বিয়ে করেছেন ক্যানসার আক্রান্ত হিনা খান
স্বাধীন বাংলা ডেস্ক:
ক্যানসার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না বলিউড অভিনেত্রী হিনা খানকে। মরণব্যাধি এ রোগকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি। কখনো হেঁটেছেন মার্জার সরণি ধরে, আবার কখনো ফটোশুটে মেলে ধরেছেন নিজেকে।
হিনা খানের সময়টা কঠিন। আর এই পরিস্থিতিতে সর্বক্ষণ যিনি রয়েছেন হিনার পাশে, তিনি হলেন প্রেমিক সিনেমা প্রযোজক-ব্যবসায়ী রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। এবার কি সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ প্রেমিক যুগল? কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন অভিনেত্রী হিনা খান। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এ প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাতে হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন ভক্ত-অনুরাগীরা।
২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি সয়সওয়াল। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথমবার দেখা যায় রকিকে। তার পর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গেছে এ প্রেমিক যুগলকে।
গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী হিনা খান বলেন, তার কাছে বিয়েটা কেবলই আচার। এ মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে তাদের জীবনে। আগামী দুই-তিন বছরের মধ্যেই বিয়ে করার ইচ্ছা আছে তার।
কিন্তু এর মধ্যে কঠিন অসুখে জড়িয়ে পড়েন হিনা। ক্যানসারে আক্রান্ত হন তিনি।
|
স্বাধীন বাংলা ডেস্ক:
ক্যানসার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না বলিউড অভিনেত্রী হিনা খানকে। মরণব্যাধি এ রোগকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি। কখনো হেঁটেছেন মার্জার সরণি ধরে, আবার কখনো ফটোশুটে মেলে ধরেছেন নিজেকে।
হিনা খানের সময়টা কঠিন। আর এই পরিস্থিতিতে সর্বক্ষণ যিনি রয়েছেন হিনার পাশে, তিনি হলেন প্রেমিক সিনেমা প্রযোজক-ব্যবসায়ী রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। এবার কি সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ প্রেমিক যুগল? কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন অভিনেত্রী হিনা খান। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এ প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাতে হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন ভক্ত-অনুরাগীরা।
২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি সয়সওয়াল। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথমবার দেখা যায় রকিকে। তার পর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গেছে এ প্রেমিক যুগলকে।
গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী হিনা খান বলেন, তার কাছে বিয়েটা কেবলই আচার। এ মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে তাদের জীবনে। আগামী দুই-তিন বছরের মধ্যেই বিয়ে করার ইচ্ছা আছে তার।
কিন্তু এর মধ্যে কঠিন অসুখে জড়িয়ে পড়েন হিনা। ক্যানসারে আক্রান্ত হন তিনি।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
বেশ দীর্ঘ একটা বিরতির পর সংগীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এমনকি দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গানও। কিন্তু এমন সময় হঠাৎ ঘটে দূর্ঘটনা। মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। গান গাইতে গাইতেই লুটে পড়েন স্টেজে। পরবর্তীতে তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।
জনপ্রিয় এই সংগীত তারকার অসুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান।’
এসময় জাহাঙ্গীর আরও বলেন, ‘এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’
সম্প্রতি ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর গত শুক্রবার মঞ্চে ফিরেছিলেন সাবিনা। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে শনিবারও একই মঞ্চে গাওয়ার কথা এই বরেণ্য শিল্পীর। কিন্তু আয়োজকেরা জানিয়েছেন, কালকের অনুষ্ঠানে গাওয়ার দরকার নেই তার। আপাতত শিল্পী বিশ্রাম করুক, এমনটাই সবার চাওয়া।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
‘বিলডাকিনি’ ছবির প্রথম পোস্টার উন্মোচন করলেন গুণী অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রম ধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করেন সকলে-ঘোষণা করলেন মুক্তিযাত্রা।
