|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সমুদ্র সৈকতে ফাল্গুন উৎসব
কক্সবাজার প্রতিনিধি : বুধবার ছিলো পহেলা ফাল্গুন । আজ বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এ দুইটি দিনকে ঘিরে কক্সবাজারে অন্তত লাখো পর্যটকের সমাগম হয়েছে।
কেউ প্রিয়জনের সঙ্গে, কেউ বাবা-মা আর কেউবা প্রিয় বন্ধুর সঙ্গে ছুটে এসেছেন বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতের বালিয়াড়িতে বসে সময় কাটানো, সমুদ্র স্নান, বিকেলে প্রিয়জনের পাশে দাঁড়িয়ে সুর্যাস্ত অবলোকনসহ প্রিয়সব মুহুরর্ত যেন রঙিন হয়ে উঠেছে ভালোবাসা আর বাসন্তীর রঙে। আর সমুদ্রের উত্থাল ঢেউয়ের সঙ্গেও যেন চলছে ভালবাসার মিতালী।
এখানে বেড়াতে আসা আঁখি ও সৌরভ দম্পতি বলেন, সাগরের নীল জলরাশি ও প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করার জন্য কক্সবাজারে ছুটে আসা। সাথে যুক্ত হয়েছে বসন্ত ও ভালবাসা দিবস। সবমিলিয়ে প্রিয়জনের সাথে সময়টা ভালই কাটছে।
চট্টগ্রামের সীতাকুন্ড থেকে আসা স্নিগ্ধা রহমান বলেন, এমনিতেই আজ ভালোবাসা দিবস। কিন্তু আমাদের জন্য এই দিনটি আরো স্পেশাল। কারণ তিনবছর আগে এইদিনেই আমাদের বিয়ে হয়েছিল। তাই বিশেষ দিনে প্রিয়জনের সঙ্গে বিশেষ একটি জায়গায় ঘুরে বেড়ানো, সময় কাটানো আসলেই আমার কাছে অন্য রকম অনুভূতি। সত্যিই ভাল লাগছে।
‘ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে সময় কাটানো, আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো আসলেই বিষয়টি খুবই আনন্দের। আর জায়গাটি যদি হয় এই সমুদ্র সৈকতের মতো সুন্দর,তাহলে বুঝতেই পারছেন অনুভূতিটা কেমন হবে’-বলছিলেন ঢাকার গাজীপুর থেকে পর্যটক আলতাফ মাহমুদ।
আরেক পর্যটক শিহাব করিম বলেন, কক্সবাজার এমন একটি জায়গা যেটা পুরানো হয় না। বার বার আসলে মনে হয় যে আবার নতুন করে এসেছি।
পাঁচ তারকা মানের হোটেল সি-গাল’র সিইও শেখ ইমরুল ইসলাম সিদ্দিকী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এবারে বেশ ভালোই সাড়া পড়েছে। পর্যটকদের বাড়তি সেবা দিতে আমাদেরও বিভিন্ন প্রস্তুতি ছিল। তবে এবারে বিশেষ কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন আমাদের হোটেলে নেই। তবুও আমরা আশা করছি ভ্রমণের আনন্দদায়ক এবং ভালো স্মৃতি নিয়েই পর্য়টকেরা ফিরতে পারবেন।
কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফকরুল ইসলাম বলেন, সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা দিতে সার্বক্ষণিক টুরিস্ট পুলিশ কাজ করছে। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এখানে লাখো পর্যটকের সমাগম হয়েছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে লাবনী, সুগন্ধা বিচসহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে বসন্তের ছোঁয়া লেগেছে সৈকত এলাকার ব্যবসায়ীদের মাঝেও। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে বেচা-বিক্রিতে সরগরম লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বার্মিজ মার্কেটগুলো। ফলে ভাল ব্যবসা হওয়ায় দারুণ খুশি তারা।
|
কক্সবাজার প্রতিনিধি : বুধবার ছিলো পহেলা ফাল্গুন । আজ বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এ দুইটি দিনকে ঘিরে কক্সবাজারে অন্তত লাখো পর্যটকের সমাগম হয়েছে।
কেউ প্রিয়জনের সঙ্গে, কেউ বাবা-মা আর কেউবা প্রিয় বন্ধুর সঙ্গে ছুটে এসেছেন বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতের বালিয়াড়িতে বসে সময় কাটানো, সমুদ্র স্নান, বিকেলে প্রিয়জনের পাশে দাঁড়িয়ে সুর্যাস্ত অবলোকনসহ প্রিয়সব মুহুরর্ত যেন রঙিন হয়ে উঠেছে ভালোবাসা আর বাসন্তীর রঙে। আর সমুদ্রের উত্থাল ঢেউয়ের সঙ্গেও যেন চলছে ভালবাসার মিতালী।
এখানে বেড়াতে আসা আঁখি ও সৌরভ দম্পতি বলেন, সাগরের নীল জলরাশি ও প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করার জন্য কক্সবাজারে ছুটে আসা। সাথে যুক্ত হয়েছে বসন্ত ও ভালবাসা দিবস। সবমিলিয়ে প্রিয়জনের সাথে সময়টা ভালই কাটছে।
চট্টগ্রামের সীতাকুন্ড থেকে আসা স্নিগ্ধা রহমান বলেন, এমনিতেই আজ ভালোবাসা দিবস। কিন্তু আমাদের জন্য এই দিনটি আরো স্পেশাল। কারণ তিনবছর আগে এইদিনেই আমাদের বিয়ে হয়েছিল। তাই বিশেষ দিনে প্রিয়জনের সঙ্গে বিশেষ একটি জায়গায় ঘুরে বেড়ানো, সময় কাটানো আসলেই আমার কাছে অন্য রকম অনুভূতি। সত্যিই ভাল লাগছে।
