ধর্মান্তরিত হওয়া অভিনেত্রীর আবারও ধর্ম বদল
স্বাধীন বাংলা ডেস্ক:
অভিনেত্রী রাগিণী খান্না। সম্প্রতি তার মূল ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই আবার তিনি তার সিদ্ধান্ত বদল করে আবারো পোস্ট করেছেন। তিনি তার আগের ধর্মে ফিরে যাওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেছিলেন, ধর্মান্তরকরণ করিয়েছেন তিনি। এখন থেকে খ্রিস্টধর্ম মেনে চলবেন তিনি।
২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই ‘পোস্ট’ উধাও! নতুন ‘পোস্টে’ তিনি জানিয়েছেন, তিনি পুনরায় নিজের শিকড়, হিন্দুধর্মেই ফিরে এসেছেন। ধর্মান্তরণের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।
লিখেছেন, “আমি রাগিণী খান্না, সবার কাছে ক্ষমাপ্রার্থী। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করছি আমি।”
ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান, রাগিণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। সম্ভবত চুকিদার বাহাদুর নামে কোনো ব্যক্তি অভিনেত্রীর সামাজিকমাধ্যম ব্যবহার করছেন। তবে ঘটনার কোনো প্রমাণ নেই। কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। সত্যিই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে, না কি পোস্ট করার পর অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন, তা নিয়ে ধন্দে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।
|
স্বাধীন বাংলা ডেস্ক:
অভিনেত্রী রাগিণী খান্না। সম্প্রতি তার মূল ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই আবার তিনি তার সিদ্ধান্ত বদল করে আবারো পোস্ট করেছেন। তিনি তার আগের ধর্মে ফিরে যাওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেছিলেন, ধর্মান্তরকরণ করিয়েছেন তিনি। এখন থেকে খ্রিস্টধর্ম মেনে চলবেন তিনি।
২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই ‘পোস্ট’ উধাও! নতুন ‘পোস্টে’ তিনি জানিয়েছেন, তিনি পুনরায় নিজের শিকড়, হিন্দুধর্মেই ফিরে এসেছেন। ধর্মান্তরণের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।
লিখেছেন, “আমি রাগিণী খান্না, সবার কাছে ক্ষমাপ্রার্থী। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করছি আমি।”
ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান, রাগিণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। সম্ভবত চুকিদার বাহাদুর নামে কোনো ব্যক্তি অভিনেত্রীর সামাজিকমাধ্যম ব্যবহার করছেন। তবে ঘটনার কোনো প্রমাণ নেই। কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। সত্যিই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে, না কি পোস্ট করার পর অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন, তা নিয়ে ধন্দে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।
|
|
|
|
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর মাতিয়ে গেলেন তরুণদের হার্ডথ্রব সংঙ্গীত শিল্পী পড়শী। শনিবার সন্ধায় নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিন ব্যাপী ক্ষুদ্র কুটির ও বৈশাখী মেলায় জমকালো সাস্কৃতিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন। রাত ৯টায় জনপ্রিয় কন্ঠশিল্পী পড়শী পারফর্ম করতে মঞ্চে উঠেন।
‘ও আমার বন্ধু গো চীর সাথী পথ চলা, তোমারি জন্য গড়েছি আমি মঞ্জিল ভালবাসা’, গানটি প্রথমে গেয়েই মাতিয়ে তুলেন হাজার হাজার দর্শক। তার কন্ঠে কন্ঠ মিলিয়ে গাইতে থাকেন হাজার হাজার উৎসুক যুবক যুবতিরা। কিছুক্ষণের জন্য তারা হারিয়ে যায় অন্য জগতে। খুশি ও আনন্দে আত্মহারা হয়ে পড়ে দর্শক। এর পর একে একে পরিবেশন করেন ‘তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে’, ‘ওরে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’, ‘এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়’, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন আমার যায়, মত তুমুল জনপ্রিয় ও শ্রোতা প্রিয় গানগুলি।