এ সময় জানানো হয় ছবিটি আগামী ২৪ জানুয়ারী দেশের সকল সিনেপ্লেক্স সহ আরও কিছু হলে মুক্তি পেতে যাচ্ছে।
পোস্টারে চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা মোশারররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকে। এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের বড়পর্দায় অভিষিক্ত হন পার্নো।
পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে ছবিটির মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ প্রমুখ।
পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, “ছবিটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারন হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি। এই সিনেমাটা আপনারা দেখবেন সে প্রত্যাশা করি একটাই কারণে সেটা হচ্ছে এটা আমাদের গল্প আমাদের সিনেমা।”
“আপনারা সবসময় আমাদের কাজগুলোকে ভালোবেসে এসেছেন বলেই আমরা কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। আমরা দেশের কথা বলতে চাই, সমাজের কথা বলতে চাই। আমাদের সেই বলতে চাওয়ার পেছনের কারণটা আপনারা। কামনা করছি এবারও আপনারা আপনাদের ভূমিকাটা রাখবেন আমাদের সিনেমা নির্মাণের ক্ষেত্রে।”-যোগ করেন মোশাররফ করিম।
বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি।
নির্মাতা ফজলুল তুহিন বলেন, “একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প এটি। চিরায়ত বাংলার রূপ মানুষ দেখতে পাবে এই ছবিতে, এবং একইসঙ্গে মানুষের চিরায়ত দুঃখও দেখতে পাবে। যেখানে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণার সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুপ্রেরণা মিশে গেছে।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। ছবির শ্যুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।
|
|
|
|
সিলেট ব্যুরো:
সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তবে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। পরে তিনি সিলেট থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’
চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গণে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
ভারতের রাজনীতির জগতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেয়েছেন ‘চাণক্য’ তকমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেও, তার ভূমিকাও কিছু কম নয়। এমনও দেখা গিয়েছে, সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নীরব থেকেছেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বার দেশের ‘হনুমান’ আখ্যা দিলেন বরুণ ধওয়ান। শুনে বিগলিত স্বয়ং শাহও।
নিজের আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ। সেই ছবি ঘিরেই এক আলোচনাসভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে, রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।
এ উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ, আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন। অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।’
এই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া দেন নেটাগরিকেরা। নিন্দুকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে!
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’। এই প্রথম ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে জোট বাঁধলেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিক গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সালমান খানেরও একটি ক্যামিয়ো রয়েছে এই ছবিতে। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যেনো মিথ্যাচারের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। বাংলাদেশ নিয়ে ক্রমাগত নির্লজ্জ ও উলঙ্গ মিথ্যাচার করেই যাচ্ছে। এবার বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে মিথ্যাচার করল ভারতীয় মিডিয়া।
অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে এই তথ্য দাবি করা হয়। এরপর একে একে হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চলের ‘গৃহবন্দি’র খবর প্রচার করা হয়। যা নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ এ সংবাদ দেখে রীতিমতো তাজ্জব হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে অভিনেতা জানিয়েছেন, এই সংবাদ একেবারেই মিথ্যা।
