|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
রোহিঙ্গাদের এনআইডি : ইসি কর্মচারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি : নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের এক কর্মচারীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চট্টগ্রামের ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন (৩৫), তার সহযোগী চালক বিজয় দাস (২৬) ও তার বোন সীমা দাস (২৪) ওরফে সুমাইয়া। সীমা দাস চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের আয়া। বাকি দুই আসামির নাম তদন্তের স্বার্থে পুলিশ গোপন রাখা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মামলায় ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তার অফিস সহায়ক জয়নাল আবেদীন, তার দুই সহযোগী বিজয় দাস ও তার বোন সীমা দাশ ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন এবং নির্বাচন কমিশন আইনে মামলাটি করা হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, হাটহাজারী থেকে জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিতে আসা রোহিঙ্গা নারী লাকি আক্তারকে শনাক্তের পর জানা যায়, আঞ্চলিক নির্বাচন অফিসের কেউ কেউ এর সঙ্গে জড়িত। পরে অনুসন্ধান চালিয়ে গত তিনদিনে চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ডাবলমুরিং থানার অফিস সহায়ক জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। পরে তার সহায়তায় বিজয় দাস ও তার বোন সীমা দাসকেও আটক করা হয়। এ সময় জয়নাল আবেদীনের হেফাজতে থাকা নির্বাচন কমিশনের লাইসেন্স করা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
|
চট্টগ্রাম প্রতিনিধি : নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের এক কর্মচারীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চট্টগ্রামের ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন (৩৫), তার সহযোগী চালক বিজয় দাস (২৬) ও তার বোন সীমা দাস (২৪) ওরফে সুমাইয়া। সীমা দাস চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের আয়া। বাকি দুই আসামির নাম তদন্তের স্বার্থে পুলিশ গোপন রাখা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মামলায় ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তার অফিস সহায়ক জয়নাল আবেদীন, তার দুই সহযোগী বিজয় দাস ও তার বোন সীমা দাশ ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন এবং নির্বাচন কমিশন আইনে মামলাটি করা হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, হাটহাজারী থেকে জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিতে আসা রোহিঙ্গা নারী লাকি আক্তারকে শনাক্তের পর জানা যায়, আঞ্চলিক নির্বাচন অফিসের কেউ কেউ এর সঙ্গে জড়িত। পরে অনুসন্ধান চালিয়ে গত তিনদিনে চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ডাবলমুরিং থানার অফিস সহায়ক জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। পরে তার সহায়তায় বিজয় দাস ও তার বোন সীমা দাসকেও আটক করা হয়। এ সময় জয়নাল আবেদীনের হেফাজতে থাকা নির্বাচন কমিশনের লাইসেন্স করা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
|
|
|
|
চট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ১১০০ টন কয়লাবাহী এমভি হেরাপর্বত-৮ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার সকালের এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১২জন নাবিক।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈরি আবহাওয়ায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে এমভি হেরাপর্বত-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটি ১ হাজার ১০০ টন কয়লা বহন করছিল। ঘটনার পর থেকে জাহাজের ১২ নাবিক নিখোঁজ রয়েছেন।
লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, কয়লা নিয়ে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টির মধ্যে উত্তাল সাগরে হেরা পবর্ত-৮ ডুবে যায়।
তিনি বলেন, বন্দরের বর্হিনোঙরে আয়নিক স্পিরিট নামের একটি মাদার ভেসেল থেকে গত পরশু হেরাপবর্ত-৮ এ কয়লা তোলা শুরু হয়। আবহাওয়া খারাপ থাকায় গতকাল জাহাজটি রওনা হতে পারেনি। আজ ভোরের দিকে রওনা হয়ে সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সাগরে দুর্ঘটনায় পড়ে।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামের পটিয়ায় বসতি গেড়েছে ৪২ রোহিঙ্গা।পুলিশ তাদের আটক করেছে। পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন থেকে সোমবার তাদের আটক করে টেকনাফের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন।
আটক রোহিঙ্গাদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ছয়টি শিশু।
