জাতীয় যুব সাবাতে চ্যাম্পিয়নশীপ বুধবার শুরু
ক্রীড়া প্রতিবেদক :
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাবাতে এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগীতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ৪ থেকে ৬ই অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম জাতীয় যুব সাবাতে (ফ্রেঞ্চ বক্সিং) চ্যাম্পিয়নশীপ-২০২৩। এ উপলক্ষ্যে ৩রা অক্টোবর মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ প্রেস কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিফু দিলদার হাসান দিলু (চেয়ারম্যান সাবাতে ডেভেলপমেন্ট কমিশন বাংলাদেশ), বাংলাদেশ মার্শাল আর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এবারের প্রতিযোগিতায় মোট ৩২৭ জন প্রতিযোগি ও কর্মকর্তা অংশ নেবে। বাংলাদেশ আনসার ও বিভিন্ন জেলা ও বিভাগীয় দল। প্রতিযোগিদের বয়স ১৩-১৭। তারা ২৬ টি স্বর্ণ পদকের জন্য লড়াই করবে।
আয়োজকগন জানান, সাবাতে খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। এ খেলার ফলাফলও বেশ সন্তষজনক। বিগত এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশ রানাস আপ হয়ে ছিলো। ইরান চ্যাম্পিয়ন হয়। এটা মুলত্ব: ফ্রান্স দেশের খেলা। আগামী অলিম্পিকে বালাদেশ যদি খেলা সুযোগ লাভ করে তাহলে পদক পাওয়ার ব্যাপারে কাবাডির পর সাবাতে আশাবাদি। ২০১৯ সালে সাবাতে এসোসিয়েসন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। ৪ অক্টোবর জার্জেস ও খেলোয়াড়দের র্যালির মাধ্যমে জাতীয় সাবাতে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হবে।
|
ক্রীড়া প্রতিবেদক :
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাবাতে এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগীতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ৪ থেকে ৬ই অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম জাতীয় যুব সাবাতে (ফ্রেঞ্চ বক্সিং) চ্যাম্পিয়নশীপ-২০২৩। এ উপলক্ষ্যে ৩রা অক্টোবর মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ প্রেস কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিফু দিলদার হাসান দিলু (চেয়ারম্যান সাবাতে ডেভেলপমেন্ট কমিশন বাংলাদেশ), বাংলাদেশ মার্শাল আর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এবারের প্রতিযোগিতায় মোট ৩২৭ জন প্রতিযোগি ও কর্মকর্তা অংশ নেবে। বাংলাদেশ আনসার ও বিভিন্ন জেলা ও বিভাগীয় দল। প্রতিযোগিদের বয়স ১৩-১৭। তারা ২৬ টি স্বর্ণ পদকের জন্য লড়াই করবে।
আয়োজকগন জানান, সাবাতে খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। এ খেলার ফলাফলও বেশ সন্তষজনক। বিগত এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশ রানাস আপ হয়ে ছিলো। ইরান চ্যাম্পিয়ন হয়। এটা মুলত্ব: ফ্রান্স দেশের খেলা। আগামী অলিম্পিকে বালাদেশ যদি খেলা সুযোগ লাভ করে তাহলে পদক পাওয়ার ব্যাপারে কাবাডির পর সাবাতে আশাবাদি। ২০১৯ সালে সাবাতে এসোসিয়েসন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। ৪ অক্টোবর জার্জেস ও খেলোয়াড়দের র্যালির মাধ্যমে জাতীয় সাবাতে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হবে।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
নিগার সুলতানা জ্যোতির ঝলকে হাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশের ঝুলিতে প্রথম পদকের দেখা। আজ সোমবার জেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্রোঞ্জ নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে হাংঝুতে দেশের পক্ষে প্রথম পদক জেতেন। দারুন দাপটের সাথে পাকিস্তানের সাথে বাজিমাত করল টিম বাংলাদেশ।
নারী ক্রিকেট দলের নৈপুণ্যের ঢেউ লাগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিদের ললাটে। খেলা শেষে মাঠে উপস্থিত হয়ে জ্যোতিদের অভিনন্দনে ভাসান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেফ দ্য মিশন একে সরকার, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে তাদের ইনিংস। আলিয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ এবং অধিনায়ক নিদা দার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। সাদাফ শামাসের ১৩ রানও পাকিস্তানকে এই স্কোর করতে সহায়তা করে।
বোলিংয়ে স্বর্ণ আক্তার চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা চার ওভারে ১১ রানের খরচায় দুটি উইকেট তুলে নেন। ৬৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শামীমা সুলতানা ও সাথী রানী বাংলাদেশকে ভালই এগিয়ে নিচ্ছিলেন।