ভারতীয় প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল। দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার। কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাসদস্যরা বিমানে উঠে চঞ্চলের কাছে জানতে চান— তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে অভিনেতা বলেন, কাজের জন্যই নিউইয়র্ক যাচ্ছেন তিনি। এরপরই নাকি অভিনেতাকে বিমান থেকে নামিয়ে গৃহবন্দি করা হয় তাকে। বর্তমানে নিজের বাড়িতেই রয়েছেন চঞ্চল।
তবে ভারতীয় গণমাধ্যমগুলোর এসব মনগড়া প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র কিংবা চঞ্চলের বক্তব্য তুলে ধরেনি। এমনকি অভিনেতার ঘনিষ্ঠ কারও বক্তব্যও উল্লেখ নেই সংবাদে।
মিথ্যাচারে পরিপূর্ণ এ সংবাদ নিয়ে মুখ খুলেছেন চঞ্চল চৌধুরী। অভিনেতা বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
ঢাকাই সিনেমসার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। দারুন সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা। মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা।
ইতোপূর্বে বেশ কিছু নায়াক-কায়িকার নাম রাজনীতিতে যুক্ত হয়েছে। এবার সেই কাতারে যুক্ত হলো নায়িকা পূজা চেরির নাম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য। এ নিয়ে কথা বলেছেন এ নায়িকা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাতটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে এই নায়িকা উল্লেখ করে বলেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’
তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
হাসিনা সরকারের পতনের পর অনেকটা অন্তরালে ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও কাটেনি। এদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। কন্টেন্ট ক্রিয়েটর রাইসাকে তিনি বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি।
শোনা যাচ্ছে, তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এতো দিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবিতে ছয়লাব নেটদুনিয়া।
তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি। রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে গুঞ্জন চলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।
তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় বেশ প্রভাব ছিলো জয়ের। কিন্তু স্বৈরাচার হাসিনার পতনের পর ক্রমেই পৃথিবী ছোটে হয়ে আসছে তার। বৈষম্যবিরোধী আন্দোলনে তার নিরব ভূমিকার কারণে অনেকটাই হেনস্তা হতে হয়েছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিও করা হয়েছে তাকে। এছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও নাকি কাজ হারাচ্ছেন তিনি। সম্প্রতি এমন একটি অভিযোগ সামনে এনেছেন জয়।
জয়ের দাবি, গত ১০ অক্টোবর ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অন্যতম প্রধান একটি চরিত্রে কাজ করলেও সিরিজটির প্রচারণায় তাকে রাখা হয়নি।
বিষয়টি নিয়ে জয় অভিযোগ করেন, এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক এবং প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।
জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কী? তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি এবং আমার অবস্থান পরিষ্কার করেছি।
তবুও এসব ঘটনায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন জানিয়ে অভিনেতা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!
এদিকে রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায়, এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি।
সেই প্রসঙ্গ টেনে জয় বলেন, একদিন রাফি ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
অভিনেত্রী রাগিণী খান্না। সম্প্রতি তার মূল ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই আবার তিনি তার সিদ্ধান্ত বদল করে আবারো পোস্ট করেছেন। তিনি তার আগের ধর্মে ফিরে যাওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেছিলেন, ধর্মান্তরকরণ করিয়েছেন তিনি। এখন থেকে খ্রিস্টধর্ম মেনে চলবেন তিনি।
২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই ‘পোস্ট’ উধাও! নতুন ‘পোস্টে’ তিনি জানিয়েছেন, তিনি পুনরায় নিজের শিকড়, হিন্দুধর্মেই ফিরে এসেছেন। ধর্মান্তরণের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।