ওসি জানান বলেন, আটক করা রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে পটিয়ায় এসে বসতি গড়েছিল। “হাইদগাঁও ইউনিয়নে পাহাড় আছে। পাহাড়ের কাছাকাছি স্থানে তারা কাঁচাঘর তুলে বসতি করেছিল।
“রাতে অভিযান চালিয়ে সেখান থেকে সবাইকে আটক করে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
ওসি বোরহান বলেন, রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে এসে স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়া চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের অপরাধেও তারা জড়িয়ে পড়ে।
এর ধরনের ক্যাম্প পালানো রোহিঙ্গাদের শনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
|
|
|
|
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের মালিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আরমানের (২৫) বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নে। প্রতিবেশী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে থানায়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, গত ১৯ জুলাই এক কিশোরীকে ধর্ষণ করেন বখাটে আরমান। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলেও ধর্ষক আরমান পালিয়ে যান। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরমানের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারী ও ১০টি মামলার আসামি শামসুল আলম প্রকাশ বার্মাইয়া শামসু বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, পলাতক আসামি শামসুকে রবিবার বিকালে হ্নীলা থেকে গ্রেফতার করা হয়। রবিবার রাত দেড়টার দিকে হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় শামসুকে নিয়ে তার আস্তানায় অভিযানে যায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে শামসুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে টেকনাফ মডেল থানার এসআই রাসেল, এএসআই ফয়েজ ও এএসআই আমির আহত হন। এক পর্যায়ে শামসুর সহযোগীরা পালিয়ে যায়। এদিকে পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে সামসু গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে বার্মাইয়া শামসুকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ২০ হাজার ইয়াবা ও ১২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শামসুর বিরুদ্ধে পুলিশ এসল্ট, অস্ত্র, ইয়াবা ও অন্যান্য অপরাধের ১০টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
|
|
|
|
খাগড়াছড়ি জেলা শহরের অনতিদুরে গাছবান এলাকায় দুর্বৃত্তের গুলিতে পিপলু বৈষ্ণব ত্রিপুরা ওরফে রনি (৪১) নামে এক ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা রনিকে তার শ্বশুরবাড়ির সামনে গুলি করে পালিয়ে যায়। রনি খাগড়াছড়ির রামগড় উপজেলার বল্টুরাম টিলা গ্রামের মৃত নিগুমানন্দ বৈষ্ণবের ছোট ছেলে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খাগড়াছড়ি সদর থানার পুলিশের একটি সূত্র জানায়, রনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সামরিক শাখার সাথে সম্পৃক্ত ছিল। তিনি ২০১৬ সালের ১৩ নভেম্বর খাগড়াছড়িতে যৌথ বাহিনী পরিচালিত এক অভিযানে একটি পয়েন্ট টু টু বোরের রাইফেল ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র(ইউপিপিএফ) তৎকালীন সামরিক শাখার প্রধান উজ্জল স্মৃতি চাকমাসহ পিপলু বৈঞ্চব ওরফে রনি ত্রিপুরা গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়।
তবে নিহত রনিকে নিজেদের সাবেক কর্মী দাবি করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা রনিকে হত্যার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থীদের দায়ী করে সাংবাদিকদের বলেন, একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী অবস্থায় রনি জীবনযাপন করছিল।
ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা জানান, এটি তাদের নিজেদের অভ্যন্তরীণ বিরোধের কারণে হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
|
|
|
|
নিজস্ব সংবাদদাতা: টেকনাফ-উখিয়ার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সদ্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, ইয়াবা ব্যবসায়ীদেরকে আগামী ৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় টেকনাফের লামাবাজারে নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদি।
এ সময় তিনি বলেন, উখিয়া-টেকনাফে কোনো ইয়াবা ব্যবসায়ী থাকতে পারবে না। কেউ যদি আত্মসমর্পণ না করে, পরে তাদের পরিণতি ভয়াবহ হবে। টেকনাফের ছেলেহারা মা-বাবা, স্বামীহারা স্ত্রী ও বাবাহারা সন্তানদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।