‘ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে সময় কাটানো, আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো আসলেই বিষয়টি খুবই আনন্দের। আর জায়গাটি যদি হয় এই সমুদ্র সৈকতের মতো সুন্দর,তাহলে বুঝতেই পারছেন অনুভূতিটা কেমন হবে’-বলছিলেন ঢাকার গাজীপুর থেকে পর্যটক আলতাফ মাহমুদ।
আরেক পর্যটক শিহাব করিম বলেন, কক্সবাজার এমন একটি জায়গা যেটা পুরানো হয় না। বার বার আসলে মনে হয় যে আবার নতুন করে এসেছি।
পাঁচ তারকা মানের হোটেল সি-গাল’র সিইও শেখ ইমরুল ইসলাম সিদ্দিকী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এবারে বেশ ভালোই সাড়া পড়েছে। পর্যটকদের বাড়তি সেবা দিতে আমাদেরও বিভিন্ন প্রস্তুতি ছিল। তবে এবারে বিশেষ কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন আমাদের হোটেলে নেই। তবুও আমরা আশা করছি ভ্রমণের আনন্দদায়ক এবং ভালো স্মৃতি নিয়েই পর্য়টকেরা ফিরতে পারবেন।
কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফকরুল ইসলাম বলেন, সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা দিতে সার্বক্ষণিক টুরিস্ট পুলিশ কাজ করছে। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এখানে লাখো পর্যটকের সমাগম হয়েছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে লাবনী, সুগন্ধা বিচসহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে বসন্তের ছোঁয়া লেগেছে সৈকত এলাকার ব্যবসায়ীদের মাঝেও। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে বেচা-বিক্রিতে সরগরম লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বার্মিজ মার্কেটগুলো। ফলে ভাল ব্যবসা হওয়ায় দারুণ খুশি তারা।
|
|
|
|
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৪) ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাইন উদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৬টি মামলা রয়েছে।
ওসি মো. আলমগীর হোসেন জানান, চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
|
|
|
|
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নাগরি ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।
উলুখোলা ফাঁড়ির ওসি গোলম মাওলা জানান, রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামে মৃত মাজনুনের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়।
এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পায়। এ সময় ডাকাতদের ধাওয়া করে দুই যুবককে আটক করে গণপিটুনি দেন স্থানীরা। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
|
|
|
|
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সোহেল রানা(৪২)। জেলার পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় গতকাল রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে। র্যাবের দাবি নিহত ব্যক্তি এলাকার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কেশবপুর এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচা করছিল। এ সময় র্যাবের টহল দল উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেল রানাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগজিন ও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় দু’জন র্যাব সদস্যও আহত হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতের মরদেহ জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
|
|
|
|
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান হুব্বা (৫০)। এ ঘটনায় চারজন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত হুব্বা একজন মাদক ব্যবসায়ী।
নিহত মাদকবিক্রেতা শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার মৃত সিরাজ মালিথার ছেলে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ক্যানেলপাড়ায় একদল মাদক বিক্রেতা অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে দুই পাশ থেকে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৮০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
|
|
|
|
পাবনা প্রতিনিধি: পাবনায় বিল দখলকে কেন্দ্র করে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান জানান।
নিহত হাফিজুর রহমান কৈজুরী শ্রীপুর গ্রামের রতন হোসেনের ছেলে এবং লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
হাফিজ এর আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকা) এর আঞ্চলিক নেতা (আতাইকুলা) ছিলেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ওসি বলেন, শ্রীপুর গ্রামের পাশের চতরা বিলের দখলকে কেন্দ্র করে হাফিজের সঙ্গে একই এলাকার সাব্বির হোসেনের বিরোধ চলছিল।