লিখেছেন, “আমি রাগিণী খান্না, সবার কাছে ক্ষমাপ্রার্থী। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করছি আমি।”
ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান, রাগিণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। সম্ভবত চুকিদার বাহাদুর নামে কোনো ব্যক্তি অভিনেত্রীর সামাজিকমাধ্যম ব্যবহার করছেন। তবে ঘটনার কোনো প্রমাণ নেই। কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। সত্যিই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে, না কি পোস্ট করার পর অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন, তা নিয়ে ধন্দে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।
|
|
|
|
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর মাতিয়ে গেলেন তরুণদের হার্ডথ্রব সংঙ্গীত শিল্পী পড়শী। শনিবার সন্ধায় নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিন ব্যাপী ক্ষুদ্র কুটির ও বৈশাখী মেলায় জমকালো সাস্কৃতিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন। রাত ৯টায় জনপ্রিয় কন্ঠশিল্পী পড়শী পারফর্ম করতে মঞ্চে উঠেন।
‘ও আমার বন্ধু গো চীর সাথী পথ চলা, তোমারি জন্য গড়েছি আমি মঞ্জিল ভালবাসা’, গানটি প্রথমে গেয়েই মাতিয়ে তুলেন হাজার হাজার দর্শক। তার কন্ঠে কন্ঠ মিলিয়ে গাইতে থাকেন হাজার হাজার উৎসুক যুবক যুবতিরা। কিছুক্ষণের জন্য তারা হারিয়ে যায় অন্য জগতে। খুশি ও আনন্দে আত্মহারা হয়ে পড়ে দর্শক। এর পর একে একে পরিবেশন করেন ‘তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে’, ‘ওরে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’, ‘এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়’, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন আমার যায়, মত তুমুল জনপ্রিয় ও শ্রোতা প্রিয় গানগুলি।
বৈশাখী মেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোন্ধা সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু ও নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল প্রমুখ।
|
|
|
|
স্বাধীন বাংলা বিনোদন:
রাজধানীর একটি ব্যস্ততম কাঁচাবাজার। শাক-সবজী, মাছ-মাংশ নিত্য প্রয়োজনীয় দোকানের জনসমাগমের ভেতরই হঠাৎ ফোকসম্রাজ্ঞী মমতাজকে হঠাৎ দেখতে পাওয়া গেল রাজধানীর একটি কাঁচাবাজারে। একদল বাউল নিয়ে হাঁটতে হাঁটতে গাইছেন-বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমিতো ভাই কিছুই বুঝি না।
দৃশ্যটি কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতে টিএম রেকর্ডসের ব্যানারে ফোকসম্রাজ্ঞী মমতাজের ঈদ ধামাকা ‘তেজপাতা’ গানের। ঈদ উপলক্ষে ১০ মার্চ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, “বহুদিন পরে ঈদে একটা নতুন গান করলাম। বাংলাদেশের সংগীত নিয়ে যে মানুষটির সবচেয়ে বড় অবদান সে তাপস ভাইয়ের টিএম রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হল। তাকে ধন্যবাদ আমার ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেয়ার জন্য। এটি নি:সন্দেহে শ্রোতাদের জন্য বড় ঈদ ধামাকা।”
মমতাজ আরও বলেন, “ আমাদের দেশের জনপ্রিয় ফোকগানগুলো যেমন সহজ, মানুষের মুখে মুখে থাকে। তেমনি এ গানের কথাগুলোও এত চমৎকার। এরকমই সুহজ সুন্দর। অল্প সময় নিয়ে মজা করে গানটির শুটিং করেছি। একটি কাঁচাবাজারে। ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে গানটি।”
কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু, জেমস, হাসানসহ অসংখ্য গুণী শিল্পীর অগণিত জনপ্রিয় মিউজিক ভিডিওর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন নিজের এ গানটির মধ্য দিয়ে। প্রকাশের পরপরই ইতিমধ্যে শ্রোতাদের কানে ঝড় তুলেছে গানটি।
|
|
|
|
বিনোদন ডেস্ক : ঋদ্ধি ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং অমিত দাশগুপ্ত (কে-২) পরিচালিত কলকাতার নতুন বাংলা ছবি ‘‘ঘায়েল” এর সর্বশেষ ডুয়েট গানটির রেকডিং শেষ হলো কলকাতার একটি নামকরা স্টুডিওতে । গানটি রোমান্টিক এবং ওয়েস্টান প্যাটানে সুর করেছেন কলকাতার জনপ্রিয় সুরকার সৌমিক। ডুয়েট এই গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি ওমর ফারুক ও কলকাতার মধুমিতা ঘোষ।
