গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত হয়েছেন। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা এলাকার সাবিক মিয়া (১৮), আব্দুল্লাহ মিয়া (১৬) ও সুমন মিয়া (১৬)। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পানিতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, তিন কিশোর ময়দারহাটা এলাকা থেকে মোটরসাইকেলে গোবিন্দগঞ্জের কামদিয়ার দিকে যাচ্ছিল। দুপুরে পানিতলা নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন কিশোর নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।