“এর জেরে শনিবার সন্ধ্যায় সাব্বির ও হাফিজের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে হাফিজকে একা পেয়ে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”
স্থানীয়রা জানান, চতরা বিলে লাখ লাখ টাকার মাছ রয়েছে। বর্তমানে বিলে পানি কমে যাওয়ায় বিল দখলে নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে সাব্বির জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি। তিনি বলেন, ঘটনার পর থেকে সাব্বির পলতক রয়েছে। তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
|
|
|
|
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। রোববার ভোরে সোনারগাঁওয়ের আড়াইহাজার সড়কের বৈরাবেরটেক তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহিদুল্লাহ মোক্তার (৪৫) এবং রাজু (৪০) ফাউসা এলাকার জহর আলীর ছেলে।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ভোরে সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৫৫৪৮৩) চারজন ঢাকা থেকে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাপাতাল মর্গে পাঠানো হয়। খাদে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।
|
|
|
|
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগণভূঞা উপজেলায় মালদার ফাউন্ডেশনের পরিচালনায় ও সমাজ উন্নয়ন পরিষদের সহযোগিতায় জাকের হোসেন মালদার ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হয়। উপজেলার ধর্মপুর মালদার বাড়িতে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন মালদার ফাউন্ডেশনের সভাপতি ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সিভিল সার্জন কর্মকর্তা ও উপ-পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালেদ মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা খলিলুর রহমান, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ পাঠান, মালদার ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার আব্দুর রহিম, দাগনভূঞা পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহম্মদ,ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এন এন জীবন, বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ফেনী জেলার সভাপতি মিজানুর রহমান প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় ৩শ নারী, পুরুষ ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করে। তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
|
|
|
|
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ: ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়েক বিজয়নগর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আটজন হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয়জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
|
|
|
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে আয়শা আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে। সে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার ব্যবসায়ী আক্তারুজ্জামান রিটু’র কন্যা ও কালকিনি উপজেলার ডাসার শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে নিহতের বাবা বাদি হয়ে গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। থানা পুলিশ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরীক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে বরিশাল হাসপাতালে প্রেরণ করেছে। প্রেম ঘটিত কারণে আয়শার মৃত্যুর হয়েছে বলে এলাকাবাসী দাবি করছেন। ইউডি মামলায় উল্লেখ করা হয়, কোন কারণ ছাড়াই কলেজ ছাত্রী আয়শা আক্তার (১৮) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্যদের চোখের আড়ালে ওড়ানা দিয়ে বসত ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দেয়। মুমূর্ষ অবস্থায় স্বজনরা আয়শা আক্তারকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে্েক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়শা আক্তারের লাশটি দেখে আত্মহত্যার কোন লক্ষন পাওয়া যায়নি। তাই পোষ্ট মর্টামের (মেডিকেল) রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
|
|
|
|