কিন্তু ২৭ রানে এই জুটিকে ভাঙ্গেন সাদিয়া ইকবাল। শাওয়াল জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলীয় স্কোরে আর মাত্র পাঁচ রান যোগ করতেই নাসরা সান্ধুর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজের টপ অর্ডারের আরেক ব্যাটার সাথী রানীকে।
মাত্র দুই রানে সেই সান্ধুর শিকার পরিণত হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৩৪ রানেই নেই বাংলাদেশের তিন উইকেট। কিছুটা ব্যাকফুটে চলে যায় লাল সবুজের মেয়েরা। সান্ধুর তৃতীয় শিকারে পরিণত হন ৫ রান করা সোবহানা মোস্তারী। তখন স্কোর বোর্ডে ৪৩ রান। জয়ের দিকেই এগুচ্ছে বাংলাদেশ। পরের অধ্যায়টা অবশ্য ব্রোঞ্জজয়েরই। পঞ্চম উইকেট জুটিতে স্বর্ণা আক্তার ও রিতু মনি ১৪ রান যোগ করে দলকে এগিয়ে দেন। নিদা দারের দ্বিতীয় শিকারে পরিনথ হন রিতু মনি। তবে সোমা আক্তার ও সুলতানা খাতুন উইকেটে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
২০১০ গুয়াংজু এশিয়াডে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ ও মেয়েরা রুপা, ২০১৪ ইনচন এশিয়াডে মেয়েরা রুপা ও পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিলে। এশিয়ান গেমসে এটা বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চম পদক জয়।
|
|
|
|
ক্রীড়া প্রতিবদক : বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদুত লিও টিটো এল আউসান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।
১০ বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউল ইসলাম জয়ী হয়েছেন। মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন। অপরদিকে বাংলাদেশের ফরহাদ তরফদার স্বদেশী সজীব মাহমুদের বিপক্ষে জয় পান।
বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে প্রফেশনার (পেশাদার) বক্সিং খেলা। দেশে এখন প্রায় ৬০০ বক্সার রয়েছে। এবারের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ২১ জন এবং ভারতের তিন জপ বক্সার অংশ নিচ্ছে।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের আয়োজনে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ালটন পঞ্চম জাতীয় বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় ১৬টি কলেজ বালিকা রাগবি দল অংশ নিবে।
পল্টন মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলাস্থ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয় ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনাল উত্তীর্ণ হবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
ভারতকে তছনছ করে ছন্দে ফিরেছে বাংলাদেশ। শাকিব বাহিনীর কাছে চরমভাবে ধরা খেয়ে তুমুল বিতর্কে টিম ভারত। ভারতে এ পরাজয় এবং বাংলাদেশের জয় নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। জয়ের পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন বাংলাদেশকে।
পাক এই ক্রিকেটার ভারতের এ শোচনীয় পরাজয়কে লজ্জাজনক হিসেবে অভিতিহত করেছেন। একইসাথে এই জয়ে পাকিস্তানিরা খুশি হবেন বলেও মন্তব্য করেছেন সাবেক এ ফাস্ট বোলার।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলংকা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল।
তিনি বলেন, তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’
বিশ্বকাপে ফেবারিট-তত্ত্বের সমালোচনা করে শোয়েব আরও বলেছেন, ‘ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এ দুই দল ফেবারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুবমানের সেঞ্চুরিও কাজে এল না। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক : সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝ পথে দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসার একদিন পরই সুসংবাদ শোনালেন মুশফিক।
আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ফেসবুকে পোস্ট করা এক বার্তায় মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে... আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেন... মা এবং শিশু- দু’জনই পর্যবেক্ষণে রয়েছে.. সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।
|
|
|
|
ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ চারের লড়াই শুরুর আগের দিন বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ।হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তান থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।’ এছাড়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব।’
তার ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ‘দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানায়। এরপর সে ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। তার পেশিতে ফাটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে গিয়ে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’
সবশেষ কয়েক সিরিজ ধরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন চলমান এশিয়া কাপ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পান এই ব্যাটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়েও বেশ ভালোভাবেই ছিলেন তিনি।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
‘ফুটবল ফর হেলথ্’- এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের জন্য নতুন একাডেমি খুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন এই একাডেমির নাম বাফুফে ফুটবল একাডেমি। মূলত (অনাবাসিক) শিক্ষার্থীদের নিয়ে বাফুফে টাফ ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রশিক্ষণ করাবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (৩০ আগস্ট) মতিঝিলের বাফুফে ভবনে এই কর্মসূচি ঘোষণা করেন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি বলেন, ফুটবলই মূলত আমার দায়িত্ব। অনেক বাচ্চারাই ফুটবল শিখতে চায়, কিন্তু সুযোগ পায় না। আমাদের এই একাডেমি সবার জন্য উন্মুক্ত। এখানে যদি ভালো মেধাবী কাউকে পাওয়া যায় এবং পরিবার আগ্রহী থাকলে সে এলিট একাডেমিতে সুযোগ পাবে।
এই একাডেমিতে দুটি ক্যাটাগরিতে ফুটবলাররা ভর্তি হতে পারবেন। গ্রুপ-ওয়ান ক্যাটাগরিতে (৮ থেকে ১১ বছর) ও গ্রুপ-টু ক্যাটাগরিতে ১১ থেকে ১৪ বছরের ছেলেরা প্রশিক্ষণ নিতে পারবেন। দুটি ক্যাটাগরিতে ৪০ জন করে মোট ৮০ ফুটবলারকে প্রশিক্ষণ দিবে বাফুফে। সেক্ষেত্রে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে আসা শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে এখানে প্রশিক্ষণ দিবে বাফুফে।
প্রাথমিকভাবে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বিকেল এবং শুক্র-শনিবার সকালে দেড় ঘন্টা অনুশীলন করাবে বাফুফে। স্থান নির্ধারণ করা হয়েছে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ ও কমলাপুর স্টেডিয়াম।
এদিকে আজই দুই জন ফুটবলার ভর্তি হয়েছেন বাফুফের ফুটবল একাডেমিতে। বাফুফে একাডেমিতে ভর্তি ফি ২ হাজার ও মাসিক বেতন ৩ হাজার টাকা। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ১৬ সেপ্টেম্বর বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাফুফের ফুটবল একাডেমি শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। তিনি এই একাডেমিতে মাঝে মধ্যে আসে খুদে খেলোয়াড়দের উৎসাহ দেবেন।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
আগামী ২৫ অক্টোবর থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ওমানের সালালাতে অনুষ্ঠিত হবে এশিয়া হকি-৫ ওয়ার্ল্ড কাপ ২০২৩ বাছাই পর্বে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল অংশ নেবে। উভয় দলের টার্গেট সেমিফাইনালে উঠে বিশ্বকাপে অংশ নেয়ার। এ উপলক্ষে রবিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হকি ফেডারেশনের সাধারন সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।
সংবাদ সম্মেলনে সাঈদ জানান, বাংলাদেশ এই প্রথমবারের মতো এধরনের আসরে খেলতে যাচ্ছে। পাচঁ জনের অংশগ্রনের এ এশিয়া কাপ কোয়ালিফাইং গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান ও স্বাগতিক ওমান। ওমান স্বাগতিক দল হিসেবে সরাসরি তারা বিশ্বকাপে খেলবে। বাকি পাচঁ দলের মধ্যে সেরা তিনটি দল খেলবে বিশ্বকাপে। বাংলাদেশের লক্ষ্য ওমান, ইরান ও ইন্দোনেশিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলা। তিনি বলেন, পুরুষ দল দীর্ঘদিন অনুশিলন ক্যাম্পেই আছে আশা করি তাদের কাছ থেকে সন্তোজনক ফলাফল পাবো আমরা। অন্যদিকে মহিলা দলের পারফরম্যান্সও ভালো। মহিলা দলের অধিনাক ফারদিয়া আকতার বলেন, এ ধরনের আসলে আমরা প্রথম অংশগ্রহন করলেও আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে এখন বেশ আন্ডাস্টেনিং রয়েছে। আমরা ইন্দোনেশিয়া ও ইরানের বিপক্ষে ভালো ফলাফল করতে পারবো ইনশাআল্লাহ্। অন্যদিকে পুরুষ দলের অধিনায়ক গোলকিপার অসিম গোপ বলেন, নতুন এ ধরনের খেলাটা আসলে টি-টুয়েন্টি গেম এর মতো। অল্প সময়ের মধ্যে ফলাফল বের করে আনা। আশা করি আমাদের সেটা সময়মতো করার সামর্থ্য আছে। আমাদের টার্গেট বিশ্বকাপের সেমিফাইনাল খেলা।