গানটি সম্পর্কে কন্ঠশিল্পী ওমর ফারুক বলেন, কলকাতার কোন সিনেমায় এটাই আমার প্রথম প্লেব্যাক । গানটির কথা এবং সুর অত্যন্ত রোমান্টিক এবং সময় উপযোগী । গানটি যে কেউ একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে। আশা করছি গানটির কথা ও সুর সকল শ্রেনীর দর্শকদের হৃদয় ছুয়ে যাবে।
ছবিটি মূলত এ্যাকশন ও রোমান্সে ভরপুর । সংগীত পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক অসিম রায়। সিনেমাটিতে চারটি গান রয়েছে। এছাড়া ছবিটির অন্যান্য গানে কন্ঠ দিয়েছেন নদিয়ার বিখ্যাত বাউল শিল্পি শরিফুল ইসলাম, ঝাড়খন্ডের নির্মাল্য রাজ, কুমার পলাশ, পিউ গায়েন, সুমিত্রা সোম ও ইন্দ্রানী ব্যানার্জি। কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অসিম দাস বাংলাদেশের কন্ঠশিল্পী ওমর ফারুক সম্পকে বলেন- ওয়েষ্টান প্যাটানের এই গানটির গায়কিতে আমি যা আশা করেছিলাম তার চেয়েও অনেক ভাল গেয়েছেন বাংলাদেশের কন্ঠ শিল্পী ওমর ফারুক । বিশেষ করে কন্ঠশিল্পি ফারুক ভাই দারুন সুরে গান করেন এটা আমার খুব ভাল লেগেছে ।
সিনেমার পরিচালক অমিত দাশ গুপ্ত (কে-২) কন্ঠ শিল্পি ওমর ফারুক সম্পর্কে বলেন, ঘায়েল মুভিটি আমার পরিচালিত চার নম্বর মুভি। আমি ট্যালেন্ট নবাগতদের নিয়ে কাজ করতে বেশী পছন্দ করি। প্রথম বাংলাদেশের একটি টেলিভিশন লাইফ প্রগ্রামে ফারুক ভাইয়ের গান শুনে মনে হয়েছে সে একজন মাল্টি ট্যালেন্ট কন্ঠশিল্পী। তার কন্ঠে যে সুর রয়েছে তা আমাদের কলকাতার শিল্পিদের সাথে দারুন যায়।তার ভয়েজটা অনেকটা ইন্ডিয়ান প্যাটানের। তারপর তার সাথে যোগাযোগ করলে সে রাজি হয়ে যায়। এক কথায় বলব ফারুক ভাই অসাধারন একজন ভাল মনের মানুষ এবং অসাধারন গান করেন। ইতিমধ্যে ফারুক ভাই ও মধুমিতা ঘোষের গাওয়া এই গানটি সম্পূর্ন চিত্রয়িত হয়েছে দার্জিলিয়ের বিভিন্ন লোকেশনে।
‘‘ঘায়েল” ছবিতে নবাগত নায়ক হিসেবে অভিনয় করেছেন সুদর্শন নায়ক সৌর এবং নায়িকা ঋদ্ধি ও রিয়া। এছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন সঞ্জীব সরকার, সান্তনা বসু প্রমুখ। ছবিটির শুটিং শেষের পথে, খুব শীঘ্রই সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে শুভ মুক্তির প্রতিক্ষায় ।
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির নানা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান পরীমনির নানা শামসুল হক গাজী মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী পোস্টে জানান, ভোর ৪টায় গুলশানের আজাদ মসজিদে মরদেহের গোসল দিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে নানার লাশ নিয়ে রওয়ানা হন পরীমনি। পিরোজপুরেই তাকে শায়িত করা হবে।
শামসুল হক গাজী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। পরীমনি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। গত মাসে একটা অপারেশন হয়েছে তার। অপারেশনের আগের দিন পরীমনি হাসপাতালে রাজ্যর (পরীমনির ছেলে) সঙ্গে হাস্যজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। মা-বাবা হারা পরীমনির একমাত্র অভিবাবক ছিলেন এই নানা। ছোট কালেই মা-বাবাকে হারান পরীমনি। পরে নানা শামসুল হক গাজীর কাছে তিনি লালিত হন।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক : অনেক দিন ধরেই তারকা দম্পতি রাজ-পরীর সর্ম্পক ভালো যাচ্ছিলো না। সংসারে ভাঙনের সুর বেজেছে অনেক আগেই। এবার রাজকে ডির্ভোস লেটার পাঠালেন পরীমণি।
সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর (রবিবার) আইনজীবীর কার্যালয়ে গিয়েছিলেন পরীমণি। এরপর সেখানে আইনজীবীর পরামর্শ অনুসারে ডিভোর্স লেটার তৈরি করে ১৮ সেপ্টেম্বর (সোমবার) রাজের কাছে সেটি পাঠিয়েছেন তিনি।
ডিভোর্স লেটারে রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি।
তবে এ বিষয়ে জানতে রাজকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আর পরীমণির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে গত জুন মাসের প্রথমে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন রাজ বলেছিল, সে এই বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
বেশ কয়েক দিন ধরে নাটকপাড়ায় উত্তাল ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যুতে। সম্প্রতি তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করল নাটকপাড়ার অভিভাবক সংগঠন ডিরেক্টরস গিল্ড। সোমবার (২১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।
জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।
সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।
|
|
|
|
|
|
|