এম,এ,হান্নান ভোলা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনের এখনও নির্ধারণ হয়নি দিনক্ষণ। নির্বাচন কমিশন শুধু মাত্র ফেব্রুয়ারীতে তফসীল ও মার্চে নির্বাচন হওয়ার কথা বলেছেন। এতে করেই ভোলার লালমোহনে চলছে প্রার্থীদের তোড়জোর। অনেকেই জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীতা। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকেই সম্ভাব্য প্রার্থী রয়েছেন এখানে ছয় জন। এ সংখ্যা আরো বাড়তে পারে। এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর সভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল পঞ্চায়েত ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠিত এনজিও দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়া। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন বলেন, আমি র্দীঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। বর্তমানেও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। আশা করছি দল আমাকেই নমিনেশন দিবে। আরেক প্রার্থী মো. ইউনূছ মিয়া বলেন, ইউনূছ মিয়া বলেন, আমি দীর্ঘ দিন সাধারণ মানুষের সেবা করছি। যদি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে দায়িত্বে থেকে সাধারণ মানুষের জন্য আরও কাজ করতে চাই। তবে দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই সকলে কাজ করবেন বলে জানিয়েছেন অন্যান্য প্রার্থীরা। চূড়ান্তভাবে কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী সেদিকেই তাকিয়ে আছেন এখানের ভোটাররা।
|
|
|
|
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় একজন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মইজুদ্দিন আহমেদ টুলু (৪৫)। পুলিশের দাবী দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী টুলু নিহত হয়েছে। বুধবার সকালে তালা উপজেলার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে রাস্তার ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত সামছুল হক সরদারের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, ভোরে তিনি খবর পান যে তালার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে রাস্তার ধারে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন আগের রাতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় টুলু নিহত হয়েছে। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন লাশটির কাছেই পড়েছিল ১৬০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল সেট। পুলিশ আরও জানায়, টুলু একজন চিহ্ণিত মাদক ব্যবসায়ী। ময়না তদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত মইজুদ্দিন টুলুর স্ত্রী রহিমা বেগম ওরফে রেখা জানান, তার স্বামী আগে মাদক ব্যবসা করলেও এখন তিনি একজন রড সিমেন্ট ব্যবসায়ী। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় ২০ হাজার টাকাসহ মোটর সাইকেলে তিনি সাতক্ষীরা যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় কয়েক ব্যক্তি। তাদের কাছে একটি প্রাইভেট কার ছিল। স্থানীয় একটি দোকানের সিসিটিভিতে তার ছবিও ধারন করা রয়েছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকায় ১৪ জানুয়ারি তিনি সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেন(জিডি নম্বর ৬৫২ তারিখ ১৪.০১.১৯)। পুলিশ আরো জানায়, ২০১৪ সালের ১১ নভেম্বর রাতে সাতক্ষীরার গজালিয়া বিলে চোরাচালান বিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আমিনুল ইসলাম ও আবদুর রহিম দায়ের কোপে আহত হন। এ ঘটনায় মইজুদ্দিন আহমেদ টুলুর বিরুদ্ধে মামলা হয়। এ মামলা এখনও বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে মাদক পাচারের আরও মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
|
|
|
|
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী কালিপুরা এলাকার মেঘনায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মাটিবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। আজ বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বরাত দিয়ে গজারিয়া থানার ওসি হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলটি চাঁদপুরের মতলব উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার সীমান্তবর্তী কালিয়াপুর এলাকার মেঘনা নদীতে।