এবারের এ আসরে অংশ নিতে বাংলাদেশ দলের ব্যায় হবে প্রায় অর্ধকোটি টাকা। বাংলাদেশ মহিলা দল ২২ আগষ্ট এবং পুরুষ দল ২৬ আগষ্ট দেশ ছাড়বে। মহিলা হলের প্রথম খেলা ২৫ আগষ্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে।
পুরুষ দল : অসিম গোপ (অধিনাক), সারোয়ার, মাহবুব, শিশির, ইমন, শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উদ্দিন। মহিলা দল : ফারদিয়া (অধানায়ক), সুমি (জিকে), মুক্তা, মনি, কনা ও আইরিন রিমা। কোচ : জাহিদ হোসেন রাজু।
|
|
|
|
আনোয়ার হোসেন :
বাংলাদেশে প্রায় অর্ধশত ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে। তাদের মধ্যে হাতে গোনা ১০/১২ টি খেলা জনপ্রিয়। নতুন খেলা ডিউবল খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদেরকাছে। একের ভিতর পাচঁ খেলার সংমিশ্রন। ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল, রাগবি এবং আরচারি (তীরধনুক) এই পাচঁটি খেলাতে দক্ষ খেলোয়াড়দের ভালো ফলাফল করা খুব সহজ ডিউবলে। অন্যদিকে দর্শকরাও এক খেলায় পান পাচঁ খেলা দেখার আনন্দ উত্তেজনা। তাই দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে ডিইবল খেলাটি বাংলাদেশে। বর্তমানে বিশে^র প্রায় ৩০ টি দেশ ডিউবল খেলায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। আশিয়ানে ৮টি, ইউরোপে ২টি, মধ্যপ্রাশ্চে ৭টি, আফ্রিকায় ৫টি, ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা-ব্রাজিল সহ আরো কটি দেশে এবং সাফ অঞ্চলে বাংলাদেশ সহ ৭টি দেশ (ভুটান বাদে) এ খেলায় আন্তর্জাতিক টুর্ণামেন্টে অংশ নেয়। ২০১৯ সালে বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। গত পাচঁ বছরে ৫টি জাতীয় প্রতিযোগিতার সফল সমাপ্তিহয়েছে। ডিউবল খেলায় প্রতি দলে ১২ জন খেলোয়াড় থাকেন। তাদের মধ্যে সাত জন করে খেলোয়াড় খেলায় অংশ নেন।বিশে^র পাচঁ তারকা খেলোয়াড়রা ডিউবলে অংশ নিয়ে থাকেন।
বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম সহিদুজ্জামান বলেন, বাংলাদেশে ২০১৯ সালে ডিউবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে করোনাকালিন সময়ও এর কার্যক্রম বন্ধ থাকেনি। দিন দিন ডিউবল খেলাটি নতুন প্রজন্মের কাছেও আগ্রহ ও জনপ্রিয়তা বেড়েছে। ইতোমধ্যেই ডিউবলের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড়ের সংখ্যা পুরুষ ২০০ ও নারী ১০০ জনে। দেশে এখন ডিউবল ক্লাবের সংখ্যা প্রায় ১৫ টি। দেশের বিভিন্ন জেলা থেকে বেশ আগ্রহ সহকারে ডিউবল টিম গঠনের আগ্রহ লেটার আসছে। আশা করি দেশের প্রতিটা জেলায় মাঠে গড়াবে উিউবল খেলা। বিএম সহিদুজ্জামান বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে। ২০১৯ সালে ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত পাচঁ জাতি টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ সেরা হলেও শিরোপা থেকে বঞ্চিত করে স্বাগতিকরা আমাদের। আগামী নভেম্বরে ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে ১২ দেশের অংগ্রহনে এশিয়ান চ্যাম্পিয়ানশীপ। ওই আসরে বাংলাদেশের টার্গেট শিরোপা জয়ের।বিএম সহিদুজ্জামান আরো বলেন, উিউবল খেলো দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, খেলোয়াড়ের সংখ্যাও বাড়ছে। অল্প সময়ে আন্তর্জাতিক টুর্নামেন্টেও ভালো ফলাফল করে দেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশ।অতএব সরকারের ক্রীড়া সংশ্লিষ্ঠ মহলের কাছে ডিউবল খেলার বিশেষ অনুদান, মাঠ, অ্যাসোসিয়েশনের স্থায়ী কক্ষ অনুমোদনের বিশেষ দাবী জানাই।
এদিকে, সম্প্রতি শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল স্মরণে অনুষ্ঠিত ওয়ালটন পঞ্চম জাতীয় ডিউবল প্রতিযোগিতায় (পুরুষ ও নারী)-২০২৩ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। ১৪ দলের অংশগ্রহনে শহিদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারকে ১১-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ। আর পুরুষ বিভাগের ফাইনালে ৮-৬ গোলে বাংলাদেশ জেলকে হারিয়ে শিরোপা জিতে নেয় পুলিশ দল। নারী বিভাগে পুলিশের হিমু ও পুরুষ বিভাগের বাংলাদেশ জেলের অপু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. শরিফুল আলম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম সহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. আজম আলী খান, যুগ্ম সম্পাদক লায়ন শহিদুল্লাহ এবং কোষাধ্যক্ষ দীন ইসলাম।
