বাংলাদেশের রোমাঞ্চকর এডভেঞ্চার বাংলা চ্যানেল জয়ী সাঁতারুদের আনুষ্ঠানিক সংবর্ধনা বাংলাদেশের রানিং কমিউনিটি আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করে ইউসিআর।
টেকনাফ উপকূল থেকে দুরপাল্লার এ সাতাঁরুরা সাঁতার কেটে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার পথ অতিক্রম করেন। এই সমুদ্র পথকে বাংলা চ্যানেল বলা হয়। তাদের এই অবিস্মরণীয় সমুদ্র জয়কে আরো উৎসাহিত এবং স্মরণীয় করে রাখতে ইউসিআর স্বল্প পরিসরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করবে বলে আশাবাদী।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিআরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুম, বাংলা চ্যানেল সাঁতার এর আয়োজক বাংলা চ্যানেল কিং খ্যাত লিপটন সরকার, ডায়নামিক রানার্স ইন্টারবিডির চিফ এডমিন এ কে এম আহসান উল্লাহ, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন জুবায়ের, স্বাধীন বাংলা পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন এবং বাংলা চ্যানেল সাঁতারে জয়ী সাঁতারুদের একাংশ। ইউসিআর এর কর্তৃপক্ষ সকল সাঁতারুদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইউসিআর সকল ধরনের স্পোর্টস এবং এডভেঞ্চারকে উৎসাহিত করে থাকে।