুক্তরা হলেন,হাজী বারেক মোল্লা ছেলে জাহাঙ্গীর মোল্লা, রুহুল আমিন (৫৬), জুলহাস শেখ (৪৫) মিজান (৪০), দুলাল (৩৫), কাদির বেপারী (৫৫) রুবেল (৩২), ফয়সাল বেপারী (২৭), সামছুল হক (৬০), জয়নাল হালদার (৬৮), বিল্লাল মোল্লা (২৭), আবুল কালাম (৫০), সুজন হাওলাদার (৩৫) ও আবুল কালাম (৫০)।
এই বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
|
|
|
|
হালিমা খানম:
ব্রাহ্মণবাড়িয়ায় বেদে প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধবপুরের নতুন বেদে পল্লিতে এই ঘটনা ঘটে। প্রেমিকা পূর্ণিমা নতুন বেদে পল্লির বলু মিয়ার মেয়ে ও প্রেমিক বাদল একই পল্লির মৃত জামাল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাতে প্রেম সংক্রান্ত কলহের জেরে পূর্ণিমা ও বাদল তাদের নিজ নিজ বসতঘরে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাদের পরিবারের লোকজন পূর্ণিমা ও বাদলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুরের নতুন বেদে পল্লির প্রেমিক যুগল বিষপান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা একসঙ্গে বিষপান করলেও কী কারণে বিষপান করেছেন তা অস্পষ্ট।
|
|
|
|
জেলা প্রতিনিধি, ফেনী:
৭ রোহিঙ্গার একটি দল কাজের জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামের করেরহাটে যাচ্ছিল। পথিমধ্যে বাসের যাত্রীদের সন্দেহ হলে তাদেরকে আটক করে ফেনীতে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৭ রোহিঙ্গা যুবক চট্টগ্রামের উদ্দেশ্যে স্টারলাইনের একটি বাসে চড়ে। পথিমধ্যে বাসের যাত্রীদের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বাসে থাকা যুবকদের সঙ্গে বাদানুবাদ এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। পরে যাত্রীদের নিদের্শে স্টারলাইন বাস ফেনীর মহিপালের সেনাবাহিনীর ক্যাম্পে গাড়ি নিয়ে থামায় এবং সেনাসদস্যদের কাছে ৭ রোহিঙ্গাকে সোপর্দ করে।
আটক রোহিঙ্গারা হলেন- ইউনুছ মিয়া (৫০), মো. রশীদ আহমেদ (৪৫), ওমর ফারুক (৩০), সৈয়দ নুর (৩৫), শহীদুল আমিন (২২), রবিউল আলম (১৯) ও মোহাম্মদ হোসেন (৭)। তারা সবাই কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক রোহিঙ্গা শরণার্থীরা মিরসরাই উপজেলার করের হাট ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিলেন। তাদেরকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করার পর ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
|
|
|
|
জেলা প্রতিনিধি, লালমনিটরহাট:
উত্তরের জেলা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে। এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিব সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আজ শনিবার ওই সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দহগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার ৮-এর ৩৭ থেকে ৪৬ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকাজুরে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। ভারতীয় ২০-২৫ জন শ্রমিককে দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। খবর পেয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেন। বিজিবির বাধায় কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয়। এ ঘটনায় সীমান্তের দুই পাশেই সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হন।
বিজিবি জানিয়েছে, ভারতের কোচবিহার জেলার রানীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম বলেন, বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেছে। শূন্যরেখা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলবো।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে কাজ বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে এ ব্যাপারে আলোচনা হয়েছে। বিএসএফকে কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সরেজমিন পরিদর্শন করবেন। পতাকা বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
গত ১১ দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে। এর আগে গত ৩১ ডিসেম্বর দহগ্রাম সরকারপাড়া সীমান্ত ও ৭ জানুয়ারি পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের শূন্যরেখার ভেতরে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। সবশেষ ১১ দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ করল।
|
|
|
|
মোঃ রেজাউল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেতাসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শকের বিরুদ্ধে জমি-ব্যবসার বিরোধ নিয়ে একাধিক মামলা দিয়ে একটি পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে।
আজ (৯জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষানবীশ আইনজীবী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে কালন, তার ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার আওয়ামীলীগ নেতা শাহ আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে তার পরিবারের ব্যবসায়িক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধজনিত কারণে জেলা গোয়েন্দা শাখা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক আওয়ামীলীগ নেতা নুরুল ইসলামের কথামতো গত বছরের ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোস্তাফিজুর রহমানকে আটক করে। পরে তাকে জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়। ১২ ডিসেম্বর সরাইল থানায় গত ৪ আগস্টে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার উপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা দেখিয়ে ২৪ জনকে আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন ডিবির এসআই আবু বক্কর ছিদ্দিক। মামলায় মোস্তাফিজুরকে প্রধান আসামী করা হয়। মামলায় তাকে ১২ নভেম্বর দুুপুর শাহবাজপুর থেকে গ্রেপ্তার দেখানো হয়।