মতবিনিময় সভায় সংসদ সদস্য শাহিন আকতার ইয়াবা কারবারিদের হুঁশিয়ারি করে বলেন, আত্মসমর্পণ না করলে তাদের দেশ ছাড়তে হবে। এলাকায় তাদের কোনো রেহাই নেই। কোনো ইয়াবা ব্যবসায়ী এলাকায় থাকতে পারবে না। হয় ভালো হয়ে যেতে হবে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, মাদক-ইয়াবা ব্যবসাসহ সব ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব। ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াই চলবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস-চেয়াম্যান রফিক উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দুই মেয়াদের সংসদ সদস্য বদির বিরুদ্ধে ইয়াবা কারবারিদের মদদ দেওয়ার বহু অভিযোগ রয়েছে। ইয়াবা পাচারের ‘হোতা’ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় নাম এসেছিল তার। এ ছাড়া মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন বদির এক বেয়াই।
এসব কারণে সমালোচিত হওয়ায় বদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদিকে মনোনয়ন দেওয়া হয়নি। তার পরিবর্তে স্ত্রী শাহিন আকতার চৌধুরী নৌকার প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার হ্নীলা এলাকার মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনই রোহিঙ্গা যুবক। তবে তাদের নাম জানা যায়নি।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সকালে হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ৫০ হাজার পিস ইয়াবাও পাওয়া গেছে।
নিহত দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, নিহতরা মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটে থাকতে পারে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী খুরের মুখ এলাকার এ ঘটনায় নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, বুধবার বিকেলে গ্রেফতারের পর সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ইমাম শরীফের ছেলে আব্দুর রশিদ ওরফে ডাইল্যা (৪৭) ও একই ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালামকে (৩৩) নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহত দুই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। আব্দুর রশিদ ওরফে ডাইল্যার ৬টি ও আবুল কালামের বিরুদ্ধে ১০টি ইয়াবা ও মানব পাচারসহ বিভিন্ন মামলা রয়েছে।
তিনি জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ, কনেস্টবল রিদয় আহত হন। তারা হাসাপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের ভাষ্য মতে, বুধবার বিকেলে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে সাবরাং খুরের মুখ সমুদ্র সৈকত এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।
পুলিশ আরও জানায়, এসময় গ্রেফতার দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও অত্মরক্ষার্থে ৪৭ রাউন্ড পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্দুক, ২২ রাউন্ড গুলি ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক পাচারকারী নিহত হয়েছে। এ ঘটনায় ৩ র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও বুলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ১৪ নম্বর ব্রিজ এলাকায় টেকনাফ থেকে শহরগামী একটি কাভার্ডভ্যানকে থামার সঙ্কেত দেয় র্যাব। তখন গাড়ি থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক কারবারীরা। র্যাব সদস্যরাও আত্মরক্ষায় গুলিবর্ষণ করে। এতে র্যাবের টেকনাফ ক্যাম্পের কর্পোরাল নুরুল ইসলাম, এএসআই মোহাম্মদ কাশেম, মোহাম্মদ রাশেদ আহত হয়েছে। এক পর্যায়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ, ৪০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
টেকনাফের র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাহ আলম জানান, মাদক বহনকারী গাড়িটি র্যাবের চেকপোস্ট অতিক্রম করার সময় থামার সঙ্কেত দেয়া হয়। এ সময় গাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। র্যাব সদস্যরাও আত্মরক্ষায় গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ, ৪০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠাপানির ছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বলে জানা গেছে। নিহতরা হলেন- ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) ও হাজীর ছেলে আব্দুল্লাহ (৪০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ দুটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার কর। দুইজনই মাদক ব্যবসায়ী। ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
|
|
|
|
নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। কোরিয়ান ইপিজেড এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. ইরফান, আব্দুল লতিফ ও রাজিয়া সুলতানা। এদের মধ্যে ইরফান লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, ইপিজেডের ভেতরে সকালে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসকে ধাক্কা ও দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।
তিনি বলেন, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চমেক হাসপাতালে আনা হলে আরো দুজন মারা যান। এ ঘটনায় আরো ৩০ জন আহত হন।