বৈশাখী মেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোন্ধা সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু ও নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল প্রমুখ।
|
|
|
|
স্বাধীন বাংলা বিনোদন:
রাজধানীর একটি ব্যস্ততম কাঁচাবাজার। শাক-সবজী, মাছ-মাংশ নিত্য প্রয়োজনীয় দোকানের জনসমাগমের ভেতরই হঠাৎ ফোকসম্রাজ্ঞী মমতাজকে হঠাৎ দেখতে পাওয়া গেল রাজধানীর একটি কাঁচাবাজারে। একদল বাউল নিয়ে হাঁটতে হাঁটতে গাইছেন-বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমিতো ভাই কিছুই বুঝি না।
দৃশ্যটি কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতে টিএম রেকর্ডসের ব্যানারে ফোকসম্রাজ্ঞী মমতাজের ঈদ ধামাকা ‘তেজপাতা’ গানের। ঈদ উপলক্ষে ১০ মার্চ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, “বহুদিন পরে ঈদে একটা নতুন গান করলাম। বাংলাদেশের সংগীত নিয়ে যে মানুষটির সবচেয়ে বড় অবদান সে তাপস ভাইয়ের টিএম রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হল। তাকে ধন্যবাদ আমার ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেয়ার জন্য। এটি নি:সন্দেহে শ্রোতাদের জন্য বড় ঈদ ধামাকা।”
মমতাজ আরও বলেন, “ আমাদের দেশের জনপ্রিয় ফোকগানগুলো যেমন সহজ, মানুষের মুখে মুখে থাকে। তেমনি এ গানের কথাগুলোও এত চমৎকার। এরকমই সুহজ সুন্দর। অল্প সময় নিয়ে মজা করে গানটির শুটিং করেছি। একটি কাঁচাবাজারে। ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে গানটি।”
কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু, জেমস, হাসানসহ অসংখ্য গুণী শিল্পীর অগণিত জনপ্রিয় মিউজিক ভিডিওর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন নিজের এ গানটির মধ্য দিয়ে। প্রকাশের পরপরই ইতিমধ্যে শ্রোতাদের কানে ঝড় তুলেছে গানটি।
|
|
|
|
বিনোদন ডেস্ক : ঋদ্ধি ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং অমিত দাশগুপ্ত (কে-২) পরিচালিত কলকাতার নতুন বাংলা ছবি ‘‘ঘায়েল” এর সর্বশেষ ডুয়েট গানটির রেকডিং শেষ হলো কলকাতার একটি নামকরা স্টুডিওতে । গানটি রোমান্টিক এবং ওয়েস্টান প্যাটানে সুর করেছেন কলকাতার জনপ্রিয় সুরকার সৌমিক। ডুয়েট এই গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি ওমর ফারুক ও কলকাতার মধুমিতা ঘোষ।
গানটি সম্পর্কে কন্ঠশিল্পী ওমর ফারুক বলেন, কলকাতার কোন সিনেমায় এটাই আমার প্রথম প্লেব্যাক । গানটির কথা এবং সুর অত্যন্ত রোমান্টিক এবং সময় উপযোগী । গানটি যে কেউ একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে। আশা করছি গানটির কথা ও সুর সকল শ্রেনীর দর্শকদের হৃদয় ছুয়ে যাবে।
ছবিটি মূলত এ্যাকশন ও রোমান্সে ভরপুর । সংগীত পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক অসিম রায়। সিনেমাটিতে চারটি গান রয়েছে। এছাড়া ছবিটির অন্যান্য গানে কন্ঠ দিয়েছেন নদিয়ার বিখ্যাত বাউল শিল্পি শরিফুল ইসলাম, ঝাড়খন্ডের নির্মাল্য রাজ, কুমার পলাশ, পিউ গায়েন, সুমিত্রা সোম ও ইন্দ্রানী ব্যানার্জি। কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অসিম দাস বাংলাদেশের কন্ঠশিল্পী ওমর ফারুক সম্পকে বলেন- ওয়েষ্টান প্যাটানের এই গানটির গায়কিতে আমি যা আশা করেছিলাম তার চেয়েও অনেক ভাল গেয়েছেন বাংলাদেশের কন্ঠ শিল্পী ওমর ফারুক । বিশেষ করে কন্ঠশিল্পি ফারুক ভাই দারুন সুরে গান করেন এটা আমার খুব ভাল লেগেছে ।