মঙ্গলবার ভোররাতে কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি নিয়ে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় যাচ্ছিলেন ২৫-৩০ শ্রমিক। ভোররাত সাড়ে ৩টার দিকে ট্রলারটি কালিয়াপুর নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার তাদের ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে অন্যরা সাঁতারে প্রাণে বাঁচলেও এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ২০ জনের মধ্যে ১৮ জনের নাম-পরিচয় জানা গেছে। ১৮ জনের মধ্যে ১৭ জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এবং একজনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বুধবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান ওসি।
নিখোঁজ ২০ জনের মধ্যে ১৮ জনের পরিচয় মিলেছে, তারা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুণ্ডুমালা গ্রামের গোলাই প্রামাণিকের ছেলে সোলেমান হোসেন, জব্বার ফকিরের ছেলে আলিফ হোসেন ও মোস্তফা ফকির, গোলবার হোসেনের ছেলে নাজমুল হোসেন-১, আব্দুল মজিদের ছেলে জাহিদ হোসেন, নূর ইসলামের ছেলে মানিক হোসেন, ছায়দার আলীর ছেলে তুহিন হোসেন, আলতাব হোসেনের ছেলে নাজমুল হোসেন-২, লয়ান ফকিরের ছেলে রফিকুল ইসলাম, দাসমরিচ গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওমর আলী ও মান্নাফ আলী, তোজিম মোল্লার ছেলে মোশারফ হোসেন, আয়ান প্রামাণিকের ছেলে ইসমাইল হোসেন, সমাজ আলীর ছেলে রুহুল আমিন, মাদারবাড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে আজাদ হোসেন, চণ্ডিপুর গ্রামের আমির খান ও আব্দুল লতিফের ছেলে হাচেন আলী এবং উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রহমত আলী।
|
|
|
|
নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুম্মান হোসেন রোমিও (২৮) এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি তার নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে সদরের কাড়ারবিল এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
নিহত রোমিও নড়াইল সদরের মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশের দাবি, নিহত রোমিও একজন শীর্ষ সন্ত্রাসী।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন। তিনি জানান, গোপন খবর পেয়ে নড়াইল সদরের কাড়ারবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এসময় গুলিবিদ্ধ হন রোমিও। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
|
|
|
|
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুরের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী অপু (২২), রিজন সালেহিন (২৮) ও পরশ (২৫)।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রো যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
|
|
|
|
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল সকালে ১০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রোতা পলাশ আলি মল্লিককে (৩২) গ্রেফতার করেছে। এ ঘটনায় মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার জানান, পুলিশের এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর পশ্চিম বার্থী ৭৫ ফুট ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় মাদক বিক্রোতা পলাশ আলি মল্লিক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে পলাশ আলি মল্লিককে আটক করে। পলাশের স্বীকারোক্তি অনুযায়ী তার বডি থেকে ১০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে ১০ বোতল ফেনসিডিল পুলিশ জব্দ করেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বাদি হয়ে মাদক বিক্রেতা পলাশ আলি মল্লিককে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেন। পুলিশ গ্রেফতারকৃতকে মঙ্গলবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আখলাকুল আম্বিয়া নির্বাহী সম্পাদক: মাে: মাহবুবুল আম্বিয়া সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: স্বাধীনতা ভবন (৩য় তলা), ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Editorial & Commercial Office: Swadhinota Bhaban (2nd Floor), 88 Motijheel, Dhaka-1000. সম্পাদক কর্তৃক রঙতুলি প্রিন্টার্স ১৯৩/ডি, মমতাজ ম্যানশন, ফকিরাপুল কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত । ফোন : ০২-৯৫৫২২৯১ মোবাইল: ০১৬৭০৬৬১৩৭৭ Phone: 02-9552291 Mobile: +8801670 661377 ই-মেইল : dailyswadhinbangla@gmail.com , editor@dailyswadhinbangla.com, news@dailyswadhinbangla.com
|
|
|
2015 @ All Right Reserved By dailyswadhinbangla.com
|
Developed By: Nytasoft |
|