|
|
|
|
রাঙ্গামাটির লংগদুতে জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মীকে গুলিতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বড়াদম গ্রামের বান্দরতলা এলাকায় এ ঘটনা ঘটে। লংগদু থানার ওসি রঞ্জন কুমার গণমাধ্যমকে এ তথ্য জানান। নিহত বাজা চাকমা (৩৫) ওই ইউনিয়নের পূন্যসেন কারবারীপাড়া গ্রামের সুরেন্দ্র চাকমার ছেলে। ওসি রঞ্জন বলেন, লাশ উদ্ধার করে আপাতত লংগদু থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
|
|
|
চট্টগ্রামের ছাত্রশিবিরের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের ডিসি রোডের শিবিরের মহানগর উত্তর কার্যালয়ে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাব, পুলিশ, ডিবি ও এসবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ও ভবনটি ঘিরে রেখেছে। সিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মেহেদি হাসান জানান, নগর শিবির কার্যালয়ের চারতলা ভবনে ব্লক রেড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনার পর শিবির কার্যালয়ের ছাদে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে কার্যালয় ঘিরে রাখা হয়। তিনি জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট প্রায় এক ঘণ্টার অভিযানের পর ৬টি তাজা ককটেল, বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম ও শিবিরের প্রচারপত্র, চাঁদা বই উদ্ধার করা হয়। এরমধ্যে দ্বিতীয় তলা থেকে ককটেলগুলো পাওয়া যায়।
|
|
|
|
চট্টগ্রাম প্রতিনিধি : ভারী বর্ষণে চট্টগ্রাম নগরে পাহাড় ও দেয়ালধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকা ও পাঁচলাইশ থানার রহমান নগরে এ দুই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফিরোজশাহ কলোনীর বরিশাল ঘোনায় বাসিন্দা একই পরিবারের মা নূর জাহান (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০)। এ ছাড়া নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় পৃথক দেয়াল ধসের ঘটনায় নূরুল আলম নান্টু (৩০) নামে একজন নিহত হন। তিনি রহমান নগরের বাসিন্দা লালমিয়ার ছেলে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা আনসার উদ্দিন বলেন, নগরে প্রায় একই সময়ে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে। রাত আড়াইটার দিকে ফিরোজশাহ কলোনীর বরিশাল ঘোনায় পাহাড় ধসে একই পরিবারের মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুইজনের মরদেহ উদ্ধার করা গেলেও অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। এর আগে রাত পৌনে দুইটার দিকে পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
|
|
|
|
মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি থেকে: মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালের সামনে নির্মানাধীন কালভার্টের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কালভার্টটির নির্মানকাজে পঁচা কংকর রাবিশের সংমিশ্রণ, গ্রেডবিহীন রড, নিম্নমানের পাথর দিয়ে কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসি জানিয়েছে, মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় আনুমানিক ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যায়ে ‘রিপ রিপ দেওয়ান’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্টের কাজ করছে। এলাকাবাসী নি¤œমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার প্রতিবাদ করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক কোন কর্ণপাত করেননি। অভিযোগের ব্যাপারে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক বলেন, তিনি কোন সদুত্তর দিতে পারেননি। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, গণি ব্যাপক অনিয়ম করে কাজটি করছে, এলাকার জনগণ বাদা দিলেও গণি কন্ট্রাক্টর শুনছেনা। আমি এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে একটি ফেসবুকে পোস্ট করেছি।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আখলাকুল আম্বিয়া নির্বাহী সম্পাদক: মাে: মাহবুবুল আম্বিয়া সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: স্বাধীনতা ভবন (৩য় তলা), ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Editorial & Commercial Office: Swadhinota Bhaban (2nd Floor), 88 Motijheel, Dhaka-1000. সম্পাদক কর্তৃক রঙতুলি প্রিন্টার্স ১৯৩/ডি, মমতাজ ম্যানশন, ফকিরাপুল কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত । ফোন : ০২-৯৫৫২২৯১ মোবাইল: ০১৬৭০৬৬১৩৭৭ Phone: 02-9552291 Mobile: +8801670 661377 ই-মেইল : dailyswadhinbangla@gmail.com , editor@dailyswadhinbangla.com, news@dailyswadhinbangla.com
|
|
|
2015 @ All Right Reserved By dailyswadhinbangla.com
|
Developed By: Nytasoft |
|