সিনেমার পরিচালক অমিত দাশ গুপ্ত (কে-২) কন্ঠ শিল্পি ওমর ফারুক সম্পর্কে বলেন, ঘায়েল মুভিটি আমার পরিচালিত চার নম্বর মুভি। আমি ট্যালেন্ট নবাগতদের নিয়ে কাজ করতে বেশী পছন্দ করি। প্রথম বাংলাদেশের একটি টেলিভিশন লাইফ প্রগ্রামে ফারুক ভাইয়ের গান শুনে মনে হয়েছে সে একজন মাল্টি ট্যালেন্ট কন্ঠশিল্পী। তার কন্ঠে যে সুর রয়েছে তা আমাদের কলকাতার শিল্পিদের সাথে দারুন যায়।তার ভয়েজটা অনেকটা ইন্ডিয়ান প্যাটানের। তারপর তার সাথে যোগাযোগ করলে সে রাজি হয়ে যায়। এক কথায় বলব ফারুক ভাই অসাধারন একজন ভাল মনের মানুষ এবং অসাধারন গান করেন। ইতিমধ্যে ফারুক ভাই ও মধুমিতা ঘোষের গাওয়া এই গানটি সম্পূর্ন চিত্রয়িত হয়েছে দার্জিলিয়ের বিভিন্ন লোকেশনে।
‘‘ঘায়েল” ছবিতে নবাগত নায়ক হিসেবে অভিনয় করেছেন সুদর্শন নায়ক সৌর এবং নায়িকা ঋদ্ধি ও রিয়া। এছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন সঞ্জীব সরকার, সান্তনা বসু প্রমুখ। ছবিটির শুটিং শেষের পথে, খুব শীঘ্রই সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে শুভ মুক্তির প্রতিক্ষায় ।
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির নানা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান পরীমনির নানা শামসুল হক গাজী মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী পোস্টে জানান, ভোর ৪টায় গুলশানের আজাদ মসজিদে মরদেহের গোসল দিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে নানার লাশ নিয়ে রওয়ানা হন পরীমনি। পিরোজপুরেই তাকে শায়িত করা হবে।
শামসুল হক গাজী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। পরীমনি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। গত মাসে একটা অপারেশন হয়েছে তার। অপারেশনের আগের দিন পরীমনি হাসপাতালে রাজ্যর (পরীমনির ছেলে) সঙ্গে হাস্যজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। মা-বাবা হারা পরীমনির একমাত্র অভিবাবক ছিলেন এই নানা। ছোট কালেই মা-বাবাকে হারান পরীমনি। পরে নানা শামসুল হক গাজীর কাছে তিনি লালিত হন।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক : অনেক দিন ধরেই তারকা দম্পতি রাজ-পরীর সর্ম্পক ভালো যাচ্ছিলো না। সংসারে ভাঙনের সুর বেজেছে অনেক আগেই। এবার রাজকে ডির্ভোস লেটার পাঠালেন পরীমণি।
সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর (রবিবার) আইনজীবীর কার্যালয়ে গিয়েছিলেন পরীমণি। এরপর সেখানে আইনজীবীর পরামর্শ অনুসারে ডিভোর্স লেটার তৈরি করে ১৮ সেপ্টেম্বর (সোমবার) রাজের কাছে সেটি পাঠিয়েছেন তিনি।
ডিভোর্স লেটারে রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি।
তবে এ বিষয়ে জানতে রাজকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আর পরীমণির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে গত জুন মাসের প্রথমে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন রাজ বলেছিল, সে এই বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
বেশ কয়েক দিন ধরে নাটকপাড়ায় উত্তাল ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যুতে। সম্প্রতি তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করল নাটকপাড়ার অভিভাবক সংগঠন ডিরেক্টরস গিল্ড। সোমবার (২১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।
জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।
সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
অভিমান ভুলে ফের একত্র হলেন আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও পরীর বাসায় ফিরলেন রাজ। জানালেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন এ অভিনেতা।
গতকাল বৃহস্পতিবার রাতে পরীমণির বাসায় ফিরেছেন রাজ। সব কিছু ঠিকঠাক আছে জানিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখন বাসায়। আমি ও পরীমণি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এ বিষয়ে। ’
এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে। ’
স্ত্রী-সন্তানকে নিয়ে আগামীতে দারুণ সময় কাটাতে চান রাজ। তিনি বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই। ’
রাজের ফেরা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া। ’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
আগামীকাল শুক্রবার দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় ছবিটি পরিচালনা করেছেন তারই কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন নির্মাতা হৃদি হক, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, লাকী ইনামসহ আট সদস্যের প্রতিনিধিদল। এ সময় তারা প্রধানমন্ত্রীর হাতে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটির বাঁধাই করা পোস্টার তুলে দেন।
নির্মাতা হৃদি হক বলেন, ‘এটি মুক্তির গল্প। সিনেমাটি দিয়ে আমরা ১৯৭১ সালে ফিরে গেছি। মানুষের মুক্তির স্বাদ চিরন্তন। কেবল একাত্তরেই আটকে থাকবে গল্প তা-ও না, এটি এগিয়ে যাবার গল্পও। সব মিলিয়ে দর্শকরা দেখবেন মুক্তির গল্প।’
তিনি আরও বলেন, ‘সিনেমাটির মূল গল্প বা মূল ভাবনা ড. ইনামুল হকের। এটা নিয়ে আমাদের দলের একটা নাটক ছিল। সেই ভাবনটা ঠিক রেখে চিত্রনাট্য করেছি। অনেক চরিত্র যোগ করেছি। ভীষণ সুন্দর একটি গল্প। আব্বা এই গল্পটি লিখেছিলেন দেশ স্বাধীনের পর পর। গল্পটি সিনেমার জন্য বেছে নেওয়ার একটি বিশেষ কারণও ছিল। তা হচ্ছে- ১৯৭১ সালের গল্প চিরদিন রয়ে যাবে। এই গল্প মুছে যাবে না। ইতিহাস রয়ে যায়।’
গত ২৯ মে ড. ইনামুল হকের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শন করা হয় ‘১৯৭১ সেই সব দিন’র টিজার, ট্রেলার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ১০ আগস্ট জমকালো আয়োজনে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী পালন করেন পরীমনি। অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত থাকলেও দেখা যায়নি পরীমনির স্বামী শরীফুল রাজকে। এরপর ভক্তরাও ধরে নেন, তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা যাবে না রাজ-পরী দম্পতিকে।
জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুদিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অনেকে ধারণা করেছিলেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। কিন্তু দেখা যায়নি তাঁকে।
ছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে গণমাধ্যমে রাজ বলেন, ‘কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই সেটি নিয়ে কথা বলে লাভ হবে না। বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে, কিন্তু কলকাতা থেকে ফিরে একজন বাবা হিসেবে অনুষ্ঠানে আগের রাতে বাবুকে দেখতে বাসায় গিয়েছিলাম। বাবুর সঙ্গে সময় কাটিয়ে এসেছি। ’
রাজ বলেন, ‘পরীর জীবনে সুন্দর একটি উপহার, আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি, এটি আমার জন্য আনন্দের, গর্বের। ’
রাজ আরও বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। ’ তাঁর মন্তব্য, ‘বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই। ’ তবে রাজের কথায় পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া গেল।
এদিকে, পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।
সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরীফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস।
যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।
প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিয়েবিচ্ছেদ ঘোষণার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরপাক খাচ্ছে। এতে লেখা— ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরীদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে—কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’