এবারের এই প্রতিযোগিতার দুই বিভাগে মোট ১৪টি দল অংশ নেয়। তার মধ্যে পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টি দল ছিল। পুরুষ বিভাগের দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ জেল, বাংলাদেশ আনসার ও ভিডিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, জে.বি.আর.সি নারায়ণগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ। আর নারী বিভাগের দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জে.বি.আর.সি নারায়ণগঞ্জ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে বড় পরীক্ষা এশিয়া কাপ। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে সবগুলো দল।
ছয় জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে স্কোয়াড ঘোষণার জন্য আগামী শনিবার (১২ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই সময়ের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড ঘোষণা করতে হবে। আর সময়সীমার শেষ দিনেই স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
তার ভাষ্য, শনিবার বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হবে। দল ঘোষণার আগে বেশ কিছু প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে। মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পাবেন কি না, সৌম্য সরকারকে ফেরানো হবে কি না, তামিমের বিকল্প হিসেবে কে থাকবেন দলে—এসব প্রশ্নের উত্তর অবশ্য দল ঘোষণার আগে পাওয়া যাবে না।
ইনজুরি ও নানান নাটকীয়তার পর তামিম ইকবাল সরে দাঁড়ানোয় সাকিবকে সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিযুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও দেশসেরা এই ক্রিকেটার ছাড়াও ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা বিবেচনায় সাকিবেই আস্থা রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
২০২০ সালে মাশরাফী বিন মুর্তজা সরে দাঁড়ানোর পর তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তামিমের অধীনেই ওয়ানডে সুপার লিগে দাপট দেখিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে টাইগাররা। তবে চোটের কারণে সাম্প্রতিক সিরিজগুলোয় অনিয়মিত হয়ে পড়েছিলেন তামিম।
এরই মধ্যে গেল মাসে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ২৮ ঘণ্টা পর ক্রিকেটে ফেরার কথা জানান তামিম।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশের বক্সিং খেলার মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের পক্ষে মোঃ আসাদুজ্জামান এবং অস্ট্রেলিয়ার পক্ষে মাইক অলট্রামোরা চুক্তিতে সই করেন। এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের বক্সিংয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হল। শুধু তাই নয়, এই চুক্তির পাশাপাশি অস্ট্রেলিয়ান বক্সিং সংস্থার সাথে "বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটি" নামক একটি সংগঠনও গঠণ করা হয়। এই সংগঠনটি দুই দেশের পেশাদার বক্সিংয়ের উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে একযোগে কাজ করে যাবে।
চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের বক্সিং খেলার মানোন্নয়ন এবং আরো বিকাশের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে। এতে বাংলাদেশের বক্সিং খেলা অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের বক্সিং উন্নয়নের জন্য তিনি সরকারের সুদৃষ্টি এবং সাহায্য-সহযোগিতা কামনা করেন। বক্সিং খেলার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে এক অনন্য উচ্চতায় তুলে ধরতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
১৯৭২ সাল থেকে এদেশে বক্সিং চর্চা শুরু হলেও বাংলাদেশে প্রফেশনাল বক্সিং শুরু ২০২০ সালের ২০ নভেম্বর, বিকেএসপির জিমনেশিয়ামে। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান প্রথম বাংলাদেশে প্রফেশনাল বক্সিং সূচনা করেন।
সেই থেকে আজ পর্যন্ত আসাদুজ্জামানের হাত ধরেই বাংলাদেশ ২৯ টি বক্সিং ইভেন্ট আয়োজন করা হয়। এবং বাংলাদেশের ১৫ জনেরও বেশি পেশাদার বক্সার বিদেশের মাটিতে খেলার সুযোগও পান।