তিনি বলেন, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত অসুস্থতাজনিত কারণে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি ছিলাম। ওই বিস্ফোরক মামলায় গত ২৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের আবেদন জেলা কারাগারে পৌঁছার পর একই কুচক্রী মহল দ্বারা প্রভাবিত হয়ে সরাইল থানা থেকে গত ১১ নভেম্বরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে কাগজপত্র পাঠানো হয়। পরে ২৩ ডিসেম্বর উচ্চ আদালত থেকে আমি জামিন নিয়ে কারাগার থেকে বের হই।
তিনি জানান, তাঁর পরিবারের লোকজন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত না। আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম কালন ও ডিবির এসআই বিভিন্নভাবে আমার পরিবারকে অত্যাচার ও হয়রানী করতেছে। তারা ঢাকার উত্তরা পশ্চিম থানায় ৪ আগস্টের ঘটনায় গত ৪ জানুয়ারি দায়ের হওয়া একটি হত্যা মামলায় মোস্তাফিজুরের ৭১বছর বয়সী বৃদ্ধ বাবা সিরাজুলকে ৭১ নম্বর, কৃষকদলের নেতা ইয়ার হোসেনকে ৭২ নম্বর ও মোস্তাফিজুরকে ৭৩নম্বর আসামী করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারের পর আমাকে ছাত্রলীগ নেতা বানানো হয়। কিন্তু আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত মোস্তাফিজুরের বাবা সিরাজুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমি হৃদরোগের রোগী। আমার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আমি উত্তরায় যায়নি ও ওই এলাকা চিনি না। কিন্তু আমাকেও মামলায় আসামী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক ইয়ার হোসেন বলেন, মোস্তাফিজুরকে ছাড়ার জন্য এসআই আবু বক্কর ছিদ্দিক আমার কাছে পাঁচ লাখ টাকা উৎকোচ চেয়েছিল। কিন্তু আমরা কোনো টাকা দেয়নি। সংবাদসম্মেলনে তার বাবা সিরাজ মিয়া (৭১), বোন চিকিৎসক মাহমুদা বেগম, ভগ্নিপতি চিকিৎসক ফয়সাল আহমেদ, চাচাতো ভাই ফয়জুর রহমান ও উপজেলার শাহবাজপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক ইয়ার হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
সরাইল থানার রফিকুল হাসান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই হত্যা মামলার ঘটনার সঙ্গে মোস্তাফিজুরের সম্পৃক্ততা পেয়েছে। মুঠোফোন বন্ধ থাকায় আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম কালনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডিবির এসআই আবু বক্কর ছিদ্দিক বলেন, এসব রাষ্ট্রীয় বিষয়, আমি কিছু বলতে পারব না। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আমি এজাহার জমা দিয়েছি। টাকার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি শুধু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছি।
|
|
|
|
পিংকি রহমান:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ জেলা পর্যায়ের খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ই জানুয়ারি সকাল ১০.৩০টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন বালক দল মুন্সীগঞ্জ সদর এবং বালিকা দল শ্রীনগর উপজেলা।
বিজয়ী ও রানার্সআপ দলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারা আক্তারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল মামুন, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সাইফুল্লাহ ভূইয়া, যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম সিকদার, কেওয়ার সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা সেফালী, ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, চরডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, মালিপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন লিটন, পূর্ব রাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দিদার হোসেন, শিলই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিমউদদীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, সহকারী শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
|
|
|
|
মোহাম্মদ ইয়াসিন:
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন এয্যাম্বুলেন্স আরহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু দুই নারী ও এক পুরুষ রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেরুল ইসলাম জানায়, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পুলিশ টাউন এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের সাথে ধাক্কা লাগলে পেছনে থাকা ঝুমুর পরিবহন নামে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ ও বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনের পেছন দিক থেকে শ্যামলী পরিবহণের আরেকটি বাসে ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকা ৪ জনের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
|
|
|
|
জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর কলাপাড়ার কুমিরমারা গ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে শনিবার বিকেলে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। তখন দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই শিশুকে পটুয়াখালীতে প্রেরণ করেন।
চিকিৎসক নূর আহম্মেদ সাঈদ জানান, শিশুটির যোনিদ্বারে ক্ষত রয়েছে। রক্তক্ষরণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
স্থানীয়রা জানান, একটি মাছের ঘেরে কর্মরত এক শ্রমিক শিশুটির সর্বনাশ করেছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে কলাপাড়া থানার এস আই রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
ভিকটিমের মামা জানান, শিশুটিকে আমরা চিকিৎসা করা নিয়ে ব্যস্ত আছি। একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে সেখানকার একটি মহল হাসপাতালে নিতে গড়িমসি করেছে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল শনিবার বিকেলে হাসপাতালে নিয়ে যায়।
|
|
|
|
জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁয় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিল।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি আব্দুল মান্নান। এরআগে শুক্রবার দিবাগত রাতে শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর থানার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও রানীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় মিঠুন আলী নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন জানায়, গাঁজাগুলো সে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। এঘটনায় মিঠুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে।মিঠুনকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।
এদিকে একই দিনে ডিবির এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইমরান নামের একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।
পুলিশ জানায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ফেন্সিডিল তার হেফাজতে বিক্রির উদ্দেশ্যে মজুদ ছিল।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশের সদস্যরা আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতে ছিল। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, `মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনগণের সহযোগিতা পেলে আমরা দ্রুত মাদক ব্যবসায়ীদের দমন করতে পারব।
|
|
|
|
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে তাল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরফান আলী (৬০) নামের এক গাছিয়ার মৃত্যু হয়েছে। প্রায় ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তালগাছ থেকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা সদর ইউপির কদমা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। উক্ত গাছিয়া নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল আশ্রয় কেন্দ্রের উমিদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আলফান আলী নামের ওই গাছিয়া আদমদীঘির সদর ইউনিয়নের কদমা গ্রামের সরকারি রাস্তার পাশে অবস্থিত তালগাছে উঠে ডাল কাটার সময় পল্লী বিদ্যূতের টানা খোলা তারে একটি ডাল পড়ে গাছিয়া আরফান আলীকে বিদ্যুৎস্পর্শ করে। এতে তিনি গাছেই বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে। এ ঘটনার প্রায় ২ ঘন্টা পর বেলা ১২টায় আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরফান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
|
|
|
|
|
|
সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ |
............................................................................................. |
গার্মেন্টস শিল্পে নারী শ্রমিক ২০-৩০ শতাংশ কমেছে |
............................................................................................. |
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সং*ঘ*র্ষ |
............................................................................................. |
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া নির্বাচিত |
............................................................................................. |
সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে যুক্তরাষ্ট্র থেকে |
............................................................................................. |
ট্রাক্টর চাপায় প্রাণ গেল আল-আমিনের |
............................................................................................. |
পূর্ব শত্রুতার জেরে ৬৫ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ |
............................................................................................. |
বি*ষপানে প্রেমিক যুগলের আ*ত্মহ*ত্যার চেষ্টা |
............................................................................................. |
৭ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করল জনতা |
............................................................................................. |
দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা |
............................................................................................. |
পুলিশ-আ.লীগ মিলে হয়রানি করছে, সংবাদ সম্মেলনে অভিযোগ |
............................................................................................. |
মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত |
............................................................................................. |
সাভারে এ্যাম্বুলেন্স সহ দুটিবাসে ভ*য়াব*হ অ*গ্নিকা*ণ্ডে নিহ*ত ৪ |
............................................................................................. |
লালসার শিকার ৫ বছরের শিশু, ধামাচাপা দিতে ব্যস্ত একটি চক্র |
............................................................................................. |
নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ২ |
............................................................................................. |
তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শ, অতপর... |
............................................................................................. |
১৪ বছর পর ধর্ষ*ণ মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার |
............................................................................................. |
৫ চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যা হাসপাতাল! |
............................................................................................. |
ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহ*ত ১ |