এই পোস্টটির পক্ষে-বিপক্ষে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া ও মতামত দেখা গেছে। এবার সেটি নিয়ে নিজের মত জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি।
রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে রাজ্যের সঙ্গে একটি ছবি পোস্ট করে এ নায়িকা লেখেন— ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কিসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়। ’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমো।
এদিকে প্রায় মাস তিনেক ধরে পরীমনির দাম্পত্য জীবনও চলছে বেশ জটিলতায়। গত ২০ মে তাকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।
মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। এর পর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। ঈদে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’র সঙ্গে পাল্লা দিয়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে সিনেমাটি।
‘প্রহেলিকা’য় মাহফুজ-বুবলীর রসায়ন দারুণ উপভোগ করেছে ভক্তরা। বিশেষ করে বুবলীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের। ব্যক্তিজীবনের নানা আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে অভিনয়ে ব্যস্ত হচ্ছেন এই অভিনেত্রী। তাই তার উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ‘প্রহেলিকা’র নির্মাতা চয়নিকা চৌধুরী। পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো-
প্রিয় অর্পা, (সিনেমায় বুবলীর চরিত্রের নাম) প্রহেলিকা তোমাকে নতুন জীবন দিয়েছে। সিনেমায় তোমার যোগ্যতা, অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছো।
তোমাকে যেদিন প্রথম কাষ্ট করেছিলাম, স্ক্রিপ্ট পড়তে গিয়ে রিহার্সালের সময় তোমার চোখ ভিজেছিল, চোখের জল পড়েছিল, সেদিনই বুঝেছিলাম আমি অর্পাকে পেয়েছি।
তারপরের কথা মুখে বলার প্রয়োজন নেই। বিভিন্ন ইন্টারভিউতে যখন বার বার বলেছিলাম,‘দর্শক নতুন এক বুবলীকে খুঁজে পাবে!’ অনেকেই হয়তো হেসেছিল। কিন্ত আজ তা সূর্যের মতোই সত্যি। জ্বলজ্বল করছে তোমার নাম সবার মুখে মুখে। কেউ বিশ্বাস করতে পারেনি। কিন্ত বিশ্বাস ছিল আমার মনে।
বুবলী, অনেক গর্ববোধ করছি আমি, আমরা সবাই। পৃথিবীতে আমি থাকি বা না থাকি, প্রহেলিকা তোমাকে সবার থেকে আলাদা করে অনেক বড় জায়গাতে নিয়ে গেছে ভেবে আমার আনন্দ হবে প্রতি মুহুর্তে।
এই অর্পা থেকে যাবে সবার মনে, ভাবতেই আমার চোখ ঝাপসা হয়ে গেলো। তোমার মতো দারুণ মনের একজন শিল্পীকে, একজন মানুষকে আমি সম্মান করি, ভালোবাসি।
তুমি আমার কাছে একজন মেধাবী তুখোড় অভিনয়শিল্পী। এটাকে ধরে রেখো। কাজটাই থেকে যায় সবার মনের ভিতরে। কাজটাই সত্য। কাজটাই প্রেম। শুধু মনে রেখো আমাকে। এমন করেই ভালোবেসো। বদলে যেয়ো না কখনোই। আর কিছু চাই না।
চয়নিকার সেই খোলা চিঠির জবাব দিয়েছেন বুবলী। তিনি লিখেছেন, আপুনি, এতো অসাধারণ সুন্দর করে আপনি বলেন এবং লিখেন যে এরপর যে শব্দই বলবো তা নিষ্প্রাণ মনে হবে। শুধু বলবো আপনি আমাকে যে ভালোবাসা, সম্মান আর স্নেহ দিয়েছেন এটা আমি সবসময় মনে করি, এভাবেই আপনার দোয়া আর ভালোবাসায় থাকতে চাই।
বুবলী আরও লেখেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপুনি। ছোট বোন হিসেবে আমাকে এতো স্নেহ দেবার জন্য এবং অবশ্যই আমাদের প্রিয় প্রহেলিকার অর্পা হয়ে উঠতে সব সাপোর্ট দেওয়ার জন্য। অনেক ভালবাসা আর সম্মান আপনাকে আপু।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে চিত্রনায়ক জায়েদ খানকে। একইসঙ্গে এই অভিনেতাক গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।
জায়েদ খানসহ বিশ্বের ৪০ ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘের সদর দপ্তরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জায়েদ খানের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়।