সম্প্রতি মোঃ আসাদুজ্জামান এদেশের দুই প্রফেশনাল বক্সার জয়নুল ইসলাম ও মোহন আলীকে নিয়ে অস্ট্রেলিয়ায় একটি বক্সিং টুর্নামেন্টে যোগ দেন। খেলা শেষে বক্সাররা দেশে ফিরে আসলেও আসাদুজ্জামান অস্ট্রেলিয়াতেই থেকে যান এবং অস্ট্রেলিয়ান প্রফেশনাল বক্সিং সংস্থার সাথে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের বক্সিংয়ের উন্নয়ন এবং সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ান বক্সিং সংস্থার সঙ্গে চুক্তি সই করেন এবং দ্বিপাক্ষিক সাহায্য-সহযোগিতার জন্য "বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটি" নামে একটি সংগঠনও গঠণ করেন।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
শেখ কামাল ওয়ালটন ৫ম জাতীয় ডিউবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) আগামী ১৩ আগস্ট রোববার থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৮ টি এবং মহিলা বিভাগে ৬ টি দল অংশ নেবে। বুধবার (৯ আগস্ট) এ প্রতিযোগিতাকে ঘিরে এক সংবাদ সম্মেলন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিউবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বি.এম. সহিদুজ্জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আজম আলী খান, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও ট্রেজারার দ্বীন ইসলাম প্রমুখ।
এবারের প্রতিযোগিতা থেকে সেরা খেলোয়াড় বাছাই করে গঠন করা হবে জাতীয় ডিউবল দল। আগামী আক্টোবরে ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশীপ। এতে বাংলাদেশসহ ১২ টি দেশ অংশ নেবে। হ্যান্ডবল ভলিবল ও রাগবির আদলে এ খেলায় গত দুই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।
পুরুষ দল : বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, খুলনা জেলা, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, বি জে আর সি নারায়নগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ।
মহিলা দল : বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জামালপুর জেলা, জে বি আর সি নারায়নগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে খেলা বন্ধ থাকবে। ১৬ আগষ্ট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলিস্তানস্থ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আজীবন সম্মননায় ভূষিত হয়েছেন।
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও দক্ষিণ এশীয় স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিম আহমেদ হৃদয় এবং হকি কেলোয়াড় আমিরুল ইসলাম উদীয়মান ক্রীড়াবিদ পুরস্কার পেয়েছেন।
এদিকে ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে তৃণমূল হকি সংগঠক ফজলুল ইসলাম এবং কাসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মালা রানী সরকারকে এ পুরস্কার দেওয়া হয়। খন্দকার তারেক মো.নুরুল্লাহ ক্রীড়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ আরচারি ফেডারেশন ক্রীড়া ফেডারেশন/সংগঠক পুরস্কার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) স্পোর্টস স্পন্সর অ্যাওয়ার্ড পেয়েছে। বিএবি’র পক্ষে মো. নজরুল ইসলাম মজুমদার ও চৌধুরী নাফিজ সারাফাত পুরস্কার গ্রহণ করেন।
এছাড়া, মন্ত্রনালয় এই প্রথমবারের মতো শেখ কামাল এনএসসি পুরস্কারে ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি অন্তর্ভূক্ত করেছে। এ ক্যাটাগরিতে ক্রীড়া ধারাভাষ্যকার পুরস্কার পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান। পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। এছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান শেখ কামালের জীবন ও কর্মকান্ড স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুস সাদেক ও সাবিনা খাতুন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরতে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মকা-ের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী ‘শেখ কামাল : ক্ষণজন্মা এক নক্ষত্র’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এরআগে ৩ আগস্ট, মর্যাদাপূর্ন শেখ কামাল এনএসসি পুরস্কার-২০২৩ এর জন্য আটটি ক্যাটাগরিতে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছিল।
ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনির্দিষ্ট মানদন্ড আলোকে সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই করে এই পুরস্কার প্রাপ্তদের নাম চূড়ান্ত করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে প্রথমবারের এই পুরস্কার প্রবর্তন করে।