............................................................................................. |
ছেলের পাথরের আঘাতে প্রাণ গেল মা’র |
............................................................................................. |
দীর্ঘ দিন প্রবাসে ছিলেন, দেশে এসে খু*ন হলেন যুবদল নেতা! |
............................................................................................. |
প্রেমিকের নিক্ষিপ্ত এসিডে অবশেষে পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই গৃহবধূ মিলি |
............................................................................................. |
গড়াই নদের তীল থেকে হাত ভা*ঙা লা*শ উদ্ধার |
............................................................................................. |
প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায় |
............................................................................................. |
জমি নিয়ে বিরোধের জেরে যুবককে ছু*রিকাঘা*ত, আহ*ত ৩ |
............................................................................................. |
পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা |
............................................................................................. |
বগুড়ায় ১০ ঘন্টার ব্যবধানে হ*ত্যাসহ ৪ মৃ*ত্যু |
............................................................................................. |
সন্তানের মৃত্যুর খবরে মারা গেলেন শোকাতুর বাবা! |
............................................................................................. |
জাহাজে ৭ খুন: সন্দেহভাজন ইরফান গ্রেপ্তার |
............................................................................................. |
যুবলীগ নেতার বাড়িতে গ*র্তের ভেতর তরুণীকে পু*ড়া*নো হচ্ছিল, অতপর... |
............................................................................................. |
পঞ্চগড়ে আবারো শৈত্যপ্রবাহ, ঠান্ডায় কাঁপছে মানুষ |
............................................................................................. |
পঞ্চগড়ে আবারো শৈত্যপ্রবাহ, ঠান্ডায় কাঁপছে মানুষ |
............................................................................................. |
গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ৩ যুবক, অতপর... |
............................................................................................. |
মোবাইল চুরির অপবাদে প্রাণ বিসর্জন দিলেন যুবক |
............................................................................................. |
সাটুরিয়ায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ |
............................................................................................. |
বৃদ্ধ মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে ভ্রমণ করালেন ছেলে |
............................................................................................. |
আশুলিয়া প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন |
............................................................................................. |
নামাজ পড়তে গিয়ে অটোগাড়ি হারালেন মসজিদের ইমাম |
............................................................................................. |
ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সং*ঘ*র্ষে আহ*ত ১৫ জন |
............................................................................................. |
ভৈরবে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৫ জনের |
............................................................................................. |
পিরোজপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান |
............................................................................................. |
গ্রেফতার এড়াতে ছদ্মবেশে পালিয়ে যান বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরী |
............................................................................................. |
বুদ্ধিজীবী দিবসে পিরোজপুরে পুনাকের শীতবস্ত্র বিতরণ |
............................................................................................. |
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে |
............................................................................................. |
দা*ফনের ৬১ দিন পর স্কুলছাত্রের লা*শ উত্তোলন |
............................................................................................. |
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা |
............................................................................................. |
গাজীপুরের মৌচাকে যুবকের গ*লাকা*টা লা*শ উদ্ধার |
............................................................................................. |
বিএনপির দুইগ্রুপের দ্বন্দ্ব, কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে মারধর! |
............................................................................................. |
পিরোজপুর ৩ ভুয়া র্যাব সদস্য গ্রেফতার |
............................................................................................. |
বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে দিল সন্তানরা, ৩ দিন পর উদ্ধার করে দায়িত্ব নিলেন ওসি |
............................................................................................. |
|