জায়েদ খানের প্রাপ্ত সম্মাননা স্মারক, যেখানে তাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্তের কথা লেখা রয়েছে।
পুরস্কার প্রদান ও সম্মাননা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন ছিল, যেখানে জাতিসংঘের পক্ষ থেকে আমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ৪০ জন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ।
নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, করোনার সময়কালে আমার কর্মকাণ্ড ও মানবিকত তৎপরতা তাদের দৃষ্টিগোচর হয়েছে। কেননা তারা আমার নিকট পূর্বে আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ জানতে চেয়েছে। এছাড়াও আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের প্রধান কার্যালয়ে আমাকে যে সম্মাননা দেওয়া হলো তাতে আমি আবেগ আপ্লুত, এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করবো।
জায়েদ খান এই সম্মাননাকে বিরল সম্মান উল্লেখ করে বলেন, এটি একটি দুর্লভ সম্মান। আমি সত্যিই এখনও বিশ্বাস করতে পারছি না। আমার এই অর্জন আমার দেশের জন্য। ’
জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ তাদের ওয়েবসাইটেও সম্মাননাপ্রাপ্তদের ছবিসহ তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়েদ খানের নাম জহিরুল উল্লেখ করে বলা হয়, ‘তার ফিল্মি নাম জায়েদ খান’ এবং সম্মাননা যে কারণে দেওয়া হয়েছে তার বিবরণ রয়েছে।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সংবাদমাধ্যমকে নিজেই জানালেন সেকথা।
এ অভিনেত্রী জানান, তিন দিন আগে হঠাৎ করেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করান। রিপোর্টে ফলাফল আসে ডেঙ্গু জ্বরে ভুগছেন এ অভিনেত্রী।
তানিয়া বৃষ্টি বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’
বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। এখনো শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে তার, কমছে না।
এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে। অভিনয়ে সমানতালে প্রশংসা পাচ্ছেন ভক্ত, দর্শক ও সহকর্মীদের কাছ থেকে। এরমধ্যে রয়েছে- ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবেই সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন। ’
ফারিয়ার দেওয়া পোস্টে দেখা যায়, গতকাল (৬ জুলাই) বিয়ে সেরেছেন তিনি। তবে স্বামীর নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করায় অভিনেত্রীকে শুভকামনা জানিয়েছেন তারা।
এর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। সেসময় গণমাধ্যমকে ফারিয়া বলেছিলেন, ‘কয়েক বছর ধরেই আমরা একে অপরকে জানি। অবশেষে দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করব। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। ’
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।
|
|
|
|
বিনোদন ডেস্ক :
ঢালিউড অভিনেত্রী পরীমনি। বিয়ে করেছেন অভিনেতা শরিফুল রাজকে। ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় বরাবরই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে ‘বিচ্ছেদ কাণ্ড’ নিয়ে নানা বিতর্কের পর আবারও ক্যারিয়ারের মনোযোগী হচ্ছেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোববার (২৫ জুন) ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন তিনি। যে ভিডিওতে এই নায়িকাকে সাংবাদিক হওয়ার ইচ্ছা পোষণ করতে দেখা গেছে।
অনুষ্ঠানে সঞ্চালক পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নেবেন?
জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে।
তিনি আরও জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন।
|
|
|
|
|
|
|