প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তিও’ বিতরণ করেন। ২০২৩-২৪ অর্থ বছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হচ্ছে।
মোট ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ১,০০০ টাকা করে বছরে ১২,০০০ টাকা এবং একাদশ শ্রেণী থেকে অনার্স স্তরের শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ২,০০০ টাকা করে বছরে ২৪,০০০ টাকা দেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে ১০ টাকার একটি স্মারক ডাকটিকিট, ৪০ টাকার তিনটি স্ট্যাম্প সম্বলিত একটি স্যুভেনির শীট, ১০ টাকার একটি উদ্বোধনী খাম, ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন এবং একটি বিশেষ সীলমোহর ও ব্যবহার করেন।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ এর জন্য ৮ টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ টি প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরন করবেন ৫ আগস্ট শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সকাল ৯.৩০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরস্কার বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পুরস্কার হিসেবে প্রত্যককে একলক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠান উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন।
পুরস্কার বিজয়ীরা হলেন: আজীবন সম্মাননা : আবদুস সাদেক। খেলোয়াড়/ক্রীড়াবিদ : সাবিনা খাতুন, তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম। ক্রীড়া সংগঠক : মালা রানী সরকার ও ফজলুল ইসলাম। ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। ক্রীড়া সাংবাদিক : খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ। ক্রীড়া ধারাভাষ্যকার : আতাহার আলী খান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন একজন স্বাপ্নিক তরুণ। বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রচলিত সনাতনী ক্রীড়া-উন্নয়ন ধারনা থেকে বেরিয়ে এসে তিনি বাংলাদেশের আধূনিক ও আন্তর্জাতিকমানের ক্রীড়া প্রবর্তনে প্রয়াসী হয়েছিলেন। অসাধারণ সাংগঠনিক দক্ষতায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী ক্রীড়া চক্র। ব্যক্তিগত প্রজ্ঞা ও নিজস্ব ক্রীড়া ভাবনায় এদেশে আধুনিক ফুটবলের পথিকৃৎ তিনি। ক্রীড়ানুরাগী, সংস্কৃতিমনা, তারুণ্যদীপ্ত বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন। জাতির এ কীর্তিমান তরুণ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অবদানকে স্বরণীয় এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরুপ ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে আমরা ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। পুরস্কার প্রদানের ৮টি ক্ষেত্র সমূহ হচ্ছে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনের ৮ টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ টি প্রতিষ্ঠানকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ ২০২৩ প্রদান করছি। আমি সম্মানজনক এ পুরস্কারের জন্য মনোনীত সকলকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি এ পুরস্কার ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১ প্রণয়ন করেন। প্রতিষ্ঠার পর ১৯৭৫ হতে ১৯৮৬ সাল পর্যন্ত এ ফাউন্ডেশনের সিডমানির পরিমাণ ছিল ১,২৫,০০,০০০/- (এক কোটি পঁচিশ লক্ষ) টাকা, যা ২০১৮ সাল পর্যন্ত ১৭ কোটি টাকায় পৌঁছায়। আপনারা জেনে আনন্দিত হবেন, বর্তমান সরকারের মেয়াদে অর্থাৎ বিগত সাড়ে চার বছরে মাদার অভ হিউম্যানিটি খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী এ ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকার সীডমানি প্রদান করেছেন যার ফলে বর্তমানে সিডমানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৭,৮৫,০০,০০০/- (সাতষট্টি কোটি পঁচাশি লক্ষ) টাকা। করোনা মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে সৃষ্টি বিশ্ব আর্থিক মন্দার মধ্যেও আমাদের খেলোয়াড়দের কল্যানে ৫০ কোটি টাকা সীডমানি প্রদান করায় দেশের সমগ্র ক্রীড়া পরিবারের পক্ষ থেকে ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো প্রবর্তিত "বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি" প্রদান কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড.মহিউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো: নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
|
|
|
|
ক্রীড়া প্রতিবেদক :
ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জের জার্সিতে দারুণ খেলেছিলেন সময়ের অন্যতম সেরা এ সেন্টারব্যাক তানভীর হোসেন। ভালো পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন হাতেনাতে সে। এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দলের জন্য যে ২২ সদস্যকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে); সেই দলের অন্যতম সদস্য দিনাজপুর জেলার বিরামপুরের ছেলে তানভীর।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়ান গেমস বা এশিয়াড। সেখানে অন্য ইভেন্টগুলোর মতো ফুটবলেও থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। তবে গত ২০১৮ ইন্দোনেশিয়া এশিয়ান গেমসে শুধু পুরুষ ফুটবল দল অংশ নিলেও এবার থাকছে বাংলার নারী ফুটবলাররাও। তবে এশিয়াডে পুরুষ-নারী দুই ফুটবল দলই কঠিন গ্রুপে পড়েছে। হ্যাংজুতে তানভীরদের প্রতিপক্ষ স্বাগতিক চীন, মিয়ানমার এবং ভারত। তবে প্রতিপক্ষ নিয়ে মোটেও ভাবছেন না তানভীর। এশিয়ার সেরা মঞ্চে নিজেদের সেরা দিতে বুক চিতিয়ে লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এ তরুণ-মেধাবী ফুটবলার।
এশিয়ান গেমস সামনে রেখে আগস্টের ৫ তারিখ থেকে শুরু হবে তানভীরদের ক্যাম্প। প্রথমবার এত বড় আসরে সুযোগ পেয়েছেন। নিজের অনুভূতি জানিয়ে তানভীর বলেন, ‘নিঃসন্দেহে এশিয়ান গেমসে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া ইভেন্টগুলোর একটি। এমন একটি আসরে আমি অংশ নিতে পেরে গর্বিত। দেশকে প্রতিনিধিত্ব করা, দেশের জার্সিতে আন্তর্জাতিক ইভেন্টে খেলার চেয়ে বড় সম্মান আর নেই। আমি আমার পারফরম্যান্স দিয়ে দেশের জন্য ভালো কিছু বয়ে আনার চেষ্টা করব এবং এটা আমি সর্বদাই করে থাকি।’
গত এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিলেন জামালরা। হারিয়েছিলেন কাতারের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। এবার কেমন হতে পারে বাংলাদেশের এশিয়াড জার্নি? প্রতিপক্ষই বা কেমন হলো?- এমন প্রশ্নের জবাবে তানভীর বলেন, ‘আমরা কঠিন গ্রুপে পড়েছি। চীন, মিয়ানমার, ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে আমাদের মোকাবিলা করতে হবে। তবে এসব নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। প্রতিপক্ষ কঠিন হলেও তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আমি অন্তত আত্মবিশ্বাসী যে গত আসরের মতো এবারো আমরা ভালো খেলব।’
বয়সে তরুণ হলেও তানভীরের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কিন্তু কম নয়। বয়সভিত্তিক জাতীয় দলের জার্সিতে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা এএফসি কাপের বাছাইপর্ব; এর বাইরে অনূর্ধ্ব-২০ সাফ/ এএফসি কাপেও খেলার অভিজ্ঞতা রয়েছে এ ডিফেন্ডারের। ঘরোয়া লিগ-টুর্নামেন্টেও দারুণ সফল এক ফুটবলার তিনি। দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব সাইফ স্পোর্টিংয়েই দীর্ঘ পাঁচ মৌসুম খেলেছেন। পরে ২০২২-২৩ মৌসুমে নাম লেখান পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জে। ক্যারিয়ারে দুই ক্লাবেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে সামনে আরো বড় ক্লাবে যাওয়ার অপেক্ষায়। ব্যবসায়ী বাবা আর গৃহিনী মায়ের ৪ পুত্রের একজন তানভীর। বিকেএসপির সাবেক শিক্ষার্থী তানভীরের ছোটবেলা থেকে ফুটবলই ধ্যানজ্ঞান। বাবার অনুপ্রেরণা আর উৎসাহেই মূলত ফুটবলে আসা। একদিন বড়মাপের ফুটবলার হবেন- ছোট্টবেলার সেই স্বপ্ন এখন বাস্তবে রূপদানের পথে। ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে উত্তরবঙ্গের সেই দিনাজপুর থেকে সাভারের বিকেএসপিতে এসে ভর্তি হোন তানভীর। তবে জার্নিটা সহজ ছিল না। বিকেএসপিতে ভর্তি পরীক্ষায় দু’বার অকৃতকার্য হয়েও তৃতীয়বারের চেষ্টাতে স্বপ্নের ফুটবলে ভর্তি হোন।
তানভীর তার স্বপ্নগুলোকে ধীরে ধীরে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করছেন। প্রথমে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা ছেলেটি পরে বড়মাপের ফুটবলার হতে চেয়েছেন। সেই স্বপ্ন এখন আরো ডালপালা মেলে অনেকদূর বিস্তৃত হয়েছে। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন তানভীর। তবে সেই পথও খুব দূরে নয়। অনূর্ধ্ব-২৩ দলে ইতোমধ্যে চলে এসেছেন। জাতীয় দল থেকে মাত্র নিঃশ্বাস দূরত্বে তার অবস্থান। খুব শিগগিরই নিজেকে জাতীয় দলের অংশ পরিণত করবেন এমন প্রত্যয় তানভীরের কণ্ঠে।
|
|
|
|
|
|
|